Advertisement
২৬ এপ্রিল ২০২৪

কলেজে সাংস্কৃতিক অনুষ্ঠানের অনুমতি পেল না এসএফআই

শিলিগুড়ি মহিলা কলেজে এসএফআই নিয়ন্ত্রিত ছাত্র সংসদকে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান করার অনুমতি দেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে। বুধবার ছাত্র সংসদের সাধারণ সম্পাদক অস্মিতা বিশ্বাস এবং অন্য সদস্যদের একাংশ সাংবাদিক বৈঠক করে ওই অভিযোগ তুলেছেন তৃণমূল নেতা তথা কলেজের পরিচালন সমিতির সভাপতি পীযূষ ঘোষ এবং তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে।

নিজস্ব সংবাদদাতা
শিলিগুড়ি শেষ আপডেট: ০৮ জানুয়ারি ২০১৫ ০২:১০
Share: Save:

শিলিগুড়ি মহিলা কলেজে এসএফআই নিয়ন্ত্রিত ছাত্র সংসদকে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান করার অনুমতি দেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে। বুধবার ছাত্র সংসদের সাধারণ সম্পাদক অস্মিতা বিশ্বাস এবং অন্য সদস্যদের একাংশ সাংবাদিক বৈঠক করে ওই অভিযোগ তুলেছেন তৃণমূল নেতা তথা কলেজের পরিচালন সমিতির সভাপতি পীযূষ ঘোষ এবং তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে। তাঁদের অভিযোগ, ২ জানুয়ারি থেকেই তারা কলেজের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান করার অনুমতি চাইছেন। অথচ তা তাঁদের দেওয়া হল না। এ দিন ৭ জানুয়ারি ওই অনুষ্ঠান হওয়ার কথা ছিল। কিন্তু অনুমতি না মেলায় তাঁরা তা করতে পারলেন না। পরিচালন সমিতির সভাপতি পীযূষবাবু তৃণমূল ছাত্র পরিষদকে সুবিধা করে দিতে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ওই কাজ করছেন বলে অভিযোগ বিদায়ী কমিটির ওই সদস্যদের। তাঁদের অভিযোগ, এক দিকে অনুমতি দেওয়া হয়নি। অন্য দিকে, এসএফআই নিয়ন্ত্রিত ছাত্র সংসদ কলেজের বার্ষিক অনুষ্ঠান করতে ব্যর্থ বলে তৃণমূল ছাত্র পরিষদ আগে থেকেই প্রচার চালাচ্ছে। তারা হুমকি দিচ্ছে অনুষ্ঠান করলে তা ভন্ডুল করে দেবে, মারধর করবে বলে। মেয়েদের কলেজ হলেও গেটের বাইরে তৃণমূল ছাত্র পরিষদের ছেলেরা দল বেঁধে দাঁড়িয়ে থাকছে। বিরোধী ছাত্র সংগঠনের মেয়েদের হেনস্থা করছে। ওড়না ধরে টানছে। বাড়িতে গিয়ে হুমকিও দিচ্ছে। পুলিশে, কলেজ কর্তৃপক্ষকে অভিযোগ জানিয়েও লাভ হয়নি।

পুলিশের তরফে অভিযোগ খতিয়ে দেখা হবে বলে জানানো হয়েছে। তৃণমূল ছাত্র পরিষদের হুমকির জেরে কলেজে রবীন্দ্রজয়ন্তী, ভানুজয়ন্তীর মতোও অনুষ্ঠান করা যায়নি বলে অভিযোগ। এসএফআই নিয়ন্ত্রিত ছাত্র সংসদের অভিযোগ, শিক্ষক দিবসের অনুষ্ঠান করতে গেলে তাদের উপর চড়াও হয়েছিল তৃণমূল ছাত্র পরিষদের লোকজন। মারধর করা হয়। এমনকী আগে নবীনবরণ, ইন্ডোর স্পোর্টসের অনুমতিও দেওয়া হয়নি। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন পীযূষবাবু। তিনি বলেন, “অভিযোগকারী ছাত্রীরা যা বলছেন, তা ঠিক নয়। ওই ছাত্রীরাই সময় মতো অনুষ্ঠান করতে পারেননি। দিন চারেক আগে কলেজে নির্বাচন করানোর জন্য নির্দেশ এসেছে। ২৯ জানুয়ারির মধ্যে ভোট করাতে বলা হয়েছে। সে কারণেই এর মধ্যে অনুষ্ঠান করতে আর অনুমতি দেওয়া যায়নি। তা ছাড়া আজ, বৃহস্পতিবার কলেজে নির্বাচন কমিশন গঠন করে ভোট প্রক্রিয়া শুরু হয়ে যাবে। পুরনো কমিটি ভেঙে যাবে।” পীযূষবাবু দাবি করেন, স্পোর্টস, নবীনবরণের জন্য কোনও অনুমতির প্রয়োজন হয় না। তা ছাড়া, কলেজের সামনে হুমকি দেওয়া হচ্ছে, ইভটিজিং করা হচ্ছে বলে কোনও অভিযোগও আগে করা হয়নি।

ছাত্রীদের অভিযোগ, পরিচালন সমিতির সভাপতি জেনেবুঝেই সব কিছু করছেন। ছাত্র সংসদ এখনও ভাঙেনি। তা ছাড়া, অনুষ্ঠানের জন্য আবেদন ২ জানুয়ারি করা হয়েছে। এ দিন অনুষ্ঠান করার অনুমতি দিলে কোনও সমস্যা ছিল না।

অস্মিতা জানান, অধ্যক্ষা প্রথমে তাঁদের অনুমতি দিলেও পরে পরিচালন সমিতি অনুমতি না দেওয়ায় তিনিও আর সে ব্যাপারে আগ্রহ দেখাননি। অস্মিতা এবং ছাত্র সংসদের সংস্কৃতি বিষয়ক সম্পাদক প্রিয়াঙ্কা রায় বলেন, “পীযূষবাবু তৃণমূল করেন। সে কারণেই তিনি বিরোধী ছাত্র সংগঠনের অধীনে থাকা ছাত্র সংসদকে কাজ করতে দিচ্ছেন না। আমরা অনুষ্ঠান করতে ব্যর্থ নই। আমাদের করতে দেওয়া হল না। ছাত্রীরা তা বুঝতে পারছেন।”

পীযূষবাবুর দাবি, আগে তিনি কখনও সংস্কৃতি অনুষ্ঠানের অনুমতিতে বাধা দেননি। এ বার উদ্দেশ্য নিয়ে বাধা দেবেন? অস্মিতারা বলেন, “সেটাই আমাদের সন্দেহকে বাড়িয়ে দিয়েছে। গত বছর ভয় দেখিয়ে, হুমকি দিয়েও ছাত্র সংসদ তাঁদের ছাত্র সংগঠন দখল করতে পারেনি। তাই এ বার নানা ভাবে হেনস্থা করার চেষ্টা হচ্ছে।”

তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি নির্ণয় রায়ের দাবি, “এর আগে রবীন্দ্র জয়ন্তী, ভানু জয়ন্তী, স্পোর্টস কোনওটাই মহিলা কলেজের এসএফআই ছাত্র সংসদ করতে পারেননি। উল্টে ওই সমস্ত অনুষ্ঠানের বরাদ্দ টাকা একযোগে তুলে নিতে চেষ্টা করেছিল। কলেজের সামনে ছাত্রীদের উত্ত্যক্ত করার অভিযোগ ভিত্তিহীন।” অস্মিতা, প্রিয়াঙ্কা, জিনিয়া ঘোষরা পাল্টা দাবি করেন, তারা অনুষ্ঠানের এক টাকাও আত্মসাৎ করেননি। কোনও প্রমাণ থাকলে তৃণমূল ছাত্র পরিষদ তা জানাক বলে চ্যালেঞ্জ জানিয়েছেন তাঁরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

siliguri sfi siliguri women's college
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE