Advertisement
২৭ এপ্রিল ২০২৪

জটিল অস্ত্রোপচারে বের হল পাঁচ কেজির টিউমার

দীর্ঘদিন ধরেই আরামবাগ মহকুমা হাসপাতালের শল্য বিভাগের পরিষেবা নিয়ে মানুষের ক্ষোভ রয়েছে। শুধুমাত্র ফাইমোসিস, হার্নিয়া, হাইড্রোসিলের মতো কিছু সাধারণ অস্ত্রোপচার ছাড়া আর কিছুই হচ্ছিল না বলে অভিযোগ উঠছিল।

সফল: বেরিয়েছে এই টিউমারই। নিজস্ব চিত্র

সফল: বেরিয়েছে এই টিউমারই। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
আরামবাগ শেষ আপডেট: ০৩ ডিসেম্বর ২০১৮ ০৪:২৯
Share: Save:

দীর্ঘদিন ধরেই আরামবাগ মহকুমা হাসপাতালের শল্য বিভাগের পরিষেবা নিয়ে মানুষের ক্ষোভ রয়েছে। শুধুমাত্র ফাইমোসিস, হার্নিয়া, হাইড্রোসিলের মতো কিছু সাধারণ অস্ত্রোপচার ছাড়া আর কিছুই হচ্ছিল না বলে অভিযোগ উঠছিল। এরই মধ্যে শনিবার রাতে জরুরি ভিত্তিতে এক তরুণীর ডিম্বাশয় থেকে প্রায় পাঁচ কেজি টিউমারের সফল অস্ত্রোপচার করলেন সেখানকার চিকিৎসকেরা। সে দিন সকালেই তাঁকে ভর্তি করানো হয়েছিল।

টিউমারটি অস্ত্রোপচার করে বের করেন শল্য চিকিৎসক অভীক ঘোষ। তাঁকে সহযোগিতা করেন অ্যানাস্থেটিস্ট পার্থ চক্রবর্তী। ছিলেন হাসপাতাল সুপার শিশির নস্করও। অভীকবাবু বলেন, ‘‘আলট্রা-সোনোগ্রাফির মাধ্যমে ডিম্বাশয়ে ১৮ সেন্টিমিটার বাই ১৪ সেন্টিমিটার আকারের প্রায় পাঁচ কেজির টিউমারটি চিহ্নিত হয়। এত বড় টিউমার সাধারণত মেডিক্যাল কলেজ হাসপাতালেই অস্ত্রোপচার হয়। তবে সেই কাজ আমরা মহকুমা হাসপাতালের পরিকাঠামোতেই সফল ভাবে করেছি।’’

বাঁকুড়ার সিহরের গোপীনাথপুর এলাকার পূজা পাল নামে বছর আঠারোর ওই তরুণী কামারপুকুর কলেজের প্রথম বর্ষের ছাত্রী। বেশ কিছুদিন ধরে তাঁর পেট ফুলে উঠছিল। সম্প্রতি যন্ত্রণাও শুরু হয়। পূজার বাবা তপন পালের কথায়, ‘‘যন্ত্রণায় মেয়েটা কয়েকদিন কলেজেও যেতে পারেনি। পরীক্ষায় দেখা যায়, ওর পেটে বড় টিউমার রয়েছে। সফল অস্ত্রোপচারের জন্য চিকিৎসকদের ধন্যবাদ।’’

সুপার শিশির নস্কর বলেন, ‘‘মহকুমা হাসপাতাল স্তরে সাধারণত এমন জটিল টিউমার অস্ত্রোপচার করা হয় না। আমরা সফল।’’ শল্য বিভাগের পরিষেবায় এলাকার ক্ষোভ নিয়ে তাঁর আশ্বাস, ‘‘কিছু সমস্যা ছিল। তা কাটিয়ে উঠেছি। এমন সফল অস্ত্রোপচারের পর আমরা চাই, সকলে যেন হাসপাতালের উপর ভরসা রাখেন। তা হলে আমরা আরও ভাল ভাবে কাজ করতে পারব।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Tumor Girl Operation
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE