Advertisement
১১ মে ২০২৪

প্রেমিক বেপাত্তা, অনশনে প্রেমিকা

পাঁচ বছর ধরে প্রেম৷ রেজিস্ট্রি ফর্মে সই-সাবুদও হয়ে গিয়েছে৷ কিন্তু ফাইনাল রেজিস্ট্রির আগেই এলাকা থেকে বেপাত্তা পেশায় সিভিক পুলিশ প্রেমিক৷ সামাজিক বিয়ের দিন এগিয়ে এলেও প্রেমিক ফিরে না আসায় তাঁর বাড়িতে গেটের বাইরে অনশনে বসলেন কলেজ ছাত্রী প্রেমিকা৷

নিজস্ব সংবাদদাতা
জলপাইগুড়ি শেষ আপডেট: ২২ নভেম্বর ২০১৬ ০১:৩০
Share: Save:

পাঁচ বছর ধরে প্রেম৷ রেজিস্ট্রি ফর্মে সই-সাবুদও হয়ে গিয়েছে৷ কিন্তু ফাইনাল রেজিস্ট্রির আগেই এলাকা থেকে বেপাত্তা পেশায় সিভিক পুলিশ প্রেমিক৷ সামাজিক বিয়ের দিন এগিয়ে এলেও প্রেমিক ফিরে না আসায় তাঁর বাড়িতে গেটের বাইরে অনশনে বসলেন কলেজ ছাত্রী প্রেমিকা৷

এই ঘটনায় এ দিন জলপাইগুড়ির পাহাড়পুরে খানিকটা উত্তেজনাও ছড়ায়৷ উত্তেজিত বাসিন্দারাই শেষপর্যন্ত বাড়ির গেট ভেঙে প্রেমিকাকে প্রেমিকের ঘরে ভিতরে ঢুকিয়ে দেন৷ প্রেমিক-প্রেমিকা দু’জনেরই বাড়ি পাহাড়পুরের হাকিমপাড়াতে৷ ওই এলাকাতেই রাস্তার এক দিকে বাড়ি পেশায় সিভিক পুলিশ এক যুবকের৷ কয়েকশো মিটার দূরে রাস্তার ওপাশে বাড়ি ওই কলেজ ছাত্রীর৷ জানা গিয়েছে, এক সময় ওই যুবকের কাছে টিউশন পড়তেন ওই কলেজ ছাত্রী৷ সেখান থেকেই তাঁদের প্রেম৷ অভিযোগ, অগস্ট মাসে প্রেমিকাকে নিয়ে সরাসরি নিজের বাড়িতে চলে আসেন ওই যুবক৷ কিন্তু বাড়ির লোক ওই ছাত্রীকে ঘরে তুলতে অস্বীকার করলে তাঁরা এক আত্মীয়র বাড়িতে পালিয়ে যান৷ এরপর বিষয়টি নিয়ে হইচই শুরু হতেই দুই বাড়ির লোকেদের উপস্থিতিতেই এলাকায় সালিশি সভা বসে৷ সেখানে এলাকার পঞ্চায়েত সদস্যও উপস্থিত ছিলেন৷ সেই সভার সিদ্ধান্ত অনুযায়ী, দু’জনে এলাকায় ফিরে এসে বিয়ের রেজিস্ট্রি ফর্মে সই করেন৷ সালিশি সভায় এই সিদ্ধান্তও হয়, সেপ্টেম্বরে ফাইনাল রেজিস্ট্রির পরে নভেম্বর মাসের মধ্যেই দু’জনের সামাজিক বিয়ে হবে৷

ওই যুবকের বাড়ি ঢোকার মুখে একটি ঘরের সিঁড়িতে বসে তাঁর প্রেমিকা অভিযোগ করেন, “বিয়ের জন্য পালিয়ে আত্মীয়র বাড়িতে নিয়ে যাওয়ার পরে ওই যুবক আমার সঙ্গে শারীরিক সম্পর্কও করে৷ এরপর সালিশি সভায় সিদ্ধান্ত হয় গত ২৩ সেপ্টেম্বর আমাদের বিয়ের ফাইনাল রেজিস্ট্রি হবে৷ আর আমাদের সামাজিক বিয়ে হওয়ার কথা ছিল এ দিন অর্থাৎ সোমবার৷ কিন্তু ফাইনাল রেজিস্ট্রি হওয়ার আগে থেকেই এলাকা থেকে বেপাত্তা হয়ে যায় ওই যুবক৷ আর ওর বাড়ির লোকেরা বারবার আমার বাড়ির লোকেদের বলে চলছে, টাকা-পয়সার বিনিময়ে আমি যেন ওকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করি৷ যা কখনওই আমার পক্ষে মানা সম্ভব না ৷” রবিবার রাত থেকেই ওই যুবকের বাড়িতে অনশনে বসে ওই ছাত্রী৷ ওই যুবকের বৌদি টাকা-পয়সার অভিযোগটি মানতে চাননি৷ তাঁর পাল্টা অভিযোগ, “দেওর ওই মেয়েকে বিয়ে করলে আমাদের কোনও আপত্তি নেই৷ কিন্তু দেওর নিজেই ওই মেয়েকে বিয়ে করতে চাইছে না৷ আমার দেওর ট্রেনিং আছে বলে বাড়ির বাইরে গিয়েছে। সে কবে ফিরবে তাও আমরা জানি না।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Boyfriend girlfriend hunger strike
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE