Advertisement
২৬ এপ্রিল ২০২৪

ট্রেন থেকে উদ্ধার নিখোঁজ তরুণীর দেহ

ব্রহ্মপুত্র মেল থেকে উদ্ধার করা হল দশ মাস ধরে নিখোঁজ এক তরুণীর দেহ। রবিবার সকালে বিহারের কিসানগঞ্জ স্টেশনে ধূপগুড়ির দুরামারি গ্রামের বাসিন্দা নিখোঁজ এক আদিবাসী যুবতীর দেহ গত ২৪ ঘন্টা ধরে দেহটি ট্রেনের মধ্যেই ছিল বলে মৃতার পরিবারের লোকজন জানিয়েছেন। তার মধ্যে কেন রেল পুলিশ কোনও ব্যবস্থা নিল না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। শিলিগুড়ির রেল পুলিশ সুপার দেবাশিস সরকার বলেন, “ধূপগুড়ি এলাকার বাসিন্দা একটি মেয়ের দেহ উদ্ধার করে কিসানগঞ্জ স্টেশনে নামানো হয়েছে।

নিজস্ব সংবাদদাতা
জলপাইগুড়ি ও ইসলামপুর শেষ আপডেট: ১৭ নভেম্বর ২০১৪ ০১:৫০
Share: Save:

ব্রহ্মপুত্র মেল থেকে উদ্ধার করা হল দশ মাস ধরে নিখোঁজ এক তরুণীর দেহ। রবিবার সকালে বিহারের কিসানগঞ্জ স্টেশনে ধূপগুড়ির দুরামারি গ্রামের বাসিন্দা নিখোঁজ এক আদিবাসী যুবতীর দেহ গত ২৪ ঘন্টা ধরে দেহটি ট্রেনের মধ্যেই ছিল বলে মৃতার পরিবারের লোকজন জানিয়েছেন। তার মধ্যে কেন রেল পুলিশ কোনও ব্যবস্থা নিল না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। শিলিগুড়ির রেল পুলিশ সুপার দেবাশিস সরকার বলেন, “ধূপগুড়ি এলাকার বাসিন্দা একটি মেয়ের দেহ উদ্ধার করে কিসানগঞ্জ স্টেশনে নামানো হয়েছে। বিস্তারিত খোঁজ নিচ্ছি।” ধূপগুড়ি থানার আইসি যুগলকিশোর বিশ্বাস জানান, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে প্রতিবেশী এক যুবতীর সঙ্গে দশ মাস আগে মেয়েটি কাজের খোঁজে দিল্লিতে যায়।

প্রাথমিক ভাবে জানা গিয়েছে, দশ মাস ধরে নিখোঁজ ওই কিশোরী কাজের সন্ধানে দিল্লি গিয়েছিল। কেউ তাঁকে ফুঁসলে নিয়ে গিয়েছিল কি না, সে ব্যাপারে খোঁজখবর শুরু হয়েছে। ওই যুবতীর মা, মামাতো দাদা কিসানগঞ্জ রওনা দেন। শিলিগুড়ি রেল পুলিশ সুপার দেবাশিস সরকার বলেন, “ধূপগুড়ি এলাকার বাসিন্দা একটি মেয়ের দেহ উদ্ধার করে কিসানগঞ্জ স্টেশনে নামানো হয়েছে। বিস্তারিত খোঁজ নিচ্ছি।” ধূপগুড়ি থানার আইসি যুগলকিশোর বিশ্বাস জানান, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে প্রতিবেশী এক যুবতীর সঙ্গে দশ মাস আগে মেয়েটি কাজের খোঁজে দিল্লিতে যায়।

ওই তরুণীর মৃত্যুর খবর শনিবার সকালে ধূপগুড়ির দুরামারিতে পৌঁছয়। যুবতীর মামাতো দাদা জানান, গ্রাম নাথুয়ার বাসিন্দা এক তরুণীর পরিবার থেকে শনিবার সকালে জানানো হয়, তাঁর বোন ট্রেনে অসুস্থ হয়ে মারা গিয়েছেন। তিনি বলেন, “ঘটনার খবর পেয়ে অবাক হয়ে যাই। দশ মাস হল মেয়েটার কোন খবর নেই। একদিনও ফোন করেনি। পরে খোঁজ নিয়ে জানতে পারি বোন বাড়িতে ফিরছিল।” পরিবার সূত্রে জানা গিয়েছে, ওই তরুণীর বাবা পেশায় দিনমজুর। তাঁর তিন মেয়ে। তার মধ্যে ওই তরুণী মেজ। তিনি গত ১০ ফেব্রুয়ারি প্রতিবেশী গ্রামের কয়েকজন যুবতীর সঙ্গে কাজের খোঁজে দিল্লি যান। তার পর থেকে তাঁর কোনও খোঁজ ছিল না। পুলিশ জানিয়েছে, এদিন সকাল প্রায় সাড়ে ১১ টা নাগাদ কিসানগঞ্জ ট্রেনটি ঢোকার পর দেহটি নামানো হয়। মৃতার সঙ্গী তিনজন আদিবাসী মেয়েকে ট্রেন থেকে নামিয়ে জিঞ্জাসাবাদ করা হয়। তাঁরা পুলিশকে জানায়, দিল্লি থেকে এনজেপি স্টেশনে আসার কথা ছিল চারজনের। ট্রেনের মধ্যেই হঠাত্‌ অসুস্থ হয়ে পড়েন ওই তরুণী। উত্তরপ্রদেশের কানপুরে তাঁর মৃত্যু হয়।

এ দিনই হাওড়াগামী কামরূপ এক্সপ্রেসের কামরার বন্ধ শৌচাগার থেকে এক ব্যক্তির দেহ উদ্ধারের ঘটনাকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ধূপগুড়ি রেল স্টেশনে শৌচাগারের দরজা ভেঙে দমকলের কর্মীরা দেহটি উদ্ধার করেন। রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম মদনমোহন দত্ত (৫৭)। তিনি বর্ধমানের মেমারির উত্তর দেবপুর এলাকার বাসিন্দা। তাঁর পকেট থেকে উদ্ধার করা টিকিট থেকে জানা গিয়েছে এস-১০ কামরার ২৮ নম্বর বার্থের ওই যাত্রী ডিব্রুগড় থেকে হাওড়া যাচ্ছিলেন। শিলিগুড়ির রেল পুলিশ সুপার দেবাশিস সরকার বলেন, “ধূপগুড়ি স্টেশনে উদ্ধার করা মৃত ব্যক্তির পকেট থেকে শ্বাসকষ্টের জন্য ব্যবহার করার ইনহেলার পাওয়া গিয়েছে। কোন কারণে শৌচাগারে গিয়ে অসুস্থ হয়ে মারা যেতে পারেন।” তিনি জানান, দেহটি শক্ত হয়ে যাওয়ায় মনে হচ্ছে, উদ্ধারের অন্তত ৫ ঘণ্টা আগে ঘটনাটি ঘটে। তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

ডিব্রুগড়-হাওড়া ডাউন কামরূপ এক্সপ্রেস ট্রেনের এস-১০ কামরায় শৌচাগারের দরজা যে ভিতর থেকে দীর্ঘক্ষণ ধরে আটকানো, তা যাত্রীদের কয়েকজন কোচবিহার স্টেশনে টের পান। তাঁরা দরজা খোলার চেষ্টাও করেন। ইতিমধ্যে ট্রেন ছেড়ে দেয়। বিকাল সাড়ে ৩টা নাগাদ ট্রেন ধূপগুড়ি স্টেশনে পৌঁছালে যাত্রীরা হইচই শুরু করেন। রেল পুলিশের অফিসারেরা যান। রেল পুলিশের ময়নাগুড়ির ওসি অভিষেক ভট্টাচার্য জানান, শৌচাগারে জানালা ভাঙার পরে দেখা যায়। ভিতরে এক ব্যক্তি পরে আছে। এর পরে দরজা ভেঙে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি হাসপাতালে পাঠানো হয়।

আবার ইঞ্জিনের যান্ত্রিক সমস্যা দেখা দেওয়ায় ট্রেনটি ছাড়তে দেরি হয়। বিকাল ৫টা ২০ মিনিটে ফালাকাটা থেকে ইঞ্জিন পৌঁছলে ট্রেনটি ধূপগুড়ি স্টেশন ছেড়ে চলে যায়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE