Advertisement
১১ মে ২০২৪

প্রথম দিনেই ধূমপানে জরিমানা হল কোচবিহারে

শনিবার ১ জুলাই থেকে কোচবিহারে প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধ করা হয়েছে। ওই ব্যাপারে গঠিত ডিস্ট্রিক্ট লেভেল কো-অর্ডিনেশন কমিটির তরফে দিনভর জেলার বিভিন্ন এলাকায় মাইকে প্রচারও চালান হয়। বিভিন্ন এলাকায় অভিযানে নেমে নিয়ম ভাঙায় অভিযুক্তদের সতর্ক করা হয়েছে।

জরিমানা: ধূমপানের চালান কাটা হচ্ছে। নিজস্ব চিত্র

জরিমানা: ধূমপানের চালান কাটা হচ্ছে। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
কোচবিহার শেষ আপডেট: ০২ জুলাই ২০১৭ ০৩:৩৯
Share: Save:

জেলায় প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধের প্রথম দিনেই নিয়ম ভাঙায় আর্থিক জরিমানার মুখে পড়লেন দুই ব্যক্তি। শনিবার কোচবিহার জেলা হাসপাতাল চত্বরে ধূমপান করায় ওই দু’জনকে দুশো টাকা করে জরিমানা করা হয়।

শনিবার ১ জুলাই থেকে কোচবিহারে প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধ করা হয়েছে। ওই ব্যাপারে গঠিত ডিস্ট্রিক্ট লেভেল কো-অর্ডিনেশন কমিটির তরফে দিনভর জেলার বিভিন্ন এলাকায় মাইকে প্রচারও চালান হয়। বিভিন্ন এলাকায় অভিযানে নেমে নিয়ম ভাঙায় অভিযুক্তদের সতর্ক করা হয়েছে। কোচবিহার জেলা হাসপাতাল চত্বরে দুই ব্যক্তিকে ওই নিয়মভঙ্গের জেরে দুশো টাকা আর্থিক জরিমানা করা হয়।

তবে আর্থিক জরিমানা আদায়ের জন্য নির্দিষ্ট ‘চালান’ দেরিতে পৌঁছনোর জেরে সর্বত্র ওই ব্যাপারে অভিযানে সমস্যা হয়েছে। কোচবিহারের জেলাশাসক কৌশিক সাহা অবশ্য বলেন, “জেলা হাসপাতাল চত্বরে দু’জনকে আর্থিক জরিমানা করা হয়। লাগাতার ওই অভিযান চলবে।” কোচবিহারের মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুমিত গঙ্গোপাধ্যায় দুপুরে বলেন, “দেরিতে অল্প কিছু চালান মিলেছে। আশা করি সোমবারের মধ্যে সব পেয়ে যায়। সেদিন থেকে জেলায় ব্যাপক অভিযান চালান হবে।”

হাসপাতাল সূত্রের খবর, ওই দুই ব্যাক্তির একজন কোচবিহারের বাসিন্দা। অন্যজন আলিপুরদুয়ারের বাসিন্দা। কাজের জন্য তাঁরা হাসপাতালে এসেছিলেন। হাসপাতালের সুপার জয়দেব বর্মন জানান, “দেখামাত্র তাদের রসিদ দিয়ে জরিমানা নেওয়া হয়।” দুঃখপ্রকাশ করেন দু’জনই। বাসিন্দাদের একাংশের অবশ্য অভিযোগ, প্রকাশ্যে ধূমপান বন্ধের ব্যাপারে ব্যানার, হোর্ডিং কিংবা শিবির করে ব্যাপক প্রচারের মত সেরকম কোনও ব্যবস্থা হয়নি। স্রেফ কিছু এলাকায় মাইকে প্রচার চালানো হয়। নিষেধাজ্ঞা জারির প্রথম দিনেও জেলার সর্বত্র আর্থিক জরিমানার উদ্যোগ দেখা যায়নি। ফলে শনিবারেও জনবহুল বিভিন্ন এলাকায় অনেককেই সিগারেটে সুখটান দিতে দেখা গিয়েছে।

পরিবেশপ্রেমী সংস্থা ন্যাসগ্রুপের সম্পাদক অরুপ গুহ বলেন, “রাস্তায় একজনকে সিগারেট টানতে দেখে তা ফেলে দিতে অনুরোধ করি।” নাট্য পরিচালক কল্যাণময় দাস বলেন, “দিনহাটা শহরে রাস্তায় দু’জনকে সিগারেট টানতে দেখে পুলিশকর্মীদের তাদের সতর্ক করতে দেখেছি।” প্রশাসন সূত্রেই জানা গিয়েছে, তামাকজাত সামগ্রী প্রতিরোধক আইন মেনেই কোচবিহারে ওই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। রসিদ দিয়ে নিয়মভাঙায় বিভিন্ন দফতরের নির্দিষ্ট আধিকারিকদের সঙ্গে স্কুলের প্রধান শিক্ষকরাও ওই ব্যাপারে আর্থিক জরিমানা করতে পারবেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Smokin Cooch Behar Fine কোচবিহার
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE