Advertisement
১১ মে ২০২৪

বরো সংগঠনের সঙ্গে আলোচনা শুরু তৃণমূলের

আদিবাসী ভোটব্যাঙ্ক দখল করতে বরো জনজাতিদের বিভিন্ন সংগঠনের নেতৃত্বের সঙ্গে আলোচনা শুরু করলেন তৃণমূল নেতৃত্ব। দলীয় সূত্রের খবর, কামতাপুর পিপলস পার্টির (কেপিপি) কেন্দ্রীয় নেতৃত্ব বিজেপিকে সমর্থন জানালেও কামতাপুরি আন্দোলনের সঙ্গে জড়িতদের ভোট কাটতে ওই দলের জেলা নেতাদের সঙ্গে তৃণমূল নেতৃত্ব যোগাযোগ শুরু করেছেন।

নিজস্ব সংবাদদাতা
জলপাইগুড়ি শেষ আপডেট: ২৫ মার্চ ২০১৪ ০২:০৮
Share: Save:

আদিবাসী ভোটব্যাঙ্ক দখল করতে বরো জনজাতিদের বিভিন্ন সংগঠনের নেতৃত্বের সঙ্গে আলোচনা শুরু করলেন তৃণমূল নেতৃত্ব। দলীয় সূত্রের খবর, কামতাপুর পিপলস পার্টির (কেপিপি) কেন্দ্রীয় নেতৃত্ব বিজেপিকে সমর্থন জানালেও কামতাপুরি আন্দোলনের সঙ্গে জড়িতদের ভোট কাটতে ওই দলের জেলা নেতাদের সঙ্গে তৃণমূল নেতৃত্ব যোগাযোগ শুরু করেছেন। আগামী বুধবার ডুয়ার্সের বীরপাড়ার জনসভায় মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বরো জনজাতি নেতৃত্বের সঙ্গে কথা বলবেন। চা বলয়ের ভোট টানতে সেখানে আদিবাসী বিকাশ পরিষদের নেতাদেরও হাজির করানোর চেষ্টা চলছে। জলপাইগুড়ি জেলা তৃণমূল পর্যবেক্ষক সৌরভ চক্রবর্তী বলেন, “বরো জনজাতিদের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে কথা হয়েছে। ওঁরা তৃণমূল প্রার্থীদের সমর্থনের কথা জানিয়েছেন। বরো নেতারা বীরপাড়ার সভায় দল নেত্রীর সঙ্গে কথা বলতে চেয়েছেন। নেত্রী সম্মতি দিয়েছেন। কেপিপির জেলা নেতৃত্বের সঙ্গেও যোগাযোগ শুরু হয়েছে।” বরো ভোটের বড় অংশ নিজেদের দিকে টানতে সোমবার রাতে কালচিনির সাতালি গ্রামে তিনি ওই জনজাতির নেতাদের সঙ্গে সভা করেন। এ দিকে চা বাগান এলাকার ওঁরাও, কুরুখ, খেরিয়া গোষ্ঠীর জনজাতিদের ভোট নিশ্চিত করতে বীরপাড়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা মঞ্চে আদিবাসী বিকাশ পরিষদের নেতাদের হাজির করাতে উদ্যোগী হয়েছেন তৃণমূল নেতৃত্ব। শুধু তাই নয় বুধবার মুখ্যমন্ত্রীর গরুবাথানের সভাতেও বেশি সংখ্যক চা শ্রমিকদের হাজির করানোর সিদ্ধান্ত হয়েছে। এদিনই জলপাইগুড়িতে সাংবাদিক বৈঠক করে কেপিপির সভাপতি অতুল রায় বিজেপিকে সমর্থনের কথা ঘোষণা করেন। যদিও তৃণমূল নেতৃত্ব দাবি করেন, কেপিপির কেন্দ্রীয় নেতৃত্বের ওই সিদ্ধান্ত দলের নিচুতলার নেতারা মানতে পারছেন না। তাঁরা তাঁদের সঙ্গে আলোচনা শুরু করেছে। অতুলবাবু অবশ্য তৃণমূলের ওই দাবি উড়িয়ে দিয়ে বলেন, “কোনও নেতা ব্যক্তিগত ভাবে কোথায় কি করছেন জানি না। দলের সিদ্ধান্ত অমান্য করলে ব্যবস্থা নেওয়া হবে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

tmc boro community
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE