Advertisement
০৭ মে ২০২৪

দিলীপকে পাল্টা সুব্রতের

এ দিন মঞ্চে এসে তৃণমূলে যোগ দেন করিমপুর ২ গ্রাম পঞ্চায়েতের দুই নির্দল সদস্য মমতাজ বিবি কারিগর ও এরশাদ শেখ। সুব্রত এবং মহুয়া তাঁদের হাতে দলীয় পতাকা ধরিয়ে দেন।

সুব্রত মুথোপাধ্যায়। ফাইল ছবি

সুব্রত মুথোপাধ্যায়। ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা
করিমপুর শেষ আপডেট: ০৮ জুলাই ২০১৮ ০৪:০২
Share: Save:

বিজেপির রাজ্য সম্পাদক যেখানে সভা করেছিলেন, সেখানেই পাল্টা সভা করল তৃণমূল। রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় দাবি করলেন, ‘‘গত লোকসভা ভোটে বাংলা থেকে বিজেপি দু’টো আসন পেয়েছিল। এ বার একটাও পাবে না। বাংলার মানুষ ধর্ম নিয়ে রাজনীতি করার যোগ্য জবাব দেবেন।’’

গত কিছু দিন ধরেই নদিয়ায় ক্রমবর্ধমান শক্তি হিসেবে উঠে আসছে বিজেপি। পঞ্চায়েত ভোটে তারা যথেষ্ট ভাল করেছে। লোকসভা ভোটে ভাল ফল হতে পুারে আন্দাজ করে রাজ্য নেতারা বারবার জেলায় আসছেন। গত বুধবার করিমপুর বাসস্ট্যান্ডে সভা করে গিয়েছেন তাদের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

কার্যত তারই পাল্টা হিসেবে একই জায়গায় সভা করল তৃণমূল। সুব্রত ছাড়াও উপস্থিত ছিলেন তেহট্টের বিধায়ক তথা জেলা তৃণমূল সভাপতি গৌরীশঙ্কর দত্ত এবং করিমপুরের বিধায়ক মহুয়া মৈত্র। করিমপুরের উন্নয়ন নিয়ে কটাক্ষ করে গিয়েছিলেন দিলীপ। এ দিন সুব্রত দাবি করেন, “উন্নয়ন কী জিনিস, সেটাই ওরা বোঝে না। ওরা ধর্মের রাজনীতি করে আর আদালতে মামলা করে। দায়িত্ব নিয়ে বলছি, সারা পশ্চিমবঙ্গে যে কোনও বিধানসভা এলাকার চেয়ে করিমপুরে উন্নয়ন বেশি হয়েছে।’’

এ দিন মঞ্চে এসে তৃণমূলে যোগ দেন করিমপুর ২ গ্রাম পঞ্চায়েতের দুই নির্দল সদস্য মমতাজ বিবি কারিগর ও এরশাদ শেখ। সুব্রত এবং মহুয়া তাঁদের হাতে দলীয় পতাকা ধরিয়ে দেন। সকালেই তিনি করিমপুরের সমস্ত জায়গা ঘুরে দেখে এসেছেন জানিয়ে পঞ্চায়েত মন্ত্রী বলেন, ‘‘এখানকার বিধায়কের দাবি মেনে পঞ্চায়েত দফতর থেকে রাজ্য সরকারের বিভিন্ন দফতরে টাকা দিয়েছি। সেই টাকায় উন্নয়নমূলক কাজ সম্পূর্ণ হয়েছে।’’ নাটনায় একটি বাড়ি সংস্কার করে সেখান থেকে উন্নয়নমূলক কাজকর্মের দেখাশোনা করা হবে বলেও তিনি জানিয়েছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE