Advertisement
২৭ এপ্রিল ২০২৪

বাড়ি গিয়ে প্রচার শুরু করছে বিজেপি

লোকসভা নির্বাচনকে সামনে রেখে আলিপুরদুয়ারে এখন থেকেই বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগের প্রস্তুতি শুরু করে দিল বিজেপি৷ সোমবার দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষের নির্দেশের জেরে এই সিদ্ধান্ত বলে বিজেপির জেলা নেতারা জানিয়েছেন৷

দিলীপ ঘোষ

দিলীপ ঘোষ

পার্থ চক্রবর্তী
আলিপুরদুয়ার শেষ আপডেট: ২০ জুন ২০১৮ ০২:০০
Share: Save:

লোকসভা নির্বাচনকে সামনে রেখে আলিপুরদুয়ারে এখন থেকেই বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগের প্রস্তুতি শুরু করে দিল বিজেপি৷ সোমবার দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষের নির্দেশের জেরে এই সিদ্ধান্ত বলে বিজেপির জেলা নেতারা জানিয়েছেন৷ বিশেষ করে পঞ্চায়েত নির্বাচনে যে সব এলাকায় দলের পরাজয় হয়েছে, সেই জায়গাগুলিকে জনসংযোগে বেশি করে গুরুত্ব দিতে চাইছেন বিজেপির জেলা নেতৃত্ব৷

এ বারের পঞ্চায়েত নির্বাচনে আলিপুরদুয়ারে তৃণমূল জয় পেলেও জেলার বিভিন্ন প্রান্তে শাসকদলকে বেগ দিয়েছে বিজেপি৷ জেলায় আটটি গ্রাম পঞ্চায়েতে একক ভাবে ক্ষমতা দখল করেছে বিজেপি৷ জেলার ছ’টি পঞ্চায়েত সমিতির মধ্যে কুমারগ্রামে জয় ছিনিয়ে নিয়েছেন বিজেপি প্রার্থীরা৷ পাশাপাশি কুমারগ্রাম এলাকা থেকেই জেলা পরিষদের একটি আসনে জয় পেয়েছেন বিজেপি প্রার্থী৷

গত বিধানসভা নির্বাচনেও মাদারিহাটে জয় পেয়েছিল বিজেপি৷ জেলা বিজেপি নেতাদের দাবি, পঞ্চায়েত নির্বাচনেও উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে আলিপুরদুয়ারে সবচেয়ে ভাল ফল হয়েছে তাদের৷ আর সে জন্যই তৃণমূল ও পুলিশের বিরুদ্ধে যৌথ সন্ত্রাসের অভিযোগ তুলে জেলায় জেলায় জেলাশাসকের দফতরের অভিযানের শুরুটা দলের রাজ্য নেতৃত্ব আলিপুরদুয়ার দিয়ে শুরু করেন বলে দাবি বিজেপির জেলা নেতৃত্বের৷

সোমবার আলিপুরদুয়ারে ওই কর্মসূচি থেকেই বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ লোকসভা নির্বাচনকে সামনে রেখে দলের জেলা নেতাদের এখন থেকেই বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ শুরু করতে নির্দেশ দেন৷ আর রাজ্য সভাপতির সেই নির্দেশের পরই এখন থেকে সেই কাজ শুরু করে দিতে চাইছেন জেলা নেতারা৷

বিজেপির জেলা সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মা বলেন, “পঞ্চায়েত নির্বাচনে দলের জয়ী ও পরাজিত প্রার্থীদের অনেকে ইতিমধ্যেই বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ শুরু করে দিয়েছেন৷ যেখানে এখনও এই কাজ শুরু হয়নি, সেখানেও দলের প্রার্থী ও অন্য নেতাদের অবিলম্বে তা শুরু করতে বলা হয়েছে৷”

বিজেপি সূত্রের খবর, এ বারের পঞ্চায়েত নির্বাচনে যেসব জায়গায় বিজেপির ফল খারাপ হয়েছে, সেখানে জনসংযোগে বেশি জোর দিতে চাইছেন বিজেপির জেলা নেতাদের একটা বড় অংশ৷ সে জন্য সেই সব এলাকার নেতাদের কাছে ইতিমধ্যেই নির্দেশও পাঠান হয়েছে৷ পাশাপাশি আগামী ২৯ তারিখ থেকে শুরু হওয়া সম্পর্ক অভিযানে জেলা নেতারাও সেই সব এলাকায় বাড়ি বাড়ি যাবেন বলে বিজেপি সূত্রের খবর৷ বিজেপির এক জেলা নেতা বলেন, লোকসভা নির্বাচনের আগে পর্যন্ত গোটা জেলা জুড়ে এই জনসংযোগ কর্মসূচি চলবে৷

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

BJP Dilip Ghosh Campaign
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE