Advertisement
২৬ এপ্রিল ২০২৪

এ বার প্রতি জেলায় ‘মাটি উৎসব’ 

উৎসবে রাজ্যের প্রতি জেলা থেকে সেরা কৃষক, উদ্যানপালক, মাছচাষি ও প্রাণিপালকদের ‘কৃষক সম্মান’ পুরষ্কার দেওয়া হয়ে থাকে। প্রতি বছর ফেব্রুয়ারি মাসে বর্ধমানে আয়োজিত ওই মাটি উৎসবে রাজ্যের সব জেলা থেকেই কৃষি দফতরের আধিকারিক ও কৃষকেরা যোগ দেন।

নিজস্ব সংবাদদাতা
তমলুক শেষ আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০১৯ ০৪:৪৫
Share: Save:

রাজ্যের প্রতি ব্লক ও মহকুমায় কৃষি-প্রাণিসম্পদ মেলার আয়োজন হচ্ছে বেশ কয়েক বছর ধরে। ওই উৎসবের পরে বর্ধমানে রাজ্যস্তরে ‘মাটি উৎসব’ হচ্ছিল সরকারি উদ্যোগে। কৃষি, উদ্যানপালন, মৎস্য চাষ ও প্রাণিপালন নিয়ে আলোচনা ও কৃষিভিত্তিক বিভিন্ন ধরনের শিল্প প্রদর্শনীর আয়োজন করা হয় ওই উৎসবে।

উৎসবে রাজ্যের প্রতি জেলা থেকে সেরা কৃষক, উদ্যানপালক, মাছচাষি ও প্রাণিপালকদের ‘কৃষক সম্মান’ পুরষ্কার দেওয়া হয়ে থাকে। প্রতি বছর ফেব্রুয়ারি মাসে বর্ধমানে আয়োজিত ওই মাটি উৎসবে রাজ্যের সব জেলা থেকেই কৃষি দফতরের আধিকারিক ও কৃষকেরা যোগ দেন। কিন্তু এ বছর রাজ্যস্তরে মাটি উৎসবের আয়োজন করা হয়নি বর্ধমানে। পরিবর্তে আগামী ২২ ফেব্রুয়ারি প্রতি জেলায় একদিনের এই উৎসবের কর্মসূচি নিয়েছে রাজ্য কৃষি দফতর। এর জন্য প্রতিটি জেলার কৃষি দফতরকে ‘জেলা মাটি উৎসব’ আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই জেলাস্তরে উৎসবের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে।

পূর্ব মেদিনীপুর জেলা কৃষি দফতর সূত্রে জানা গিয়েছে, মাধ্যমিক পরীক্ষার কয়েকদিন পরেই উচ্চ-মাধ্যমিক পরীক্ষা শুরু হবে। তাই পরীক্ষার্থীদের পড়াশোনায় যাতে অসুবিধা না হয় সে দিকে লক্ষ্য রেখেই ‘মাটি উৎসব’ আয়োজন করা হবে ২২ ফেব্রুয়ারি বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত। জেলাস্তরে এই উৎসবে কৃষি, উদ্যানপালন, মৎস্য ও প্রাণিসম্পদ বিষয়ক স্টল থাকবে। থাকবে কৃষি নিয়ে আলোচনা। অনুষ্ঠানে জেলার সেরা কৃষক, উদ্যান পালক, মাছ চাষি ও প্রাণিপালকদের ‘কৃষক সম্মান’ পুরস্কার দেওয়া হবে। পুরস্কার প্রাপকদের বাছাই করবে সংশ্লিষ্ট দফতর। উৎসবের জন্য দ্রুত স্থান নির্ধারণ করতে জেলা কৃষি দফতরকে নির্দেশ দেওয়া হয়েছে।

পূর্ব মেদিনীপুরের জেলা কৃষি দফতরের সহ-অধিকর্তা মৃণালকান্তি বেরা বলেন, ‘‘এ বছর জেলাস্তরে মাটি উৎসব আয়োজন হচ্ছে। আগামী ২২ ফেব্রুয়ারি একদিনের এই উৎসবের প্রস্তুতি শুরু হয়েছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Soil Festival West Bengal Government
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE