Advertisement
২৭ এপ্রিল ২০২৪

প্ল্যাটফর্মে ধাক্কা কামরার

রেল ও রেল সুরক্ষাবাহিনী সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাত ১২টা নাগাদ এক নম্বর প্ল্যাটফর্মে পার্সেল গুদামের দিকে শান্টিং করা হচ্ছিল একটি পার্সেল ভ্যান। তার পিছনে একটি খালি এসি কামরাও ছিল। তা অন্য একটি ট্রেনের সঙ্গে জোড়ার কথা ছিল।

হতবাক: ট্রেন কীভাবে প্ল্যাটফর্মে উঠেছিল, অবাক খুদে। এনজেপি স্টেশনে, শনিবার। ছবি: বিশ্বরূপ বসাক

হতবাক: ট্রেন কীভাবে প্ল্যাটফর্মে উঠেছিল, অবাক খুদে। এনজেপি স্টেশনে, শনিবার। ছবি: বিশ্বরূপ বসাক

নিজস্ব সংবাদদাতা
শিলিগুড়ি শেষ আপডেট: ২৯ জুলাই ২০১৮ ০৩:০৯
Share: Save:

অসাবধানবশত শান্টিং করতে গিয়ে ট্রেনের কামরা গার্ডওয়াল ভেঙে ধাক্কা মারল ফুট ওভারব্রিজে। শুক্রবার রাতে ঘটনাটি ঘটে এনজেপি স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মের শেষপ্রান্তে। জোর শব্দে হকচকিয়ে যান স্টেশনে থাকা মানুষজন। চারদিকে হুড়োহুড়ি পড়ে যায়। প্রত্যদর্শীদের মতে, অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছেন যাত্রীরা। একটি তদন্ত কমিটি গড়া হয়েছে বলে জানিয়েছে উত্তরপূর্ব সীমান্ত রেলের কর্তারা।

রেল ও রেল সুরক্ষাবাহিনী সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাত ১২টা নাগাদ এক নম্বর প্ল্যাটফর্মে পার্সেল গুদামের দিকে শান্টিং করা হচ্ছিল একটি পার্সেল ভ্যান। তার পিছনে একটি খালি এসি কামরাও ছিল। তা অন্য একটি ট্রেনের সঙ্গে জোড়ার কথা ছিল।

প্রত্যক্ষদর্শীদের দাবি, শান্টিংয়ের স্বাভাবিক গতির চেয়ে অনেক বেশি গতিতে পিছিয়ে আসছিল দু’টি কামরা সমেত ডিজেল ইঞ্জিনটি। নিয়ন্ত্রণ হারিয়ে সেটি গার্ডওয়ালে সজোরে ধাক্কা মারলে লোহার খুঁটি উপড়ে গিয়ে তা এক নম্বর প্ল্যাটফর্মের ঢালে উঠে যায়। তবে পার্সেল ওভার ব্রিজের গায়ে ধাক্কা খেয়ে আটকে পড়ে। কংক্রিট ভাঙার প্রচণ্ড শব্দে ছুটে পালিয়ে যান রেলকর্মীরা। ব্রিজে ধাক্কা না খেলে কামরাটি সোজা প্ল্যাটফর্মে উঠে আহত করতে পারত কয়েকজনকে।

রাতেই ঘটনাস্থলে ছুটে আসেন রেলকর্তারা। কাটিহার ডিভিশনের ডিআরএম সিপি গুপ্তা বলেন, ‘‘ঘটনার কথা জেনেছি। কী হয়েছে, তা সবাই দেখেছে। তদন্ত করে দেখা হবে কারও গাফিলতি রয়েছে কিনা।’’ ব্রিজটির ক্ষতি হলেও তা ব্যবহারযোগ্য বলে জানিয়েছে রেল কর্তৃর্পক্ষ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Train Platform Shunting NJP
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE