Advertisement
১১ মে ২০২৪

দ্বিতীয় দিনে নালিশ বহু অনিয়মের

এ দিন ইংরেজি পরীক্ষা ছিল। সুদর্শনপুর দ্বারিকাপ্রসাদ উচ্চ বিদ্যাচক্র পরীক্ষা কেন্দ্রে রায়গঞ্জের খোকসা ও কাশীবাটী হাইস্কুলের পড়ুয়াদের আসন পড়েছে।

বেপরোয়া: ১) সকাল ৯টা ৪৮, তখনও খোলেনি গেট। বালুরঘাটে প্রতীক্ষা। —নিজস্ব চিত্র

বেপরোয়া: ১) সকাল ৯টা ৪৮, তখনও খোলেনি গেট। বালুরঘাটে প্রতীক্ষা। —নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা 
রায়গঞ্জ শেষ আপডেট: ০১ মার্চ ২০১৯ ০৫:২৬
Share: Save:

সকাল ৯টা থেকেই উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী এবং শিক্ষকদের পরীক্ষা কেন্দ্রে ঢোকার নিয়ম। কিন্তু পরীক্ষা কেন্দ্রের গেট খোলা হল সাড়ে ৯টায়। ফলে বৃহস্পতিবার পরীক্ষার্থীদের একাংশকে আধঘণ্টারও বেশি সময় বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করতে হল। তার মধ্যেই বৃষ্টিতে দুর্ভোগে বেড়ে যায়। ফলে সকলকেই আশ্রয় নিতে হয় আশেপাশের দোকান ও কোনও বাড়ির বারান্দায়। অনেকেই ভিজে যান।

পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোনের প্রবেশ আটকাতে এবছর পরীক্ষার্থীদের তল্লাশি চালিয়ে পরীক্ষাকক্ষে ঢোকানোর নির্দেশ রয়েছে। অনেক স্কুলের এই পদ্ধতিতে বিস্তর ফাঁক ধরা পড়েছে। পরীক্ষা কেন্দ্রের প্রধান গেটে পুলিশ ও শিক্ষকদের দাঁড়িয়ে থাকতে দেখা গেলেও পরীক্ষার্থীদের কোনও তল্লাশি চালাননি তাঁরা। সেই সুযোগে ওইসব কেন্দ্রে বহু পরীক্ষার্থী ব্যাগ নিয়ে অবাধে পরীক্ষা কেন্দ্রে ঢুকেছেন। বৃহস্পতিবার রায়গঞ্জ শহরের সুদর্শনপুর দ্বারিকাপ্রসাদ উচ্চ বিদ্যাচক্র ও শ্রী শ্রী রামকৃষ্ণ বিদ্যাভবন পরীক্ষা কেন্দ্রে এই দৃশ্য দেখা গিয়েছে। ওই স্কুলদু’টিতে পরীক্ষার্থী, শিক্ষকদের একাংশকে বেলা ৯টা ৫০ মিনিট পর্যন্ত পরীক্ষা কেন্দ্রে ঢুকতে দেখা গিয়েছে। যদিও বিদ্যাচক্র হাইস্কুলের প্রধান শিক্ষক অভিজিৎ দত্ত ও রামকৃষ্ণ বিদ্যাভবনের প্রধান শিক্ষক নীলমাধব নন্দীর দাবি, সরকারি নিয়ম মেনেই স্কুল কর্তৃপক্ষ পরীক্ষাপর্ব পরিচালনা করছেন। দেরিতে গেট খোলার অভিযোগ ভিত্তিহীন। পরীক্ষার্থীদের তল্লাশি চালিয়েই পরীক্ষার হলে ঢুকতে দেওয়া হয়েছে। পরীক্ষার্থী ও শিক্ষকেরা দেরিতে পরীক্ষা কেন্দ্রে এসেছেন বলে কোনও অভিযোগ নেই।

এ দিন ইংরেজি পরীক্ষা ছিল। সুদর্শনপুর দ্বারিকাপ্রসাদ উচ্চ বিদ্যাচক্র পরীক্ষা কেন্দ্রে রায়গঞ্জের খোকসা ও কাশীবাটী হাইস্কুলের পড়ুয়াদের আসন পড়েছে। অন্যদিকে, রামকৃষ্ণ বিদ্যাভবন পরীক্ষা কেন্দ্রে রায়গঞ্জের মহারাজা জগদীশনাথ হাইস্কুলের ছাত্রছাত্রীদের আসন পড়েছে। পরীক্ষা কেন্দ্রের গেট সাড়ে ৯টায় খোলায় বিপাকে পড়েন পরীক্ষার্থীরা। তাঁরা সকাল ৯টার মধ্যে পরীক্ষা কেন্দ্রে এসে রাস্তার ধারে দাঁড়িয়ে অপেক্ষা করতে বাধ্য হন।

সাড়ে ৯টা নাগাদ ওই দু’টি পরীক্ষা কেন্দ্রের গেট খোলা হয়। পরীক্ষার্থীদের অনেকেকে অবাধে ব্যাগ নিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢোকায় মোবাইল নিয়ে বজ্র আঁটুনির ফলাফল নিয়ে প্রশ্ন ওঠে। দু’টি পরীক্ষা কেন্দ্রেই পরীক্ষার্থী, শিক্ষকদের একাংশকে এ দিন পরীক্ষা শুরুর ১০ মিনিট আগে পর্যন্ত পরীক্ষাকেন্দ্রে ঢুকতে দেখা গিয়েছে। কেন তারা দেরিতে ঢুকছেন তা নিয়ে কোনও উত্তর দেননি।

উচ্চ মাধ্যমিক সংসদের জেলা আহ্বায়ক অসীমরঞ্জন দাসের দাবি, এ দিন বৃষ্টির জন্য জেলার বহু পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থী, শিক্ষকদের হাজির হতে দেরি হয়েছে। তিনি বলেন, ‘‘কোনও ভাবেই পরীক্ষা কেন্দ্র চত্বরে কোনও পরীক্ষার্থীকে ব্যাগ নিয়ে ঢুকতে দেওয়ার নিয়ম নেই। তা সত্ত্বেও কেন ওই দুই পরীক্ষা কেন্দ্রে এ দিন পরীক্ষার্থীদের ব্যাগ নিয়ে ঢুকতে দেওয়ার অভিযোগ উঠল, তা খতিয়ে দেখা হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Balurghat Higher Secondary Examination
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE