Advertisement
২৬ এপ্রিল ২০২৪

বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ

বিজেপির এক মহিলা কর্মীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। শনিবার রাতে গাংনাপুরের হুমনিয়াপোতা গ্রামের ঘটনা। পুলিশ জানিয়েছে, জখম ওই কর্মী উর্মিলা মণ্ডলকে রানাঘাট মহকুমার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিজস্ব সংবাদদাতা
গাংনাপুর শেষ আপডেট: ২৮ মার্চ ২০১৬ ০২:৫৯
Share: Save:

বিজেপির এক মহিলা কর্মীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। শনিবার রাতে গাংনাপুরের হুমনিয়াপোতা গ্রামের ঘটনা। পুলিশ জানিয়েছে, জখম ওই কর্মী উর্মিলা মণ্ডলকে রানাঘাট মহকুমার হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন রাত ৯টা নাগাদ বাড়ির অদূরে নলকূপে জল আনতে গিয়েছিলেন। হঠাৎ অন্ধকার ফুঁড়ে পথ ঘিরে দাঁড়ায় জনা কয়েক যুবক। কাপড়ে মুখ ঢাকা। কিছু বুঝে ওঠার আগেই উড়ে আসে কিল-চড়-ঘুসি। সম্বিত ফিরতেই বাঁচার জন্য ‘বাবা মাগো’ চিৎকার জোড়েন উর্মিলাদেবী। কিন্তু তাতেও লাথি, ঘুসির বৃষ্টি থামেনি। চিৎকার শুনে দৌড়ে আসেন বাড়ির লোকজন, প্রতিবেশীরা। লোকজন দেখে ততক্ষণে চম্পট দেয় যুবকেরা।

উর্মিলাদেবীকে নিয়ে যাওয়া হয় রানাঘাট মহকুমা হাসপাতালে। সেখানেই তিনি এখন চিকিৎসাধীন।

রবিবার সকালে তাঁকে দেখতে যান রানাঘাট দক্ষিণ বিধানসভার বিজেপি প্রার্থী সুস্মিতরঞ্জন হালদার, রানাঘাট ১ নম্বর ব্লক বিজেপি সভাপতি তাপস রায়-সহ অন্যেরা।

রানাঘাট দক্ষিণ কেন্দ্রের বিজেপি প্রার্থী সুস্মিতবাবু বলেন, ‘‘উর্মিলাদেবী দলের সক্রিয় কর্মী। দলের হয়ে ওই এলাকায় কাজ করছেন। তাতে সাড়া মিলছে। এতেই আতঙ্কিত হয়ে তৃণমূল তাঁকে মারধর করেছে।’’

অভিযোগ অস্বীকার করে ওই কেন্দ্রের তৃনমুল প্রার্থী আবিররঞ্জন বিশ্বাস বলেন, ‘‘মিথ্যা অভিযোগ করা হচ্ছে। কেউ ওই ঘটনার সঙ্গে কোনও মতেই যুক্ত নয়।’’ পুলিশ জানিয়েছে, থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। তবে নির্দিষ্ট কারও নামে অভিযোগ হয়নি। তদন্ত শুরু হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

TMC Congress
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE