Advertisement
০২ মে ২০২৪
Hooch

জলপাইগুড়িতে চোলাই হাঁড়িয়া রুখতে পুলিশি অভিযান, গ্রেফতার ৫

অভিযানে পুলিশকে দেখেই পালিয়ে যান চোলাইয়ের ঠেকের মালিকরা। কিন্তু ৫ জন খদ্দের পালাতে পারেননি সেখান থেকে।

চোলাইয়ের ঠেক থেকে গ্রেফতার ৫। নিজস্ব চিত্র।

চোলাইয়ের ঠেক থেকে গ্রেফতার ৫। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
জলপাইগুড়ি শেষ আপডেট: ২৫ নভেম্বর ২০২০ ০০:০০
Share: Save:

চোলাই ও হাঁড়িয়া রুখতে অভিযানে নামল জলপাইগুড়ির পুলিশ। মঙ্গলবার মালবাজার থানার ক্রান্তি বাজার এলাকায় অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। ভেঙে দেওয়া হয়েছে মদের ঠেকও। এই এলাকার মানুষ দীর্ঘ দিন ধরে এই ঠেকগুলির বিরুদ্ধে অভিযোগ জানিয়ে আসছিলেন।

এই মদের ঠেকগুলির জেরে প্রায় দিনই এলাকারবাসীদের নানা সমস্যার মধ্যে পড়তে হয় বলে অভিযোগ। মঙ্গলবার সেগুলি বিরুদ্ধে ব্যবস্থা নিতে নামে পুলিশ। ক্রান্তি পুলিশ ফাঁড়ি ওসি সুব্রত গুনে নেতৃত্বে অভিযান চলে।

এদিন অভিযানে পুলিশকে দেখেই পালিয়ে যান চোলাইয়ের ঠেকের মালিকরা। কিন্তু ৫ জন খদ্দের পালাতে পারেননি সেখান থেকে। তাঁদের তুলে নিয়ে আসে ক্রান্তি ফাঁড়ির পুলিশ। বুধবার তাঁদের জলপাইগুড়ি আদালতে তোলা হবে।

সুব্রত বলেন, “স্থানীয় মানুষ এই চোলাই ও হাঁড়িয়ার ঠেকগুলি নিয়ে অভিযোগ জানিয়েছিলেন। অভিযানে নেমে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। তবে চোলাই হাঁড়িয়া ব্যবসায়ীরা পুলিশ দেখে পালিয়ে যান। এখন লাগাতার এই অভিযান চলবে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Hooch Police Jalpaiguri
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE