Advertisement
২৬ এপ্রিল ২০২৪

দেওটিব্বায় ট্রেকিং

১৮ জুন সকাল পৌনে আটটা নাগাদ দেও টিব্বা পৌঁছন তাঁরা। ৭ জুন জলপাইগুড়ি থেকে ক্লাবের আট সদস্য যাত্রা শুরু করেন৷ ১১ জুন হিমাচল প্রদেশের জগৎসুখ থেকে হাঁটা শুরু করেন তাঁরা৷

সফল: সদস্যরা। নিজস্ব চিত্র

সফল: সদস্যরা। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
জলপাইগুড়ি শেষ আপডেট: ২৩ জুন ২০১৭ ১৩:২৯
Share: Save:

হিমাচলের দেও টিব্বায় উঠলেন জলপাইগুড়ি নেচার অ্যান্ড ট্রেকার্স ক্লাবের পাঁচ পর্বতারোহী৷ ১৮ জুন সকাল পৌনে আটটা নাগাদ দেও টিব্বা পৌঁছন তাঁরা। ৭ জুন জলপাইগুড়ি থেকে ক্লাবের আট সদস্য যাত্রা শুরু করেন৷ ১১ জুন হিমাচল প্রদেশের জগৎসুখ থেকে হাঁটা শুরু করেন তাঁরা৷ ১৩ তারিখে ৪ হাজার ৫০০ মিটার উচ্চতায় তৈরি বেস ক্যাম্পে পৌঁছন৷ সেখানে তিন জন থেকে যান৷ বাকি পাঁচ জন ক্যাম্প ওয়ানের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন৷ ১৮ জুন রাত দেড়টা নাগাদ পাঁচ জনের ওই দলটি দেও টিব্বা রওনা হন৷ সকাল পৌনে আটটা নাগাদ সেখানে পৌঁছন৷ আধ ঘন্টা সেখানে থেকে ফেরা শুরু করেন তাঁরা৷ একই পথে ফিরে এ দিন মালানী পৌঁছন তাঁরা৷

এর আগে সাত বার পর্বতারোহণ করেছেন জলপাইগুড়ি নেচার অ্যান্ড ট্রেকার্স ক্লাবের সদস্যরা৷ কিন্তু এ বারের দেও টিব্বা জয়টাই তাদের কাছে সব থেকে কঠিন বলে জানিয়েছেন দলের নেতৃত্বে থাকা ভাস্কর দাস৷ তাঁর কথায়, ক্যাম্প ওয়ান থেকে শৃঙ্গ জয়ের উদ্দেশ্যে রওনা হওয়ার সময় প্রচুর প্রতিকূলতার সম্মুখীন হতে হয় আমাদের৷ একে খাড়া পাহাড়, তার উপর অনেক ফাটল৷ সেই সঙ্গে ঝোরো হাওয়া, এমনকি একবার তুষার ঝড়ের মুখেও পড়তে হয় আমাদের৷ আগামী ২৭ জুন জলপাইগুড়ি পৌঁছবে পর্বতারোহী দলটি৷

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE