Advertisement
২৭ এপ্রিল ২০২৪
Chalsa

চালসায় জঙ্গল থেকে লোকালয়ে ঢুকে পাকড়াও পাইথন

সাপ বিশারদ দিবস রাই জানান, অজগরটি ইন্ডিয়ান রক পাইথন প্রজাতির।

উদ্ধার হওয়া অজগর— নিজস্ব চিত্র।

উদ্ধার হওয়া অজগর— নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
মালবাজার শেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০২১ ১৮:৪৮
Share: Save:

জলপাইগুড়ির মেটেলি ব্লক থেকে ধরা পড়ল ১২ ফুট লম্বা অজগর। চা বাগান সংলগ্ন লোকালয় থেকে শুক্রবার সকালে উদ্ধার হয় সাপটিকে। স্থানীয় বাসিন্দাদের দাবি, ছাগল খাওয়ার জন্য জঙ্গল থেকে সে লোকালয়ের দিকে চলে এসেছিল।

বন দফতর সূত্রের খবর, শুক্রবার সকালে চালসা সংলগ্ন পাদ্রিকোঠি এলাকা থেকে ওই সাপটি উদ্ধার করা হয়। স্থানীয় গ্রামবাসীরা এলাকার বসতি সংলগ্ন একটি ঝোপের মধ্যে সেটিকে দেখতে পান। অজগর দেখে উত্তেজনা ছড়িয়ে পড়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। খবর দেওয়া হয় বন দফতরকে। পাশাপাশি, চালসার সর্পপ্রেমী দিবস রাইকে বিষয়টি জানানো হয়। দিবস এসে সাপটি উদ্ধার করেন।

পাদ্রিকোঠির পাশেই রয়েছে কিলকোট চা বাগান। ওই বাগান লাগোয়া জঙ্গল থেকেই অজগরটি বৃহস্পতিবার রাতে চলে আসে বলে স্থানীয় বাসিন্দাদের একাংশের অনুমান। দিবস বলেন, ‘‘এই অজগরটি ইন্ডিয়ান রক পাইথন প্রজাতির। লম্বায় প্রায় ১২ ফিট। সেটিকে গরুমারা জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Chalsa Jalpaiguri Indian Rock Python
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE