Advertisement
২৬ এপ্রিল ২০২৪

হোর্ডিং খোলা নিয়ে অভিযোগ কংগ্রেসের

মাটিগাড়া এলাকায় বিজ্ঞাপন সংস্থাগুলির জায়গায় দেওয়া কংগ্রেস প্রার্থীর প্রচার হোর্ডিং মডেল কোড অব কনডাক্ট (এমসিসি)-এর দায়িত্বে থাকা আধিকারিক অন্যায় ভাবে খুলে দিচ্ছেন বলে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানানো হল। রবিবার দার্জিলিং জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক অলক মিত্রের তরফে এ ব্যাপারে জেলাশাসক তথা জেলার নির্বাচনী আধিকারিকের কাছে অভিযোগ জানানো হয়েছে।

ফুলবাড়িতে জোটের প্রার্থী দিলপ সিংহের সমর্থনে মিছিল। (ডান দিকে) কংগ্রেস ও বাম সমর্থকদের নিয়ে ৪ নম্বর ওয়ার্ডে শিলিগুড়ির জোটের প্রার্থী অশোক ভট্টাচার্য।—নিজস্ব চিত্র

ফুলবাড়িতে জোটের প্রার্থী দিলপ সিংহের সমর্থনে মিছিল। (ডান দিকে) কংগ্রেস ও বাম সমর্থকদের নিয়ে ৪ নম্বর ওয়ার্ডে শিলিগুড়ির জোটের প্রার্থী অশোক ভট্টাচার্য।—নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
শিলিগুড়ি শেষ আপডেট: ২৮ মার্চ ২০১৬ ০৩:০৫
Share: Save:

মাটিগাড়া এলাকায় বিজ্ঞাপন সংস্থাগুলির জায়গায় দেওয়া কংগ্রেস প্রার্থীর প্রচার হোর্ডিং মডেল কোড অব কনডাক্ট (এমসিসি)-এর দায়িত্বে থাকা আধিকারিক অন্যায় ভাবে খুলে দিচ্ছেন বলে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানানো হল। রবিবার দার্জিলিং জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক অলক মিত্রের তরফে এ ব্যাপারে জেলাশাসক তথা জেলার নির্বাচনী আধিকারিকের কাছে অভিযোগ জানানো হয়েছে। ওই অভিযোগের প্রতিলিপি কলকাতায় মুখ্য নির্বাচনী আধিকারিক এবং দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনারের দফতরে ফ্যাক্স করে পাঠানো হয়েছে।

জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব বলেন, ‘‘আমার কাছে অভিয়োগ করা হয়েছে। অভিযোগকারীদের জানিয়েছি, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ওই অফিসারের ভূমিকাও দেখা হবে। সেই মতো অভিযোগের সত্যতা থাকলে ব্যবস্থা নেওয়া হবে।’’

মাটিগাড়া-নকশালবাড়ি কেন্দ্রে জোটের পক্ষ থেকে প্রার্থী হয়েছেন কংগ্রেসের শঙ্কর মালাকার। তিনি এলাকার বিদায়ী বিধায়কও। অলকবাবুর অভিযোগ, শঙ্করবাবুর প্রচারে ‘অ্যাড এজেন্সি’-র মাধ্যমে তাদের নির্দিষ্ট জায়গায় হোর্ডিং দেওয়া হয়েছিল। মাটিগাড়ায় বালাসন সেতু লাগোয়া এলাকা, বাগডোগরার তিনটি জায়গায, গোঁসাইপুরে ওই সমস্ত হোর্ডিং ছিল। রেল, পূর্ত দফতরের মতো বিভিন্ন সরকারি দফতরের সঙ্গে চুক্তি করে বিজ্ঞাপন সংস্থাগুলি হোর্ডিং টাঙানোর জন্য জায়গাগুলি নির্দিষ্ট করেছেন। সেখানে তাঁরা হোর্ডিং দেওয়ার জন্য টাকা নেন। সেই ভাবেই বিজ্ঞাপন সংস্থার সঙ্গে চুক্তি করে হোর্ডিংগুলি দেওয়া হয়েছিল। খরচের হিসাব নির্বাচন কমিশনেও পেশ করা হবে। সব মিলিয়ে ৭ টি বড় হোর্ডিং এবং গোটা পাঁচেক ছোট হোর্ডিং মাটিগাড়া-নকশালবাড়ি এলাকায় এমসিসি’র দায়িত্বে থাকা অফিসার রবীন সরকারের নেতৃত্বে খুলে নেওয়া হয়েছে বলে অভিযোগ। রবীনবাবু তৃণমূলের ঘনিষ্ঠ বলেও অভিযোগ করেছেন অলকবাবু। সে কারণে ওই অফিসার দায়িত্বে থাকলে নির্বাচন অবাধ এবং শান্তিপূর্ণ হতে পারবে না বলে কংগ্রেস নেতৃত্ব তাঁকে সরানোর দাবি তুলেছেন।

রবীনবাবু অবশ্য এ ব্যাপারে কোনও মন্তব্য করতে চাননি। তিনি বলেন, ‘‘যা বলার রিটার্নিং অফিসারই বলবেন। আমি এ ব্যাপারে কোনও মন্তব্য করব না।’’ শঙ্করবাবু জানিয়েছেন, দলের পক্ষ থেকে বিষয়টি দেখা হচ্ছে। রবীনবাবু তৃণমূলের ঘনিষ্ঠ বলে কংগ্রেস যে অভিযোগ তুলেছে তা হাস্যকর বলে জানিয়েছেন দার্জিলিং জেলা তৃণমূলের সভাপতি রঞ্জন সরকার।

জেলা কংগ্রেস নেতৃত্ব রবীনবাবুর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁরা জানান, ওই অফিসার তৃণমূলের হয়ে কাজ করছেন। প্রশাসনকে এ ভাবে কাজে লাগিয়ে ভোট করতে চাইছে তৃণমূল। এটা কোনও ভাবেই মেনে নেওয়া হবে না। বিষয়টি প্রদেশ কংগ্রেস নেতৃত্বকেও জানানো হয়েছে। প্রদেশ কংগ্রেসের তরফে প্রদীপ ভট্টাচার্য বিষয়টি নিয়ে দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনের সঙ্গেও কথা বলবেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE