Advertisement
০৯ মে ২০২৪

সংগ্রহশালার সূচনা

দ্বারোদ্ঘাটন হল কৃষ্ণনগরের ঘূর্ণী কারু ও হস্তশিল্প সংগ্রহশালার। সোমবার দ্বারোদ্ঘাটন করেন পর্যটন মন্ত্রী ব্রাত্য বসু। প্রায় ২ কোটি ৩১ লক্ষ টাকা ব্যয়ে সংগ্রহশালাটি তৈরি হয়েছে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে। জেলা সফরে এসে সংগ্রহশালার ও ‘কৃষ্ণনগর হাট’-এর উদ্বোধন করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

ছবিটি তুলেছেন সুদীপ ভট্টাচার্য।

ছবিটি তুলেছেন সুদীপ ভট্টাচার্য।

শেষ আপডেট: ১৯ মে ২০১৫ ০০:২০
Share: Save:

দ্বারোদ্ঘাটন হল কৃষ্ণনগরের ঘূর্ণী কারু ও হস্তশিল্প সংগ্রহশালার। সোমবার দ্বারোদ্ঘাটন করেন পর্যটন মন্ত্রী ব্রাত্য বসু। প্রায় ২ কোটি ৩১ লক্ষ টাকা ব্যয়ে সংগ্রহশালাটি তৈরি হয়েছে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে। জেলা সফরে এসে সংগ্রহশালার ও ‘কৃষ্ণনগর হাট’-এর উদ্বোধন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এ দিন ‘হাট’-এরও দ্বারোদ্ঘাটন করেন ব্রাত্যবাবু। সংগ্রহশালায় শিশুদের জন্য পার্ক, রেস্তোরাঁর পাশাপাশি থাকবে জেলার ইতিহাস ও সংস্কৃতির উপর নানা প্রদর্শনী। থাকবে পৃথিবী বিখ্যাত ঘূর্ণীর মৃৎশিল্পের বিবর্তনের ইতিহাস ও নমুনাও। মাটির পুতুলের বিপণন কেন্দ্রও থাকবে সংগ্রহশালায়। এর পাশাপাশি জাতীয় সড়ক থেকে কৃষ্ণনগরে ঢোকার মুখেই তৈরি হওয়া কৃষ্ণনগর হাটটি তৈরি করতে খরচ হয়েছে ১ কোটি টাকা। এখানে থাকবে মুক্তমঞ্চ, রেস্তোরাঁ-সহ বেশ কিছু স্টল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE