Advertisement
২৭ এপ্রিল ২০২৪

ব্যবসায়ীর বাড়িতে দুষ্কৃতী হানা, পুলিশকে বোমা

ডাকাতির সময়ে পুলিশের টহলদারি ভ্যান চলে আসায় গাড়ি লক্ষ্য করে বোমা মেরে চম্পট দিল দুষ্কৃতীরা। বুধবার রাত দেড়টা নাগাদ ঘটনাটি ঘটে মালদার রতুয়ায়। পুলিশের নাগালের মধ্যে থেকেও দুষ্কৃতীদের ধরতে না পারায় ফের প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা।

লণ্ডভণ্ড ঘর। ছবি: বাপি মজুমদার।

লণ্ডভণ্ড ঘর। ছবি: বাপি মজুমদার।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৬ জুলাই ২০১৫ ১৩:২১
Share: Save:

ডাকাতির সময়ে পুলিশের টহলদারি ভ্যান চলে আসায় গাড়ি লক্ষ্য করে বোমা মেরে চম্পট দিল দুষ্কৃতীরা। বুধবার রাত দেড়টা নাগাদ ঘটনাটি ঘটে মালদার রতুয়ায়। পুলিশের নাগালের মধ্যে থেকেও দুষ্কৃতীদের ধরতে না পারায় ফের প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা।

পুলিশ সূত্রের খবর, ওই রাতে রতুয়া থানার সামসির বাসিন্দা এক ব্যবসায়ীর বাড়িতে হানা দেয় ১৫ জনের এক ডাকাত দল। আগ্নেয়াস্ত্র দেখিয়ে দরজা খুলে ভিতরে ঢোকে তারা। লুঠপাট চালায় ঘরে। বাধা দেওয়ায় মারধর করা হয় গৃহকর্তা রাজেন সাহা এবং তাঁর স্ত্রীকে। বন্ধুকের বাট দিয়ে আঘাত করে রাজেনবাবুর মাথাও ফাটিয়ে দেওয়া হয়।

বাড়ির ভিতরে যখন এই ঘটনা চলছে, বাইরের রাস্তা দিয়ে পুলিশের একটি টহলদারি ভ্যান যাচ্ছিল। বাড়ির বাইরে কয়েক জনকে দাঁড়িয়ে থাকতে দেখে সন্দেহ হয় পুলিশের। কাছে এগিয়ে যেতেই পুলিশের গাড়ির সামনে বোমা মেরে চম্পট দেয় দুষ্কৃতীরা। চোখের সামনে দিয়ে দুষ্কৃতীরা ছুটে পালালেও পুলিশ তাদের পিছু নেয়নি বলে অভিযোগ। অন্য দিকে পুলিশের ব্যাখ্যা, সারা দিনের ভারী বৃষ্টিতে রাস্তা পিছোল ছিল। তার সুযোগই নিয়েছে দুষ্কৃতীরা। তাই তাড়া করেও ডাকাতদের ধরতে পারা যায়নি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE