Advertisement
২৭ এপ্রিল ২০২৪

প্রেমের প্রস্তাবে ‘না’, রাস্তায় মার ছাত্রীকে

প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এ বার এক কিশোরীকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। ঘটনাস্থল ফের ধূপগুড়ি। ৬ নম্বর ওয়ার্ডের বিবেকানন্দপাড়ার বাসিন্দা আক্রান্ত ওই কিশোরীকে হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করানো হয়।

নিজস্ব সংবাদদাতা
ধূপগুড়ি শেষ আপডেট: ০৪ মার্চ ২০১৭ ০২:৪০
Share: Save:

প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এ বার এক কিশোরীকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। ঘটনাস্থল ফের ধূপগুড়ি। ৬ নম্বর ওয়ার্ডের বিবেকানন্দপাড়ার বাসিন্দা আক্রান্ত ওই কিশোরীকে হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করানো হয়। প্রতিবেশী ওই যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, বিপুল সরকার নামে ওই যুবক বেশ কিছুদিন ধরে একাদশ শ্রেণির পড়ুয়া ওই কিশোরীকে প্রেমের প্রস্তাব দিচ্ছিল। কিন্তু বারবারই প্রত্যাখান করে ওই কিশোরী। কিশোরীর পরিবার অভিযুক্ত যুবককে বার বার বোঝালেও কোনও লাভ হয়নি। নিজের অবস্থানে অনড় থাকে সে। সম্প্রতি সোনার দোকানের কর্মী বিপুল ওই কিশোরীকে একটি মোবাইল ফোনও উপহার দিতে চায়। তা নিতে অস্বীকার করে ওই ছাত্রী।

অভিযোগ, বৃহস্পতিবার সন্ধ্যায় মায়ের সঙ্গে বাজার করে বাড়ি ফিরছিল ওই নাবালিকা। মাকে পিছনে ফেলে খানিকটা এগিয়ে আসায় কিশোরীকে একা পেয়ে যায় ওই যুবক। আবারও শুরু হয় মোবাইল ফোন নেওয়ার জন্য চাপাচাপি। সেই সময় কিশোরীর মা এসে গেলে যুবক পালিয়ে যায়। কিশোরীর মায়ের চিৎকারে ছুটে আসেন পাড়ার লোকজন। খবর পেয়ে আসেন কিশোরীর বাবাও। বাসিন্দারা জড়ো হয়েছে দেখে অভিযুক্ত যুবক ফের সেখানে এসে সবার সামনে কিশোরীকে অ্যাসিড ছুড়ে মারবে বলে হুমকি দেয়। প্রতিবাদ করতে গেলে কিশোরীর বাবার সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়ে যুবক। বাসিন্দাদের মধ্যস্থতায় হাতাহাতি বন্ধ হয়। কিন্তু বচসা চলাকালীন আচমকা বিপুল ছুটে গিয়ে ওই কিশোরীর উপর চড়াও হয় বলে অভিযোগ। তাকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দিয়ে বেধড়ক মারধর শুরু করে। আকস্মিকতায় হতচকিত হয়ে পড়েন বাসিন্দারা। পরে যুবকের হাত থেকে কিশোরীকে বাঁচানোর জন্য তাঁরা ছুটে যেতেই অভিযুক্ত বিপুল গলি পথ দিয়ে পালিয়ে যায়।

যুবকের মারে আহত কিশোরীকে এলাকার বাসিন্দারা ধূপগুড়ি হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে তার প্রাথমিক চিকিৎসার পর ধূপগুড়ি থানায় গিয়ে বিপুলের বিরুদ্ধে অভিযোগ জানান ওই কিশোরীর পরিবার। পুলিশ জানিয়েছে, বিপুল ও তার পরিবারের আরও দুই সদস্যের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনায় এলাকায় চাপা উত্তেজনা রয়েছে। ধূপগুড়ির পুলিশ জানিয়েছে, অভিযুক্ত যুবকের খোঁজে ইতিমধ্যে তল্লাসি শুরু হয়েছে। পাশাপাশি এলাকার বাসিন্দাদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অভিযুক্তের মোবাইল ফোন বন্ধ রয়েছে। ঘটনার কথা জানতে পেরে ৬ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর ঈশিতা ঘোষ কিশোরীর বাড়ি গিয়ে খোঁজ খবর করেন।

এর আগে সালিশি সভায় বাবার হেনস্থার প্রতিবাদ করায় থুথু চাটতে বাধ্য করা হয়েছিল এক নাবালিকাকে। সভা ছেড়ে দৌড়ে পালিয়ে যাওয়া ওই নাবালিকার দেহ উদ্ধার হয়েছিল রেল লাইনের ধার থেকে। তাকে ধর্ষণ করে খুন করা হয় বলে অভিযোগ। সেই মামলা এখনও বিচারাধীন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Student Girl Love Proposal
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE