Advertisement
০৫ মে ২০২৪

‘দিদিকে বলো’য় জানিয়ে পাট্টা মিলল জমির 

প্রায় চার দশক আগে সেইসব পরিবারের অস্থায়ী ঠিকানা হয়েছিল তাপবিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন শ্রীকৃষ্ণপুর ও খানজাদাপুর পুনর্বাসন কলোনি।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
তমলুক শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০১৯ ০০:৫৫
Share: Save:

কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র গড়তে জমি অধিগ্রহণের জেরে ঠাঁইহারা হয়েছিলেন বিদ্যুৎ কেন্দ্র লাগোয়া শান্তিপুর এলাকার শতাধিক পরিবার।

প্রায় চার দশক আগে সেইসব পরিবারের অস্থায়ী ঠিকানা হয়েছিল তাপবিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন শ্রীকৃষ্ণপুর ও খানজাদাপুর পুনর্বাসন কলোনি। কিন্তু বিদ্যুৎ কেন্দ্রের মালিকানাধীন জমিতে অস্থায়ীভাবে বাস করলেও জমির মালিকানা না মেলায় সেখানে স্থায়ী ঠিকানা হয়নি। বসবাসের জন্য জমির সরকারিভাবে পাট্টা পাওয়ার জন্য দীর্ঘদিন ধরেই আবেদন করে আসছিলেন পুনর্বাসন কলোনির বাসিন্দারা। স্থানীয় পঞ্চায়েত ও রাজনৈতিক দলগুলির তরফে বারবার আশ্বাস দেওয়া হলেও সমস্যার সুরাহা হয়নি। দাবি পূরণে সম্প্রতি বাসিন্দারা ‘দিদিকে বলো’য় ফোন করে নিজেদের সমস্যার কথা জানিয়েছিলেন। এরপরেই রাজ্য সরকারের তরফে জেলা প্রশাসনের কাছে এবিষয়ে পদক্ষেপ করার নির্দেশ দেওয়া হয়েছে।

জেলা প্রশাসনের তরফে তাপবিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন পুনর্বাসন কলোনির জমির সমীক্ষা শুরু হয়েছে বলে জানা গিয়েছে। যা নিয়ে আশার আলো দেখছেন পুনর্বাসন কলোনির বাসিন্দারা। শহিদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতির সভাপতি দিবাকর জানা বলেন, ‘‘পুনর্বাসন কলোনির শতাধিক পরিবার অস্থায়ীভাবে বাস করলেও জমির পাট্টা না পাওয়ায় সরকারি বাংলা আবাস যোজনা কিংবা গীতাঞ্জলি প্রকল্পের সুবিধা পাচ্ছে না। ওই সব পরিবারদের জমির পাট্টা দেওয়ার জন্য আমরা চেষ্টা করছিলাম।’’

পূর্ব মেদিনীপুরের অতিরিক্ত জেলাশাসক (ভূমি ও ভূমি সংস্কার) সরিৎকুমার ভট্টাচার্য বলেন, ‘‘বিদ্যুৎকেন্দ্র সংলগ্ন পুনর্বাসন কলোনির জমির পাট্টা দেওয়ার জন্য প্রশাসনিক প্রক্রিয়া শুরু হয়েছে। এখন জমির সমীক্ষার কাজ চলছে।’’

কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের জেনারেল ম্যানেজার কৃষ্ণেন্দু চক্রবর্তী বলেন, ‘‘পুনর্বাসন কলোনির জমির পাট্টা পাওয়ার জন্য আমাদের কাছে আবেদন এসেছিল। ভূমি ও ভূমি-সংস্কার দফতর সমীক্ষা করে আমাদের জানানোর পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠানো হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Didi Ke Bolo Kolaghat Thermal Power Plant
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE