Advertisement
১৯ মার্চ ২০২৪

বেল্টের ভিতর বিপুল মার্কিন মুদ্রা, বাগডোগরা বিমানবন্দরে ধৃত মার্কিন নাগরিক

শুল্ক দফতর সূত্রে জানা গিয়েছে, তাঁর কোমরে সিন্থেটিক বেল্টের ভিতরে ওই ডলারগুলো রাখা ছিল। ভারতীয় মুদ্রায় যার মূল্য ২৮ লক্ষ ৩৩ হাজার ২০০ টাকা।

ফাইল চিত্র

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা
শিলিগুড়ি শেষ আপডেট: ০৭ অক্টোবর ২০১৯ ০১:২৪
Share: Save:

৪০ হাজার মার্কিন ডলার-সহ এক বিদেশি নাগরিককে গ্রেফতার করা হল বাগডোগরা বিমানবন্দর থেকে। রবিবার দিল্লি থেকে বিমানে এসে বাগডোগরায় নামলে তাঁকে গ্রেফতার করেন শুল্ক দফতরের কর্মীরা। ওই পরিমাণ বিদেশি মুদ্রা রাখার কোনও বৈধ নথি ধৃতের কাছ থেকে মেলেনি বলে জানা গিয়েছে। এ দিন তাঁকে শিলিগুড়ির অতিরিক্ত মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালতে তোলা হয়। তাঁর পাসপোর্ট বাজেয়াপ্ত করা হয়েছে। আদালত সূত্রে জানা গিয়েছে, ধৃত আমেরিকার বাসিন্দা। তিনি নেদারল্যান্ডসের আমস্টার্ডম থেকে গত ৪ অক্টোবর দিল্লি পৌঁছেছেন। এ দিন দিল্লি থেকে বাগডোগরা আসেন। শুল্ক দফতর সূত্রে জানা গিয়েছে, তাঁর কোমরে সিন্থেটিক বেল্টের ভিতরে ওই ডলারগুলো রাখা ছিল। ভারতীয় মুদ্রায় যার মূল্য ২৮ লক্ষ ৩৩ হাজার ২০০ টাকা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

US Dollar US citizen Bagdogra Airport
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE