Advertisement
১১ মে ২০২৪

প্রকাশ্য সভায় ঘিসিঙ্গ-পুত্র মন

দলের দায়িত্ব নেওয়ার মাস দুয়েক পরে প্রকাশ্যে সভা করতে চলেছেন সুবাস ঘিসিঙ্গের ছেলে জিএনএলএফের সভাপতি মন ঘিসিঙ্গ। আগামী ৫ এপ্রিল কালিম্পং মেলার মাঠে প্রকাশ্য সভায় বক্তব্য রাখবেন তিনি।

নিজস্ব সংবাদদাতা
দার্জিলিং শেষ আপডেট: ০১ এপ্রিল ২০১৫ ০২:১৯
Share: Save:

দলের দায়িত্ব নেওয়ার মাস দুয়েক পরে প্রকাশ্যে সভা করতে চলেছেন সুবাস ঘিসিঙ্গের ছেলে জিএনএলএফের সভাপতি মন ঘিসিঙ্গ। আগামী ৫ এপ্রিল কালিম্পং মেলার মাঠে প্রকাশ্য সভায় বক্তব্য রাখবেন তিনি।

গত ২৯ জানুয়ারি দলের সুপ্রিমো সুবাস ঘিসিঙ্গের মৃত্যুর পরে তাঁর ছেলেকেই নতুন সভাপতি বেছে নেন জিএনএলএফ নেতৃত্ব। তবে সভাপতির দায়িত্ব নেওয়ার পরে প্রকাশ্য কোনও সভায় মনকে যাচ্ছে না বলে, দলের নেতা-কর্মীদের একাংশের মধ্যে অভিযোগ ছিল। দল সূত্রের খবর, গত দু’মাসে কয়েকটি এলাকায় কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে দেখা করলেও, প্রকাশ্য সভা-সমাবেশ কোথাও দলের সভাপতিকে দেখা যায়নি। এ বিষয়ে কর্মী-সমথর্কদের প্রশ্নে দলের শীর্ষ নেতৃত্বের তরফে জানানো হয়, ‘সময় হলেই’ সভাপতি প্রকাশ্য কর্মসূচিতে যোগ দেবেন। দলের তরফে জানানো হয়েছে, জিএনএলএফের প্রতিষ্ঠা দিবসকেই কর্মী-সমথর্কদের কাছে দলের ভবিষ্যত কর্মসূচি এবং বার্তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মন।

মঙ্গলবার জিএনএলএফ সভাপতি মন নিজেই বলেন, ‘‘কালিম্পঙের সভায় দলের ভবিষ্যত কর্মসূচি সম্পর্কে কর্মী-সমথর্কদের জানাব।’’ আগামী ৫ এপ্রিল প্রতিষ্ঠা দিবসকে ‘গোর্খাল্যন্ড নামাঙ্কন’ দিবস হিসেবে পালন করার কথা জানিয়েছে জিএনএলএফ। পাহাড়ের রাজনৈতিক বিশ্লেষকদের মতে, গোর্খাল্যান্ড নিয়ে পাহাড়বাসীদের যে আবেগ রয়েছে, তাকে কাজে লাগিয়ে দলের সংগঠন বাড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ দিন মনও বলেন, ‘‘আমার বাবা-ই প্রথম গোর্খাল্যান্ডের স্লোগান তুলেছিলেন। সেই স্লোগানেই দলের প্রতিষ্ঠা। পাহাড়ের বাসিন্দারা সেই স্লোগানকে আবেগে পরিণত করেছেন। সে জন্যই দলের প্রতিষ্ঠা দিবসকে গোর্খাল্যান্ডের নামকরণ দিবস হিসেবে পালন করা হবে।’’ রাজনৈতিক নেতা-নেত্রীদের মতে, গোর্খাল্যান্ড এবং সুবাস ঘিসিঙ্গ এই দুইয়ের নাম করেই জিএনএলএফ আপাতত সংগঠন বাড়াতে উদ্যোগী হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE