Advertisement
২৭ এপ্রিল ২০২৪

বাংলাদেশি টাকা উদ্ধার সীমান্তে

বিএসএফ জানিয়েছে, ১০০০ টাকার নোট ৭৮০টি, ৬২৯ টি ৫০০ টাকা এবং ২৫টি ১০০ টাকার নোট। মোট ১০ লক্ষ ৯৭ হাজার টাকা। ফলে ভারতে যার মূল্য ৮ লক্ষ ৫৫ হাজার ৬৬০ টাকা। নোটগুলো ছুড়ে দেওয়ার পরিকল্পনা ছিল বলেই প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে।

নিজস্ব সংবাদদাতা
মালদহ শেষ আপডেট: ২০ মার্চ ২০১৮ ০৪:০৫
Share: Save:

জাল নোটের পর এবার সীমান্তে উদ্ধার বাংলাদেশি টাকা। রবিবার রাতে ইংরেজবাজার থানার লুধিয়া সীমান্ত এলাকায় প্রায় ১১ লক্ষ টাকার বাংলাদেশি নোট উদ্ধার হলেও কাউকেই গ্রেফতার করতে পারেনি বিএসএফ। বিএসএফের অনুমান, জাল নোটের কারবারীরাই সেই চক্র চালাচ্ছে।

বিএসএফের ২৪ নম্বর ব্যাটালিয়নের জওয়ানেরা রবিবার সীমান্ত সংলগ্ন রাস্তায় কিছু যুবককে দাঁড়িয়ে থাকতে দেখেন। ওই রাস্তায় সাধারণত কারও থাকার কথা নয়। তার মধ্যে ওই যুবকদের দেখে তাঁরা পিছু নেন। তাঁরা পিছু নিতেই অন্ধকারের সুযোগে আম বাগানে পালিয়ে যায় ওই যুবকেরা। তারপরেই ঘটনাস্থল থেকে উদ্ধার হয় একটি প্যাকেট। সেই প্যাকেটে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় বাংলাদেশি টাকা।

এর আগে এই এলাকায় জাল নোট যেমন অনেকবারই মিলেছে তেমনই ঘটেছে কাশির সিরাপ পাচারের মতো ঘটনাও। সম্প্রতি গেকোও মিলেছে।

বিএসএফ জানিয়েছে, ১০০০ টাকার নোট ৭৮০টি, ৬২৯ টি ৫০০ টাকা এবং ২৫টি ১০০ টাকার নোট। মোট ১০ লক্ষ ৯৭ হাজার টাকা। ফলে ভারতে যার মূল্য ৮ লক্ষ ৫৫ হাজার ৬৬০ টাকা। নোটগুলো ছুড়ে দেওয়ার পরিকল্পনা ছিল বলেই প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে। কিন্তু সে ক্ষেত্রে কারা কী উদ্দেশ্যে বাংলাদেশি টাকা পাচার করছে, তা আরও ভাল করে বোঝা দরকার বলে মনে করছে বিএসএফ।

আন্দোলনরত এক ছাত্রের কথায়, ‘‘পর্যটনমন্ত্রী বলেছিলেন, অনশন তুলে নিলে তদন্তের ব্যবস্থা হবে৷ তার কথাকে সম্মান দিতেই একদিনের জন্য অনশন স্থগিত রাখার সিদ্ধান্ত৷’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE