Advertisement
২৬ এপ্রিল ২০২৪

আক্রান্ত যুব নেতা অবরোধ, মিছিল পেটলায়

যুব নেতা অজয় রায়ের গাড়ি থামিয়ে হামলা ও ভাঙচুরের ঘটনার প্রতিবাদে দলের ব্লক সভাপতিকে গ্রেফতারের দাবিতে পথ অবরোধ করল যুব তৃণমূল কর্মী সমর্থকরা।

নিজস্ব সংবাদদাতা
দিনহাটা শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০১৮ ০৪:৪৯
Share: Save:

যুব নেতা অজয় রায়ের গাড়ি থামিয়ে হামলা ও ভাঙচুরের ঘটনার প্রতিবাদে দলের ব্লক সভাপতিকে গ্রেফতারের দাবিতে পথ অবরোধ করল যুব তৃণমূল কর্মী সমর্থকরা। সন্ধ্যায় এই একি দাবিতে এলাকায় মিছিলও করেন তাঁরা। অন্য দিকে, অভিযোগ অস্বীকার করেছেন ব্লক সবাপতি।

দিনহাটা ১ ব্লকের দিনহাটা গোসানিমারি রাজ্য সড়কের পেটলায় সোমবার সকাল সাড়ে ন’টা থেকে পথ অবরোধ করে যুব কর্মী সমর্থকরা। অবরোধের ফলে বন্ধ হয়ে যায় ওই রাস্তার যান চলাচল। সমস্যায় পড়েন, নিত্যযাত্রী থেকে সাধারণ মানুষ। পথ অবরোধের খবর পেয়ে, দিনহাটা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন। অপরাধীদের ধরার পুলিশি আশ্বাসের পরে অবরোধ উঠে যায়। দিনহাটার এসডিপিও উমেশ গনপথ বলেন, ‘‘পেটলায় অল্প সময়ের জন্য অবরোধ হয়।’’

এদিন আবার স্থানীয় তৃণমূল নেতৃত্ব জানায়, পেটলা গ্রাম পঞ্চায়েতের সদস্য মিলন বেদকে কিছু দুষ্কৃতী সোমবার সকালে মারধর করে। সেই ঘটনা থেকে নজর সরিয়ে দিতে কিছু ‘দুষ্কৃতী’ এ দিন পথ অবরোধ করে এলাকায় শান্তি বিঘ্নিত করার চেষ্টা করে।

স্থানীয় তৃণমূল যুব সংগঠনের তরফে আতোয়ার রহমান, সঞ্জীব রায়, রফিকুল ইসলাম প্রমুখ জানান, ব্রিগেড সমাবেশ ও কোচবিহার রাসমেলার মাঠে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমাবেশকে সফল করে তুলতে রবিবার সন্ধ্যায় যুব সংগঠনের একটি মিছিল হয়। মিছিল শেষে যুব সংগঠনের দিনহাটা শহর ব্লক সভাপতি অজয় রায় দিনহাটায় ফেরার সময়, তৃণমূলের দিনহাটা ১ ব্লক সভাপতি নুর আলম হোসেনের নেতৃত্বে দলের কয়েকজন তাঁর গাড়ি আটকে ভাঙচুর করে। এই ঘটনার পর, রাতেই অজয় রায় পুলিশে অভিযোগ দায়ের করেন নুর আলম হোসেনের বিরুদ্ধে। অভিযুক্তরা গ্রেফতার না হওয়ায়, এ দিন যুব তৃণমূলের পক্ষ থেকে পথ অবরোধ করা হয়। তৃণমূলের দিনহাটা ১ ব্লক সভাপতি নুর আলম হোসেন বলেন, ‘‘রবিবার সন্ধ্যায় কিছু দুষ্কৃতী অজয় রায়ের গাড়ি আক্রমণ করার চেষ্টা করে। সেই সময় আমি সেখানে ছুটে গিয়ে তাদের আটকানোর চেষ্টা করি, উল্টো আমার বিরুদ্ধেই হামলার অভিযোগ আনা হয়।’’ নুর আলম হোসেন আরও জানান, সোমবার পেটলা গ্রাম পঞ্চায়েত সদস্য মিলন বেদকে মারধর করে কিছু দুষ্কৃতী।

অজয় রায়ের উপর হামলার প্রতিবাদে অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে, দিনহাটা শহরে মিছিল করল তৃণমূলের যুব’র সমর্থকরা। সোমবার সন্ধ্যায় শহরের সংহতি ময়দান থেকে এই ধিক্কার মিছিল বের হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Protest TMCP Attack
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE