Advertisement
২৬ এপ্রিল ২০২৪

বাস ও লরির সংঘর্ষ, জখম

অভিযোগ, সরাইঘাটায় নজরদারির নামে তোলাবাজি করে পুলিশ। এ দিনও তেমনই টাকা তোলা চলছিল পণ্যবাহী গাড়িগুলির থেকে। তারকেশ্বরমুখী লরিটির চালক টাকা না দিয়ে পালানো চেষ্টা করেন। কিছু দূর এগিয়ে গিয়েই নিয়ন্ত্রণ হারান। সামনে থেকে আসা বাসটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। জেলার অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) কামনাশিস সেন বলেন, ‘‘স্থানীয়দের অভিযোগ খতিয়ে দেখা হবে।’’

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
আরামবাগ শেষ আপডেট: ১৬ অগস্ট ২০১৮ ০১:৪৭
Share: Save:

বাস ও লরির সংঘর্ষে জখম হলেন ২০ জন। বুধবার সকালে আরামবাগের সরাইঘাটা এলাকার ঘটনা। এলাকাবাসীর অভিযোগ, পুলিশের তাড়া খেয়ে পালাতে গিয়েই নিয়ন্ত্রণ হারায় লরিটি। ফলে পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়ে শুরু হয় আরামবাগ-তারকেশ্বর স়ড়ক অবরোধ। প্রায় দেড় ঘণ্টা পরে এসডিপিও এসে ঘটনার তদন্তের আশ্বাস দিলে অবরোধ উঠে যায়।

পুলিশ জানিয়েছে, এ দিন সকাল ৭টা নাগাদ একটি বাস তারকেশ্বর থেকে রামগড়ের দিকে যাচ্ছিল। উল্টো দিক থেকে আসছিল লরিটি। সরাইঘাটায় আরামবাগ-তারকেশ্বর রোডে নিয়ন্ত্রণ হারিয়ে লরিটি সামনের দিক থেকে ধাক্কা দেয় বাসটিকে। স্থানীয়েরাই জখমদের উদ্ধার করেন। ১২ জনকে আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাঁদের মধ্য এক মহিলা-সহ পাঁচ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে হাসপাতাল সূত্রে।

অভিযোগ, সরাইঘাটায় নজরদারির নামে তোলাবাজি করে পুলিশ। এ দিনও তেমনই টাকা তোলা চলছিল পণ্যবাহী গাড়িগুলির থেকে। তারকেশ্বরমুখী লরিটির চালক টাকা না দিয়ে পালানো চেষ্টা করেন। কিছু দূর এগিয়ে গিয়েই নিয়ন্ত্রণ হারান। সামনে থেকে আসা বাসটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। জেলার অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) কামনাশিস সেন বলেন, ‘‘স্থানীয়দের অভিযোগ খতিয়ে দেখা হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Injury Accident Bus Truck
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE