Advertisement
২৬ এপ্রিল ২০২৪

রেল লাইন থেকে দেহ উদ্ধার

রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার সকাল সাড়ে আটটা নাগাদ পান্ডুয়া রেল স্টেশনের কাছে রেললাইনের ধারে জাহানারা বিবি (৬০) নামে এক বৃদ্ধার দেহ উদ্ধার হয়।

অকুস্থল: এখানেই ঘটে দুর্ঘটনা। পান্ডুয়া রেলস্টেশনে। নিজস্ব চিত্র

অকুস্থল: এখানেই ঘটে দুর্ঘটনা। পান্ডুয়া রেলস্টেশনে। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
পান্ডুয়া ও পুরশুড়া শেষ আপডেট: ২৮ নভেম্বর ২০১৭ ০১:৩৫
Share: Save:

হুগলি জেলায় দুই জায়গায় রেল লাইনের পাশ থেকে দু’টি দেহ উদ্ধার হয়েছে। একটি দেহ উদ্ধার হয় সোমবার সকালে, অন্যটি রবিবার সন্ধ্যায়।

রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার সকাল সাড়ে আটটা নাগাদ পান্ডুয়া রেল স্টেশনের কাছে রেললাইনের ধারে জাহানারা বিবি (৬০) নামে এক বৃদ্ধার দেহ উদ্ধার হয়। বাড়ি তালান্ডুর ভরতপুর গ্রামে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ডাউন গঙ্গাসাগর এক্সপ্রেসে ধাক্কা খেয়ে ছিটকে পড়েন তিনি। মৃতার দিদি সাহানারা বিবির দাবি, তাঁরা পান্ডুয়া স্টেশন সংলগ্ন দক্ষিণ পাড়ায় বাজার করতে গিয়েছিলেন। রেল লাইনের উপর দিয়ে হাঁটার সময়ে ট্রেনটি চলে এসেছিল।

স্থানীয় বাসিন্দাদের ক্ষোভ, পান্ডুয়া স্টেশনে ওভারব্রিজ থাকলেও সাবওয়ে নেই। তাই জীবনের ঝুঁকি নিয়েই রেললাইনের উপর দিয়ে চলাচল করেন অনেকে। ঘটে দুর্ঘটনা। পূর্ব রেলের মূখ্য জনসংযোগ আধিকারিক রবি মহাপাত্র বলেন, ‘পান্ডুয়ায় সাবওয়ে তৈরির জন্য সমীক্ষার কাজ শুরু হয়েছে।’’

রবিবার সন্ধ্যায় পুরশুড়ার টোকিপুর স্টেশন সংলগ্ন এলাকা থেকেও দেহ উদ্ধার হয়। পুলিশ জানিয়েছে, মৃতের নাম দেবাশিস ঘোষ (৪৮)। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই ব্যক্তি আরামবাগ-হাওড়াগামী ট্রেনের ধাক্কায় মারা গিয়েছেন। প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, মানসিক অবসাদে আত্মঘাতী হয়েছেন তিনি। পুলিশ দেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Dead body recovered Rail line
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE