Advertisement
২৬ এপ্রিল ২০২৪

থানা ঘেরাও করল তৃণমূলই

সাহেবগঞ্জ থানার পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে শাসক দলের বিধায়কের  নেতৃত্বে থানা ঘেরাওকে কটাক্ষ করে বিজেপি।

ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

নিজস্ব সংবাদদাতা
দিনহাটা শেষ আপডেট: ২২ অগস্ট ২০১৯ ০৪:২৭
Share: Save:

বিজেপির সন্ত্রাসের প্রতিবাদে এবং পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ এনে এ বারে থানা ঘেরাও করল শাসকদল তৃণমূলই। বুধবার দিনহাটা-২ ব্লকে সাহেবগঞ্জ থানা ঘেরাওয়ের এই কর্মসূচিতে নেতৃত্ব দেন দিনহাটার বিধায়ক উদয়ন গুহ। পরে বেলা আড়াইটে নাগাদ পুলিশের পক্ষ থেকে তৃণমূলের এই দাবি খতিয়ে দেখার আশ্বাসের পর অবস্থান-বিক্ষোভ উঠে যায়।

সম্প্রতি তৃণমূল নেত্রী দলের নেতা-কর্মীদের বলেন পুলিশ-প্রশাসনের সাহায্য না নিয়ে মাঠে নেমে আন্দোলন করতে। প্রয়োজনে পুলিশের বিরুদ্ধে আওয়াজ তুলে নিজেদের বিরোধী সত্ত্বাকে সামনে আনার নির্দেশও দেন তিনি। এ দিন নেত্রীর দেখানো পথেই যেন আন্দোলনে নামলেন উদয়নরা। তৃণমূল সূত্রে দাবি, লোকসভা ভোটের পর থেকেই দিনহাটার বিভিন্ন স্থানে বিজেপির পক্ষ থেকে সন্ত্রাস শুরু হয়েছে। কোথাও দলীয় কার্যালয়, কোথাও নেতাকর্মীদের বাড়ি ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটছে। গত কয়েক দিনে দিনহাটা দুই ব্লকের নাজিরহাট, শালমারা, বাসন্তীরহাট-সহ একাধিক জায়গা এই গোলমালে উত্তপ্ত। প্রতি ক্ষেত্রেই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তৃণমূল নেতৃত্ব। অবিলম্বে এই সন্ত্রাস বন্ধে পুলিশি হস্তক্ষেপের দাবিতেই এ দিন থানা ঘেরাও করেন উদয়নরা। সঙ্গে ছিলেন তৃণমূল নেতা বিশু ধর, তাপস দাস, বিষ্ণু সরকার, দীপক ভট্টাচার্য প্রমুখ।

উদয়ন বলেন, ‘‘লোকসভা ভোটের পর থেকেই দিনহাটার বিভিন্ন স্থানে তৃণমূলের উপরে হামলা চালাচ্ছে বিজেপি। ভাঙচুর করা হচ্ছে দলের কার্যালয়। গত কয়েক দিনে দিনহাটার নাজিরহাট, বুড়িরহাট, শালমারা, বাসন্তীরহাট প্রভৃতি এলাকায় বিজেপি সন্ত্রাস চালিয়েছে। পুলিশে অভিযোগ দায়ের করা হলেও অভিযুক্তরা ঘুরে বেড়াচ্ছে।’’ তিনি বলেন, ‘‘সাহেবগঞ্জ থানার পুলিশকে পরিষ্কারভাবে বলতে হবে, তারা শান্তি চায়, নাকি অশান্তির প্রশ্রয় দেবে।’’

সাহেবগঞ্জ থানার পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে শাসক দলের বিধায়কের নেতৃত্বে থানা ঘেরাওকে কটাক্ষ করে বিজেপি। বিজেপির কোচবিহার জেলা সহ-সভাপতি প্রাক্তন বিধায়ক অশোক মণ্ডল, জেলা সম্পাদক সুদেব কর্মকার প্রমুখ বলেন— মানুষ যে তৃণমূলের সঙ্গে নেই, তা এ দিন শাসকদলের বিধায়কের থানা ঘেরাও অবস্থানের মধ্যে দিয়েই পরিষ্কার। লোকসভা ভোটে হেরে যাওয়ার পর গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত তৃণমূল পুলিশ-প্রশাসনকে চাপে রাখার চেষ্টা করছে। মানুষ তাদের চালাকির রাজনীতি ধরে ফেলেছে।’’

এ দিন অবস্থান-বিক্ষোভ চলাকালীন তুফানগঞ্জের এসডিপিও জেড জিম্বা, সিআই মিত্র রাই, সাহেবগঞ্জ থানার ওসি হেমন্ত শর্মার নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী সেখানে মোতায়ন ছিল। সাহেবগঞ্জ থানার ওসি বলেন, ‘‘এ দিন বিধায়কের নেতৃত্বে অবস্থান-বিক্ষোভের পর আলোচনায় তাদের দাবিগুলি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়।’’ তবে তৃণমূল যে অভিযোগ তুলেছে পুলিশের বিরুদ্ধে, তা নিয়ে কোনও পুলিশকর্তাই প্রকাশ্যে কিছু বলতে চাননি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

TMC BJP
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE