Advertisement
২৭ এপ্রিল ২০২৪
Passenger Train

আজ যাত্রী ট্রেনে নিয়ন্ত্রণ মালদহে

রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, যাত্রীদের কথা মাথায় রেখে রবিবার ওই সময়টুকু বেছে নেওয়া হয়েছে।

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নিজস্ব সংবাদদাতা 
মালদহ শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২০ ০৭:০২
Share: Save:

আয় বাড়াতে পণ্যবাহী ট্রেন চলাচলে বাড়তি গুরুত্ব দিচ্ছে রেল। আজ, রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত প্রায় চার ঘণ্টা মালদহ ডিভিশনের আপ লাইনে যাত্রিবাহী ট্রেন চলাচল নিয়ন্ত্রণে উদ্যোগী হল রেল। রেল কর্তৃপক্ষ জানিয়েছেন, মালদহ ডিভিশনের একাধিক ট্রেন হয় বাতিল হবে, নয়তো রুট এবং সময় বদল করা হবে। এর ফলে দুর্ভোগে পড়তে পারেন বলে আশঙ্কা যাত্রীদের। যদিও রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, যাত্রীদের কথা মাথায় রেখে রবিবার ওই সময়টুকু বেছে নেওয়া হয়েছে।

মালদহ টাউন স্টেশন দিয়ে ৩৩ জোড়া এক্সপ্রেস এবং প্যাসেঞ্জার ট্রেন চলাচল করে। মালদহ ডিভিশনে সেই সংখ্যা আরও বেশি। রেল সূত্রে জানা গিয়েছে, রবিবার সকাল সাড়ে ৮টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মালদহ ডিভিশনের আপ লাইন দিয়ে পণ্যবাহী ট্রেন চলাচলে বাড়তি সুবিধে দেওয়া হবে। এর জন্য ওই লাইনের একাধিক প্যাসেঞ্জার এবং এক্সপ্রেস ট্রেন নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিয়েছে রেল।

রেল সূত্রে জানা গিয়েছে, মালদহ ডিভিশনের সাহেবগঞ্জ-রামপুরহাট প্যাসেঞ্জার ট্রেন বাতিল করা হয়েছে। এ ছাড়া যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে একাধিক ট্রেনের। রামপুরহাট-গয়া প্যাসেঞ্জার ট্রেন সাহেবগঞ্জ-গয়া রুটে চলাচল করবে। রামপুরহাট-সাহেবগঞ্জ পর্যন্ত ট্রেন চলাচল বাতিল থাকবে। একই সঙ্গে রামপুরহাট-সাহেবগঞ্জ প্যাসেঞ্জার সকাল সাড়ে ৭টার বদলে সকাল সাড়ে ৮টা থেকে চলবে। মালদহ-বারহারুয়া প্যাসেঞ্জার সকাল ৬টার পরিবর্তে চলবে সকাল সাড়ে ৮টা থেকে। বর্ধমান-মালদহ প্যাসেঞ্জার সকাল ৫টা ১৫ মিনিটের পরিবর্তে চলবে সকাল ৭টা নাগাদ। অন্ডাল-রামপুরহাট প্যাসেঞ্জার ট্রেনেরও সময় বদল করা হচ্ছে। ট্রেনটি সকাল ৫টা ৪০ মিনিটের পরিবর্তে সকাল ৬টা ২০ মিনিট থেকে চলবে অন্ডাল থেকে। নবদ্বীপ ইন্টারসিটি এক্সপ্রেস এবং ভাগপুর-আজিমগঞ্জ প্যাসেঞ্জার ট্রেন বিভিন্ন স্টেশনে প্রয়োজন মতো থামানো হবে বলে জানিয়েছেন রেল কর্তৃপক্ষ।

মালদহ ডিভিশনের এক কর্তা বলেন, “যাত্রিবাহীর থেকে পণ্যবাহী ট্রেন বরাবরই লাভজনক। আয়ও অনেক বেশি হয়।” মালদহের স্টেশন ম্যানেজার দিলীপ চৌহান বলেন, “প্রতি সপ্তাহেই এমন ভাবে ট্রেন চলাচল করবে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Passenger Train Malda Division
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE