Advertisement
২৬ এপ্রিল ২০২৪

পদ্ধতিগত ত্রুটি, গোল্ড মেডেল পাবেন না ছাত্রী

উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের এমএসসি’র কম্পিউটার বিভাগের প্রথম বিভাগে প্রথম হওয়ায় এক ছাত্রীকে ‘গোল্ড মেডেল’ সম্মান পাওয়ার কথা জানিয়েছিলেন কর্তৃপক্ষ। সম্প্রতি চিঠি দিয়ে পদ্ধতিগত ভুলের জন্য তিনি ওই সম্মান পাবেন না বলে জানানোয় ভেঙে পড়েছেন ওই ছাত্রী। বিশ্ববিদ্যালয় এবং ওই ছাত্রীর পরিবার সূত্রে জানা গিয়েছে, আগামী ২৬ ফেব্রুয়ারি সমাবর্তন অনুষ্ঠানে তাঁকে ওই সম্মান দেওয়ার কথা গত ১৪ জানুয়ারি চিঠি দিয়ে জানিয়েছিলেন কর্তৃপক্ষ।

নিজস্ব সংবাদদাতা
শিলিগুড়ি শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০১৫ ০২:৪১
Share: Save:

উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের এমএসসি’র কম্পিউটার বিভাগের প্রথম বিভাগে প্রথম হওয়ায় এক ছাত্রীকে ‘গোল্ড মেডেল’ সম্মান পাওয়ার কথা জানিয়েছিলেন কর্তৃপক্ষ। সম্প্রতি চিঠি দিয়ে পদ্ধতিগত ভুলের জন্য তিনি ওই সম্মান পাবেন না বলে জানানোয় ভেঙে পড়েছেন ওই ছাত্রী। বিশ্ববিদ্যালয় এবং ওই ছাত্রীর পরিবার সূত্রে জানা গিয়েছে, আগামী ২৬ ফেব্রুয়ারি সমাবর্তন অনুষ্ঠানে তাঁকে ওই সম্মান দেওয়ার কথা গত ১৪ জানুয়ারি চিঠি দিয়ে জানিয়েছিলেন কর্তৃপক্ষ। সম্প্রতি ৩১ জানুয়ারি রেজিস্ট্রারের দফতর থেকে ফের চিঠি পাঠিয়ে জানানো হয়েছে তারা পদ্ধতিগত কিছু ভুল পেয়েছেন। সে কারণে আগের চিঠিটি বাতিল করা হচ্ছে। এই কথা জানানোর পর ভেঙে পড়েছেন ওই ছাত্রী সুরুচি চাঁচান। ২০১২ সালে কম্পিউটার বিভাগে পাশ করেন তিনি।

উপাচার্য সোমনাথ ঘোষ বলেন, “বিষয়টি রেজিস্ট্রারের দফতর এবং পরীক্ষা নিয়ামকের বিভাগের থেকেই দেখা হয়। তাই ঠিক কী হয়েছে খোঁঝ নিয়ে দেখব।” বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের দায়িত্বে থাকা বিকাশ চন্দ পাল জানান, কম্পিউটার সায়েন্সের ওই ছাত্রীর একটি ‘ব্যাক পেপার’ রয়েছে। তিনি বলেন, “ব্যাক পেপার অর্থাৎ সময় মতো কোনও একটি পেপারের পরীক্ষা দেননি ওই ছাত্রী। পরে পরীক্ষা দিয়ে পাশ করেছেন। এমন পড়ুয়াদের ক্ষেত্রে গোল্ড মেডেল দেওয়া হয় না। সে জন্য আগের চিঠিটি যে ভুল হয়েছে তা জানিয়ে তাঁকে চিঠি পাঠানো হয়েছে।” রেজিস্টার জানান, কম্পিউটার সার্ভার ব্যবস্থার সমস্যার জন্য নথি দেখে ওই ছাত্রী গোল্ড মেডেল পাবেন বলে প্রথমে জানানো হয়। পরে সার্ভার ঠিক হলে খতিয়ে দেখে জানা যায়, ওই ছাত্রীর ‘ব্যাক পেপার’ রয়েছে। সে ক্ষেত্রে নিয়ম মাফিক গোল্ড মেডেল দেওয়া হয় না।

ছাত্রীর পরিবারের তরফে দাবি করা হয়, পরীক্ষার দিন বন্ধ ছিল। পরীক্ষার্থী ১০ জনের মধ্যে ৭ জনই আসতে পারেনি। সুরুচি পরীক্ষা দিতে গেলেও বাকিরা না আসায় সকলেই এক সঙ্গে পরীক্ষা দেবেন বলে ঠিক করেন। পরে তাঁরা পরীক্ষা দিয়ে ভাল ফলও করেন। সে কারণে কেন ওই সম্মান পাওয়া থেকে তাকে বাদ দেওয়া হবে সেই প্রশ্ন তুলেছেন পরিবার এবং পরিচিতেরা। তা ছাড়া চিঠিতে বিষয়টি স্পষ্ট করে কিছুই বলা হচ্ছে না বলে ছাত্রীর পরিবারের লোকেরা জানিয়েছেন। প্রথমে একটি চিঠি পাঠিয়ে গোল্ড মেডেল দেওয়ার বিষয়টি জানানো হয়। পরে আরেকটি চিঠি পাঠিয়ে আগের চিঠি বাতিল বলে জানানো হয়।

তবে সেই চিঠিতেও আরেকটি অনুচ্ছেদে লেখা হয়েছে ছাত্রীকে গোল্ড মেডেল দেওয়া হচ্ছে। বিশ্ববিদ্যালয়ে খোঁজ নিলে জানানো হয় তিনি গোল্ড মেডেল পাবেন না। বিশ্ববিদ্যালেয়র রেজিস্ট্রারের দফতর থেকে জানানো হয়েছে তৃতীয় আরেক চিঠি পাঠিয়ে পুরো বিষয়টি ছাত্রীকে জানানো হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের তরফে প্রাথমিক ভাবে তথ্য দেখে যে চিঠি পাঠানো হয়েছিল তাতে ভুল রয়েছে। ওই ছাত্রী গোল্ড মেডেল পাবেন না।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

siliguri gold medal uttar banga university
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE