Advertisement
২৬ এপ্রিল ২০২৪

কাজের সুবিধায় ভাঙছে চাকদহ

শুধু নদিয়া নয়, রাজ্যের বড় ব্লকগুলির অন্যতম চাকদহ।কাজের সুবিধার জন্য নদিয়ার সেই বৃহত্তম বল্কটি দ্বিখ্ডিত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।চাকদহ ব্লকের মধ্যে দু’টি বিধানসভা এলাকা রয়েছে। রয়েছে আরও একটি বিধানসভার অন্তত কান তিনেক গ্রাম পঞ্চায়েত।

নিজস্ব সংবাদদাতা
কল্যাণী শেষ আপডেট: ২৭ অগস্ট ২০১৬ ০২:২৫
Share: Save:

শুধু নদিয়া নয়, রাজ্যের বড় ব্লকগুলির অন্যতম চাকদহ।

কাজের সুবিধার জন্য নদিয়ার সেই বৃহত্তম বল্কটি দ্বিখ্ডিত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

চাকদহ ব্লকের মধ্যে দু’টি বিধানসভা এলাকা রয়েছে। রয়েছে আরও একটি বিধানসভার অন্তত কান তিনেক গ্রাম পঞ্চায়েত।

সম্প্রতি কল্যাণীর বিধায়ক রমেন্দ্রনাথ বিশ্বাস ব্লক বিভাজনের কথা মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে পেশ করেছেন। সে দাবির সঙ্গে সহমত পোষণ করেছে বিরোধীরাও।

তবে প্রশাসনের বক্তব্য, এই দাবি দীর্ঘদিনের। তেমনটা যদি হয়, তাহলে কাজের সুবিধাই হবে। উপকৃত হবেন সাধারণ মানুষই। তার জন্য প্রশাসনিক তৎপরতাও চলছে। পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের কাছে তেমন একটি সরকারি রিপোর্ট জমাও পড়েছে। বর্তমানে জেলায় বিধানসভার সংখ্যা ১৭টি। পঞ্চায়েত সমিতির সংখ্যাও তাই। কিন্তু রানাঘাটের দুটি ব্লকের মধ্যে বিধানসভা তিনটি। অন্যদিকে চাকদহ ব্লকে বিধানসভা কল্যাণী এবং চাকদহ। চাকদহের ১৭টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে আটটি চাকদহ বিধানসভার মধ্যে। সাতটি কল্যাণী বিধানসভার মধ্যে। আর বাকি দুটি হরিণঘাটা বিধানসভার এক্তিয়ারভূক্ত। তার ফলে হরিণঘাটার এক প্রান্ত থেকে প্রশাসনিক কাজের জন্য সেই চাকদহে ছুটতে হয়। আবার কল্যাণীর প্রত্যন্ত চর এলাকা চর কাঁচড়াপাড়ার মানুষজনকেও নানান প্রশাসনিক কাজে দীর্ঘ রাস্তা উজিয়ে চাকদহে দৌড়তে হয়।

সে সমস্যা দূর করতেজই এই বিভাজনের প্রস্তাব।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

chakdaha
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE