Advertisement
১১ মে ২০২৪
Examination

বন্ধ যান, ফাঁকা পরীক্ষার সিটও

ফাইল চিত্র।

ফাইল চিত্র।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২০ ০৬:৩০
Share: Save:

কলকাতার সল্টলেকে জেইই-র সিট পড়েছিল। পদাতিক এক্সপ্রেসে টিকিট মেলেনি। ছেলে ও নিজের জন্য বাসের টিকিট কেটেছিলেন মালদহের শুভাশিস বসাক। কিন্তু সোমবার লকডাউনে বাস বাতিল হয়। তা জানানো হয় বিকেল নাগাদ। শেষপর্যন্ত ঝুঁকি নিয়েই রাত আটটায় অন্য একটি বাস ধরে বাড়তি ভাড়া দিয়ে ছেলেকে নিয়ে মঙ্গলবার কলকাতায় পৌঁছন শুভাশিস। হোটেলে ঢোকার সময় পাননি, ছেলেকে নিয়ে সকাল আটটার মধ্যেই পরীক্ষাকেন্দ্রে পৌঁছন।

মালদহেরই আশিস সাহা ছেলে অর্কনীলকে পরীক্ষা দিতে কলকাতায় নিয়ে যান আট হাজার টাকা দিয়ে গাড়ি ভাড়া করে। অর্কেরও সিট পড়েছিল কলকাতায়। সোমবার লকডাউনে প্রশাসনের কাছে আবেদন করে গাড়ি নিয়ে যাওয়ার বিশেষ অনুমতিপত্র জোগাড় করে যেতে হয় তাঁদের।

জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা দিতে গিয়ে মালদহ জেলার পাশাপাশি দুই দিনাজপুরের পরীক্ষার্থী ও অভিভাবকদের এ ভাবেই দুর্ভোগ, ঝুঁকি ও আতঙ্ক নিয়ে যাতায়াত করতে হয়েছে বলে অভিযোগ। জানা গিয়েছে, মালদহের বেশিরভাগ পরীক্ষার্থীর সিট পড়েছিল কলকাতায়, আবার কয়েক জনের সিট পড়ে শিলিগুড়িতে। উত্তর ও দক্ষিণ দিনাজপুরের পরীক্ষার্থীদের সিট পড়েছিল শিলিগুড়িতে। কিন্তু পরীক্ষার আগের দিন, সোমবার লকডাউন থাকায় অনেকে পরীক্ষাকেন্দ্রে যেতে পারেননি। তিন জেলার বেশ কিছু পরীক্ষার্থী জানিয়েছেন, এ দিন পরীক্ষাকেন্দ্রে অনেক সিট ফাঁকাই পড়েছিল।

মালদহের পরীক্ষার্থী অর্কনীল বলেন, "মালদহ থেকে পরীক্ষা দিতে গিয়ে যে ঝক্কি হয়েছে তাতে মানসিক যন্ত্রণা ছিল বেশি। তবে পরীক্ষা কেন্দ্রে কোনও সমস্যা হয়নি। পরীক্ষাকেন্দ্রে প্রত্যেককে নতুন মাস্ক দেওয়া হয়। একেকটি ঘরে ২০ জনের বসার সিট ছিল।" রায়গঞ্জ শহরের অশোকপল্লির সৌরদীপ দাস এ বছর ইঞ্জিনিয়ারিংয়ে রাজ্যের জয়েন্ট এন্ট্রান্সে প্রথম হয়েছেন। মঙ্গলবার তাঁর জেইই পরীক্ষার সিট পড়ে শিলিগুড়ির মাটিগাড়ার একটি স্কুলে। কিন্তু তিনি পরীক্ষা দিতে যাননি। সৌরদীপের বাবা শঙ্কর উত্তর দিনাজপুর জেলা কৃষি দফতরে সহ কৃষি অধিকর্তা (শস্য সুরক্ষা)। তিনি বলেন, “সোমবার লকডাউনে যানবাহন চলাচল না করায় ছেলেকে নিয়ে শিলিগুড়ি যেতে পারিনি।"

দক্ষিণ দিনাজপুর জেলার পরীক্ষার্থীদের সিট শুধু শিলিগুড়িতে হওয়ায় দুর্ভোগে পড়েন একাধিক ছাত্রছাত্রী। এক অভিভাবকের কথায়, করোনা পরিস্থিতিতে এক দিন আগে বালুরঘাট থেকে বাসে শিলিগুড়িতে ছেলেকে নিয়ে পৌঁছতে হয়। রাত্রিবাস নিয়ে সমস্যায় পড়তে হয়।

বালুরঘাট কলেজের অধ্যক্ষ পঙ্কজ কুণ্ডু জানান, উত্তরের মালদহ, দুই দিনাজপুর জেলার কথা ভেবে

জেইই পরীক্ষার সিট সংশ্লিষ্ট জেলায় করা উচিত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Examination North Bengal
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE