Advertisement
১১ মে ২০২৪

হেলমেট কই, ধমক এসপি-র

‘সেফ ড্রাইভ, সেভ লাইফে’র প্রচারে এ দিন দুপুরে ধুলিয়ান পুরভবনের সামনে একটি অনুষ্ঠান চলছিল। মঞ্চে ছিলেন জেলাশাসক পি উলাগানাথন, এসপি মুকেশ কুমার। 

হেলমেট পরিয়ে দিচ্ছেন এসপি মুকেশ কুমার। নিজস্ব চিত্র

হেলমেট পরিয়ে দিচ্ছেন এসপি মুকেশ কুমার। নিজস্ব চিত্র

বিমান হাজরা
ধুলিয়ান শেষ আপডেট: ২৯ জুলাই ২০১৮ ০১:০৩
Share: Save:

হেলমেট না পরে বাড়ি থেকে বেরিয়েছিলেন। পুলিশ জরিমানা করতে পারে, তেমন শঙ্কা ছিলই। কিন্তু এ ভাবে খোদ পুলিশ সুপারের বকুনি খেতে হবে, কল্পনাও করতে পারেননি ধুলিয়ানের বাসিন্দা রিঙ্কু শেখ। শনিবার মুর্শিদাবাদের পুলিশ সুপার মুকেশ কুমার তাঁকে সতর্ক করেছেন, ‘‘এ বার থেকে হেলমেট না পরলে শাস্তি পেতে হবে’’।

‘সেফ ড্রাইভ, সেভ লাইফে’র প্রচারে এ দিন দুপুরে ধুলিয়ান পুরভবনের সামনে একটি অনুষ্ঠান চলছিল। মঞ্চে ছিলেন জেলাশাসক পি উলাগানাথন, এসপি মুকেশ কুমার।

তাঁরা দেখেন, সামনের রাস্তা দিয়ে যাওয়া অনেক মোটরবাইক আরোহীরই মাথায় হেলমেট নেই। সঙ্গে সঙ্গে রাস্তায় নেমে পড়েন দু’জনে। বাইক থামিয়ে আরোহীদের হেলমেট না-পরার কারণ জানতে চাইছিলেন তাঁরা। রিঙ্কু নামে ওই যুবককে ধমকের সুরে এসপি বলেন, ‘‘হেলমেট কই? আর যেন হেলমেট ছাড়া বাইক চালাতে না দেখি। দেখলে পুলিশ কিন্তু কেস দেবে।”

রীতিমতো ভয় পেয়ে ওই যুবক আমতা আমতা করে বলছিলেন, ‘‘না, মানে স্যার, তাড়া থাকায় হেলমেট পরতে ভুলে গেছি। আর ভুল হবে না।” এরপর তাঁর হাতে নতুন হেলমেট তুলে দেন জেলাশাসক। সঙ্গে দু’টি চকোলেট। তার পরে বলেন, ‘‘বাড়ি গিয়ে বলবেন, হেলমেট না পরার এটা মিঠে শাস্তি।’’ রিঙ্কুর মতো অন্তত ১৫ জন চালককে হেলমেট পরিয়ে সতর্ক করেন জেলা প্রশাসনের দুই কর্তা।

এ নিয়ে পুরপ্রধান সুবল সাহার প্রতিক্রিয়া, “সেফ ড্রাইভের প্রচারে ওঁরা যে এ ভাবে রাস্তায় নেমে পড়বেন, ভাবতে পারিনি। আশা করি, এরপর চালকদের সচেতনতা ফিরবে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Police Helmet
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE