Advertisement
২৬ এপ্রিল ২০২৪

বঞ্চনার প্রতিবাদ

‘দিশম আদিবাসী জুমিদ গাঁওতা’- র পশ্চিম মেদিনীপুর জেলা শাখার উদ্যোগে এক সম্মেলন হল মেদিনীপুর শহরে। রবিবার শহরের বিদ্যাসাগর হলে এই সম্মেলন হয়। জঙ্গলমহলের আদিবাসী এবং অনান্য দলিত ও মাহাতো জনজাতিদের বঞ্চনার প্রতিকারের দাবিতে এই কর্মসূচি বলে জানান নেতৃত্ব।

নিজস্ব সংবাদদাতা
মেদিনীপুর শেষ আপডেট: ২২ জুন ২০১৫ ০২:০৬
Share: Save:

‘দিশম আদিবাসী জুমিদ গাঁওতা’- র পশ্চিম মেদিনীপুর জেলা শাখার উদ্যোগে এক সম্মেলন হল মেদিনীপুর শহরে। রবিবার শহরের বিদ্যাসাগর হলে এই সম্মেলন হয়। জঙ্গলমহলের আদিবাসী এবং অনান্য দলিত ও মাহাতো জনজাতিদের বঞ্চনার প্রতিকারের দাবিতে এই কর্মসূচি বলে জানান নেতৃত্ব।

সম্মেলনে আদিবাসী- দলিত- মাহাতো এবং অনান্য জনজাতিদের অধিকার রক্ষায় সরকারের সচেষ্ট হওয়া, শিক্ষা- চাকুরি- স্বাস্থ্য- কৃষির উন্নয়নে অগ্রাধিকার দেওয়া, ৬০ বছরের ঊর্ধ্বে সমস্ত আদিবাসী ও দলিতদের মাসিক দু’হাজার টাকা করে পেনশন দেওয়া, জঙ্গলমহল এলাকায় স্বায়ত্ত্বশাসন চালু করা, একশো দিনের কাজ অব্যাহত রাখা, কাজের শেষে দ্রুত মজুরি দেওয়ার মতো দাবি উঠে আসে। নেতৃত্বের বক্তব্য, রাজ্যে অন্য দল ক্ষমতায় এলেো জঙ্গলমহলের পরিস্থিতি একই রয়েছে। এই অবস্থা থেকে মানুষ অব্যাহতি চাইছেন। বঞ্চনার প্রতিবাদে ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন। ঐক্যবদ্ধ হলেই কেন্দ্রীয় ও রাজ্য প্রশাসন ওই দাবি সমূহ বিবেচনা করতে বাধ্য হবেন। এ দিন দুপুরে এই সম্মেলন শুরু হয়। চলে বিকেল পর্যন্ত। ৫ মে পণ্ডিত রঘুনাথ মুর্মুর জন্মদিন, ৩০ জুন হুল দিবস, ১৫ নভেম্বর শহিদ বিরসার জন্মদিন এবং ১১ ফেব্রুয়ারি তিলকা মুর্মুর জন্মদিনকে সরকারি মান্যতা দেওয়ার দাবিও জানান নেতৃত্ব। পাশাপাশি, অরণ্যের অধিকার আইন বাস্তবায়িত করারও দাবি জানানো হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE