Advertisement
২৬ এপ্রিল ২০২৪

ভিডিয়ো-বিতর্ক

এই ভিডিয়োর সত্যাসত্য আনন্দবাজার পত্রিকা যাচাই করেনি৷

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
আলিপুরদুয়ার শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০১৯ ০৪:৪৯
Share: Save:

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিয়ো নিয়ে অভিযোগ তুললেন বিরোধীরা। তাঁদের দাবি, ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, এক যুবককে আলিপুরদুয়ারের জেলাশাসক নিখিল নির্মল ও তাঁর স্ত্রী মারধর করছেন৷ হুমকি দেওয়ার কথাও ভিডিয়োতে ভেসে আসছে৷ তবে এই ভিডিয়োর সত্যাসত্য আনন্দবাজার পত্রিকা যাচাই করেনি৷

আলিপুরদুয়ারের জেলা প্রশাসন মারধরের ঘটনার কথা উড়িয়ে দিয়েছে। জেলাশাসক নিখিল নির্মল কোনও মন্তব্য করতে চাননি। জেলাশাসকের স্ত্রীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনিও ফোন ধরেননি৷ এসএমএস-এরও উত্তর দেননি৷

বিরোধীদের অভিযোগ, রবিবার দুপুরে ফালাকাটা থানায় এমন ঘটেছে। জেলা পুলিশ জানিয়েছে, এ দিন ফালাকাটা থানায় বিনোদ সরকার নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর মন্তব্য করার অভিযোগ রয়েছে ওই যুবকের বিরুদ্ধে।

বিষয়টি নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছে বিজেপি৷ বিজেপির জেলা সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মা বলেন, “রাজ্যে আইনকানুন আছে বলে তো আর মনে হচ্ছে না। জেলাশাসকই নিজের হাতে আইন তুলে নিচ্ছেন।’’ ফোন ধরেননি আলিপুরদুয়ারের পুলিশ সুপার সুনীল যাদবও৷ ফালাকাটা থানার আইসি সৌম্যজিৎ রায় বলেন, “একটি অভিযোগ পেয়েছি। যার ভিত্তিতে নির্দিষ্ট ধারায় মামলা রুজু হচ্ছে৷ এর বাইরে কোনও মন্তব্য করব না৷” তৃণমূলের জেলা সভাপতি মোহন শর্মার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বৈঠকে ব্যস্ত রয়েছেন বলে ফোন কেটে দেন৷

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Falakata Alipurduar Viral Video
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE