Advertisement
২৬ এপ্রিল ২০২৪

ইন্টারনেট পেতে বিহারে

ইন্টারনেট পরিষেবা নিয়ে নাজেহাল ইসলামপুরবাসী। নেট পরিষেবা পেতে লাগোয়া রাজ্য বিহারে পর্যন্ত ছুটছেন এলাকাবাসী।

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

নিজস্ব সংবাদদাতা
ইসলামপুর শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০১৯ ০১:৩৭
Share: Save:

ইন্টারনেট পরিষেবা নিয়ে নাজেহাল ইসলামপুরবাসী। নেট পরিষেবা পেতে লাগোয়া রাজ্য বিহারে পর্যন্ত ছুটছেন এলাকাবাসী। তাই বিকেল পর্যন্ত বিহারের শিতলপুর, পুটিয়ার সংলগ্ন এলাকায় রাস্তার দু’ধারে ভিড় জমাচ্ছেন অনেকেই। তবে এ ভাবে কতদিন চলবে, এখন সে দিকেই তাকিয়ে এলাকাবাসী।

নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে গত কয়েকদিন ধরেই নেট পরিষেবা বন্ধ রেখেছে প্রশাসন। বুধবার সন্ধ্যায় মাত্র ঘণ্টা দেড়েকের জন্য পরিষেবা চালু করলেও ফের তা বন্ধ রাখা হয়েছে। আর তার জেরেই নাজেহাল অবস্থা এলাকাবাসীর। নাম প্রকাশে অনিচ্ছুক এক সরকারি কর্মচারী জানান, জরুরি কাজে প্লেনের টিকিট কাটতে হবে, অথচ ইন্টারনেট না থাকায় পারলাম না। এক ঠিকাদার পাপ্পু খান বলেন, ‘‘নেট পরিষেবা না থাকায় অনলাইনে টাকা পাঠাতে পারছি না। ব্যবসার ক্ষতি হচ্ছে।’’ যদিও অনেকেই জানান, ইন্টারনেট নেই বলে বিহারে গিয়েই নেট করছি। কিন্তু ঠান্ডা যা পড়েছে, তাতে বেশিক্ষণ তা সম্ভব হচ্ছে না। যদিও বিভিন্ন মোবাইল সংস্থা মেসেজ পাঠিয়েছে, সরকারি নির্দেশ না পাওয়া পর্যন্ত নেট পরিষেবা বন্ধ থাকবে।

জেলাশাসক অরবিন্দকুমার মিনা জানিয়েছেন, রবিবার পর্যন্ত নেট পরিষেবা বন্ধ থাকবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Internet Susspension Islampur
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE