Advertisement
০২ মে ২০২৪
BJP

নিশীথের কার্যালয় ভাঙচুর

বিজেপির অভিযোগ, ফিরে যাওয়ার সময় তাঁর গাড়ির সামনে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মী-সমর্থকেরা।

ফাইল চিত্র

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা
দিনহাটা শেষ আপডেট: ২২ অক্টোবর ২০২০ ০২:৪৬
Share: Save:

বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিকের কার্যালয় উদ্বোধনের আগেই সেটি ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বুধবার দুপুরে দিনহাটা শহরের মদনমোহন বাড়ি এলাকার ঘটনা। আরও অভিযোগ, এ দিন সন্ধেয় উদ্বোধনের পর তৃণমূল সেই কার্যালয়টিতে তালাও লাগিয়ে দেয়। তবে তৃণমূলের পাল্টা অভিযোগ, কোনও ভাঙচুরের ঘটনা ঘটেনি। ওই বাড়িটি বেদখল করে সাংসদের কার্যালয় করেছে বিজেপি।

এলাকারই এক ব্যক্তির বাড়িতে এ দিন এই সাংসদ কার্যালয়ের উদ্বোধনের কথা ছিল। বিজেপির অভিযোগ, এলাকার প্রাক্তন কাউন্সিলর বিধায়ক উদয়ন গুহের ঘনিষ্ঠ জয়দীপ ঘোষের নেতৃত্বে সেখানে ভাঙচুর করা হয়। তৃণমূল নেতা বিধায়ক উদয়ন গুহ বলেন, ‘‘জনবসতি এলাকায় দলীয় কার্যালয় নিয়ে পুরসভার কোনও অনুমতি নেই। এলাকার লোকজন এর প্রতিবাদ করেছেন। ভাঙচুরের ঘটনা ঘটেনি।’’ খবর পেয়ে দিনহাটা থানার পুলিশ সেখানে যায়। এবং ঘরে তালা লাগায় পুলিশ।

ওই ঘটনার পর সন্ধেয় সাংসদ নিশীথ তাঁর ওই কার্যালয়টির উদ্বোধন করেন। বিজেপির অভিযোগ, ফিরে যাওয়ার সময় তাঁর গাড়ির সামনে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মী-সমর্থকেরা। নিশীথের নিরাপত্তারক্ষীরা গাড়ি থেকে নেমে তাঁদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে উভয়পক্ষের মধ্যে ধস্তাধস্তি হয়। অভিযোগ, এর পর সেই কার্যালয়ে তালা ঝুলিয়ে দেয় তৃণমূল। সাংসদ নিশীথ বলেন, ‘‘ওটা কোনও দলীয় কার্যালয় হচ্ছে না। সাংসদ কার্যালয় হচ্ছে। যেখান থেকে মানুষ বিভিন্ন রকম পরিষেবা পাবেন। তৃণমূলের দিনহাটার বিধায়ক ভয় পেয়ে যাচ্ছেন। তাই কার্যালয় চালুর আগেই ভাঙচুর করে নিকৃষ্ট রাজনীতির পরিচয় দিয়েছেন।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

BJP TMC Politics
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE