Advertisement
০৭ মে ২০২৪
হেমতাবাদে ‘নিগ্রহ’

পুলিশ সুপারকে অভিযোগ জানালেন কৃষি অধিকর্তা

শাসক দলের নেতাদের বিরুদ্ধে অভিযোগ জানাতে গেলে, ফিরিয়ে দিয়েছে থানা। এই মর্মে তৃণমূলের পাঁচ নেতার বিরুদ্ধে উত্তর দিনাজপুরের পুলিশ সুপারের কাছে অভিযোগ জানালেন হেমতাবাদ ব্লক কৃষি অধিকর্তা তথা রায়গঞ্জ মহকুমা কৃষি আধিকারিক শ্রীকান্ত সিংহ।

অভিযোগ জানিয়ে বেরিয়ে আসছেন শ্রীকান্তবাবু। —নিজস্ব চিত্র।

অভিযোগ জানিয়ে বেরিয়ে আসছেন শ্রীকান্তবাবু। —নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
রায়গঞ্জ শেষ আপডেট: ১৬ মে ২০১৫ ০২:১৭
Share: Save:

শাসক দলের নেতাদের বিরুদ্ধে অভিযোগ জানাতে গেলে, ফিরিয়ে দিয়েছে থানা। এই মর্মে তৃণমূলের পাঁচ নেতার বিরুদ্ধে উত্তর দিনাজপুরের পুলিশ সুপারের কাছে অভিযোগ জানালেন হেমতাবাদ ব্লক কৃষি অধিকর্তা তথা রায়গঞ্জ মহকুমা কৃষি আধিকারিক শ্রীকান্ত সিংহ।

শুক্রবার দুপুরে শ্রীকান্তবাবু রায়গঞ্জের কর্ণজোড়ায় পুলিশ সুপারের দফতরে গিয়ে পাঁচ তৃণমূল নেতার বিরুদ্ধে কর্তব্যরত অবস্থায় তাঁকে মারধরের অভিযোগ দায়ের করেন। শ্রীকান্তবাবুর দাবি, এ দিন বেলা ১১টা নাগাদ তিনি হেমতাবাদ থানায় অভিযোগ জানাতে গেলে, শাসকদলের নেতাদের বিরুদ্ধে অভিযোগ নিতে রাজি না হয়ে উল্টে তাঁকে মিটমাট করে নেওয়ার পরামর্শ দেয় পুলিশ। শ্রীকান্তবাবু বলেন, ‘‘হেমতাবাদ থানা কর্তৃপক্ষ শাসক দলের নেতাদের বিরুদ্ধে অভিযোগ নিতে অস্বীকার করে আমাকে মিটমাট করে নেওয়ার পরামর্শ দেন। তাই আমি পুলিশ সুপারের কাছে গিয়ে অভিযোগ দায়ের করি।’’

শ্রীকান্তবাবু এ দিন হেমতাবাদ ব্লক তৃণমূল সভাপতি মৃত্যুঞ্জয় দত্ত, ব্লকের দুই কার্যকরী সভাপতি নারায়ণ দাস, জাকির হোসেন, তৃণমূল কিষাণ ক্ষেতমজুর সংগঠনের ব্লক সম্পাদক রফিক সরকার ও আইএনটিটিইউসির ব্লক সম্পাদক আসরাফুল আলির বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ দায়ের করেছেন। ঘটনাচক্রে, একই সময়ে হেমতাবাদ ব্লক মহিলা তৃণমূলের সাধারণ সম্পাদক সফেরা খাতুন ও ওই সংগঠনেরই হেমতাবাদ ব্লক কমিটির সদস্য জোহরা খাতুন শ্রীকান্তবাবুর বিরুদ্ধে হেমতাবাদ থানায় শ্লীলতাহানির দুটি পৃথক অভিযোগ দায়ের করেছেন। সেইসঙ্গে, হেমতাবাদ ব্লক তৃণমূলের সম্পাদক মৃত্যুঞ্জয়বাবুও শ্রীকান্তবাবুর বিরুদ্ধে তাঁকে ধাক্কাধাক্কি ও মারধর করার আরেকটি অভিযোগ দায়ের করেন।

পুলিশ সুপার সৈয়দ ওয়াকার রেজা অবশ্য পুলিশের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘‘শ্রীকান্তবাবুকে হেমতাবাদ থানায় কিছুক্ষণ বসতে বলা হয়েছিল। কিন্তু তিনি সেখানে অভিযোগ জমা না দিয়ে আমার কাছে এসে অভিযোগ দায়ের করেন। অভিযুক্তদের বিরুদ্ধে আইন অনুযায়ী জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করে ঘটনার তদন্ত শুরু করা হচ্ছে।’’

শিলাবৃষ্টি ও ঝড়ে ক্ষতিগ্রস্ত চাষিদের ক্ষতিপূরণের চেক বিলির কাজে দুর্নীতির অভিযোগ তুলে গত বুধবার হেমতাবাদ ব্লক কৃষি দফতরে চড়াও হয়ে শ্রীকান্তবাবুকে মারধর করার অভিযোগ ওঠে তৃণমূলের কর্মী সমর্থকদের একাংশের বিরুদ্ধে। ওই ঘটনার পর কৃষি দফতরের তরফে চাষিদের মধ্যে চেক বিলির কাজ বন্ধ করে দেওয়া হয়। শ্রীকান্তবাবু এ দিন বলেন, আমি সঠিক তদন্ত করেই ক্ষতিগ্রস্ত চাষিদের তালিকা তৈরি করে তাঁদের মধ্যে চেক বিলির কাজ শুরু করেছিলাম। তৃণমূল নেতাদের সুপারিশে ক্ষতিগ্রস্থ নন, এমন চাষিদের চেক না দেওয়ায় ওই দিন আমাকে মারধর করা হয়। এখন নিজেদের দোষ আড়াল করতে ওরা আমার বিরুদ্ধে থানায় মিথ্যা অভিযোগ দায়ের করেছেন।’’

হেমতাবাদ ব্লক তৃণমূল সভাপতি মৃত্যুঞ্জয়বাবুর অবশ্য অভিযোগ, শ্রীকান্তবাবু ব্লকের ১৬টি মৌজার ক্ষতিগ্রস্ত চাষিদের মধ্যে দুটি মৌজার তাঁর পছন্দের চাষিদের ক্ষতিপূরণের চেক পাইয়ে দিয়েছেন। তাঁর দাবি, বিষয়টি জানাজানি হওয়ার পর ওইদিন তৃণমূল নেতাদের নেতৃত্বে বাকি মৌজাগুলির ক্ষতিগ্রস্ত শতাধিক পুরুষ ও মহিলা ব্লক কৃষি দফতরে গিয়ে প্রতিবাদ জানান। তিনি বলেন, ‘‘নিজের দুর্নীতি প্রকাশ্যে চলে আসায় শ্রীকান্তবাবু নিজেকে প্রশাসনিক আধিকারিক বলে দাবি করে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দিয়ে আমাকে ধাক্কাধাক্কি ও মারধর করেন। সেইসময় মহিলা তৃণমূলের ওই দুই নেত্রী আমাকে বাঁচানোর জন্য এগিয়ে আসলে শ্রীকান্তবাবু প্রকাশ্যেই তাঁদের শ্লীলতাহানি করেন।’’

ওই দুই নেত্রীর দাবি, শ্রীকান্তবাবু ওইদিন ধাক্কাধাক্কির নামে তাঁদের শ্লীলতাহানি করে অফিস ছেড়ে বেরিয়ে যান।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE