Advertisement
২৬ এপ্রিল ২০২৪

বিডিও অফিস ঘেরাও ধুবুলিয়ায়

উদ্বাস্তু ও পুনর্বাসন দফতরের জমির পাট্টা বিলির ফর্ম তোলা ও জমা দেওয়াকে ঘিরে গোলমালের জেরে বিডিও-র ঘরে তালা লাগিয়ে বিক্ষোভ দেখাল তৃণমূল। সোমবার দুপুরে তৃণমূলের কৃষ্ণমগর-২ ব্লকের সভাপতি শিবশঙ্কর দত্ত দলবল নিয়ে গিয়ে বিডিও এর ঘরে তালাও লাগায় বলে অভিযোগ। তখন বিডিও শাশ্বত দাশগুপ্ত অফিসে ছিলেন না।

নিজস্ব সংবাদদাতা
কৃষ্ণনগর শেষ আপডেট: ২৬ মে ২০১৫ ০০:২০
Share: Save:

উদ্বাস্তু ও পুনর্বাসন দফতরের জমির পাট্টা বিলির ফর্ম তোলা ও জমা দেওয়াকে ঘিরে গোলমালের জেরে বিডিও-র ঘরে তালা লাগিয়ে বিক্ষোভ দেখাল তৃণমূল।

সোমবার দুপুরে তৃণমূলের কৃষ্ণমগর-২ ব্লকের সভাপতি শিবশঙ্কর দত্ত দলবল নিয়ে গিয়ে বিডিও এর ঘরে তালাও লাগায় বলে অভিযোগ। তখন বিডিও শাশ্বত দাশগুপ্ত অফিসে ছিলেন না। তালা লাগানোর খবর শুনে ছুটে আসেন কৃষ্ণনগর সদর মহকুমা শাসক মৈত্রেয়ী গঙ্গোপাধ্যায়। তৃণমূল নেতৃত্বের সঙ্গে আলোচনায় সমস্যার সমাধান হয়।

ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে, পাট্টা বিলির জন্য বিডিও অফিস থেকে এ দিন থেকে ফর্ম বিলি করার কথা ছিল। নিয়ম অনুযায়ী, ফর্ম পূরণ করে বিডিও অফিসেই তা জমা দিতে হবে। সমস্ত পঞ্চায়েতে মাইকে তা প্রচার চালানো হয়। কিন্তু অভিযোগ, একটি পঞ্চায়েত নিজেদের দফতরে ফর্ম জমা দেওয়ার জন্য প্রচার করেছিল। কেন এটা করা হল, তার কৈফিয়ত তলব করে শিবশঙ্করবাবু দলবল নিয়ে বিডিও অফিসে ঢুকে বিক্ষোভ দেখান বলে অভিযোগ। কৃষ্ণনগর-২ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি সিপিএম এর জগন্নাথ ঘোষ বলেন, ‘‘শিবশঙ্কর দত্ত নিজে উপস্থিত থেকে বিশৃঙ্খলা করলেন। এটা দৃষ্টান্ত।’’ শিবশঙ্করবাবু অবশ্য এ ব্যাপারে কিছু জানা নেই বলে দাবি করেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE