Advertisement
২৬ এপ্রিল ২০২৪

রথীনের প্রশ্ন, গৌতমের জবাব

নাগরিক পরিষেবা সংক্রান্ত নানা প্রশ্ন তোলায় সম্প্রতি এক সাংবাদিক সম্মেলন চলাকালীন বিজেপির জেলা সভাপতি রথীন বসুর ‘ক্লাস নেওয়ার’ ইচ্ছে প্রকাশ করেছিলেন খোদ উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী গৌতম দেব। সেই ‘ছাত্র’ রথীনবাবু এবার ‘শিক্ষক’ হিসাবে মন্ত্রী গৌতমবাবুকে যোগ্যতা প্রমাণের জন্য শর্ত চাপালেন। তাতে তিনি মন্ত্রীকে ১০টি প্রশ্ন সংবলিত খোলা চিঠিও দিয়েছেন। রথীনবাবু বলেন, “আমরা মন্ত্রীর কাছেও ডাকযোগে খোলা চিঠিটি পাঠাব। প্রশ্নগুলির উত্তর পেলে ভাল, না হলে তাও শহরের মানুষকে জানানো হবে। উনি আমার ক্লাস নেওয়ার কথা বলেছেন। কিন্তু ওঁকে তো শিক্ষক হওয়ার জন্য যোগ্যতা প্রমাণ করতে হবে। মানুষের শ্রদ্ধা বা ভরসা রয়েছে তা দেখাতে হবে।” এ ব্যাপারে গৌতমবাবুর কটাক্ষ, “ওঁর (রথীনবাবুর) ক্লাস সত্যিই নেওয়া দরকার। উনি প্রশ্নমালা নিয়ে আমার কাছে আসতেই পারেন। তবে ওঁর কোনও চিঠি পাইনি। বিজেপি আসলে প্রচারের আলোয় থাকতে চাইছে। এই ধরনের বিরোধী নেতা থাকাটা আমাদের কাছে আশীর্বাদ। উনি আমাদের প্রচার করছেন।”নাগরিক পরিষেবা সংক্রান্ত নানা প্রশ্ন তোলায় সম্প্রতি এক সাংবাদিক সম্মেলন চলাকালীন বিজেপির জেলা সভাপতি রথীন বসুর ‘ক্লাস নেওয়ার’ ইচ্ছে প্রকাশ করেছিলেন খোদ উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী গৌতম দেব। সেই ‘ছাত্র’ রথীনবাবু এবার ‘শিক্ষক’ হিসাবে মন্ত্রী গৌতমবাবুকে যোগ্যতা প্রমাণের জন্য শর্ত চাপালেন। তাতে তিনি মন্ত্রীকে ১০টি প্রশ্ন সংবলিত খোলা চিঠিও দিয়েছেন। রথীনবাবু বলেন, “আমরা মন্ত্রীর কাছেও ডাকযোগে খোলা চিঠিটি পাঠাব। প্রশ্নগুলির উত্তর পেলে ভাল, না হলে তাও শহরের মানুষকে জানানো হবে। উনি আমার ক্লাস নেওয়ার কথা বলেছেন। কিন্তু ওঁকে তো শিক্ষক হওয়ার জন্য যোগ্যতা প্রমাণ করতে হবে। মানুষের শ্রদ্ধা বা ভরসা রয়েছে তা দেখাতে হবে।” এ ব্যাপারে গৌতমবাবুর কটাক্ষ, “ওঁর (রথীনবাবুর) ক্লাস সত্যিই নেওয়া দরকার। উনি প্রশ্নমালা নিয়ে আমার কাছে আসতেই পারেন। তবে ওঁর কোনও চিঠি পাইনি। বিজেপি আসলে প্রচারের আলোয় থাকতে চাইছে। এই ধরনের বিরোধী নেতা থাকাটা আমাদের কাছে আশীর্বাদ। উনি আমাদের প্রচার করছেন।”

শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০১৫ ০২:১১
Share: Save:

• গজলডোবা থেকে পানীয় জল সরবরাহের প্রকল্প শুরু হল না কেন?

নতুন জলপ্রকল্পের ৩১২ কোটি টাকা স্টেট প্ল্যানিং কমিশনে গিয়েছে। কেন্দ্রের কাছেও টাকা চাওয়া হচ্ছে।

• পুরসভার নতুন ভবনের শিলান্যাস আপনি নিজে করেছিলেন। এখন ভোটের মুখে কেন কাজ শুরু করছেন? কোর্টমোড় থেকে আশিঘর মোড় পর্যন্ত রাস্তা চওড়া করতে পারলেন না কেন?

নতুন পুর ভবন তিন বছরের পুরানো প্রকল্প। টাকা বরাদ্দ পর্যন্ত হয়ে রয়েছে। গত বোর্ড তা পারেনি করতে, তাই কাজ হচ্ছে।

• রিকশা এবং সিটি অটো নিয়ন্ত্রণ করা গেল না কেন? বিশেষ এজেন্সিকে দিয়ে সমীক্ষা করে শহরের ট্রাফিক ব্যবস্থা এখনও ঢেলে সাজাতে পারলেন না কেন?

পূর্ত দফতর ফুটপাতের কাজ দ্রুত শুরু করবে। আরও বহু কাজ আগামী কয়েক মাসে হবে।

• বাড়তি বাস এবং নো রিফিউজাল ট্যাক্সি পরিষেবা কি সস্তা চমক ছিল?

নো রিফিউজাল ট্যাক্সি রাস্তায় নামা শুরু হয়েছে।

• জংশন স্টেশনে ঢোকার রাস্তা দখল হয়ে রয়েছে। ওই সমস্যা না মিটলে রেল কর্তৃপক্ষ দুরপাল্লার ট্রেন এই স্টেশন থেকে চালাবেন না। আপনি কেন নীরব?

রাস্তা যেখানে যেখানে চওড়া করা আর সংস্কার করা হয়েছে। ট্রাফিক নিয়ে পুলিশ ব্যবস্থা নিচ্ছে।

• মহাবীরস্থানের উড়ালপুলের যে অংশ বিজ্ঞানসম্মত ভাবে হয়নি তা ভেঙে সংস্কার করা গেল না কেন?

উড়ালপুলের রাইটসের সমীক্ষা শেষ হয়েছে, কাজ হবে।

• আপনার বিধানসভা এলাকায় ডাম্পিং গ্রাউন্ড ক্ষমতায় এলে ৩ মাসের মধ্যে অন্যত্র সরানোর আশ্বাস দিয়েছিলেন। এখনও কী সময় হয়নি?

ডাম্পিং গ্রাউন্ড পরিবর্তন হচ্ছে। সেখানে আধুনিক বিনোদন পার্ক হচ্ছে।

• মহানন্দা অ্যাকশন প্ল্যানকে বামেদের মতো আপনারাও প্রহসনে পরিণত করলেন? দূষণ মুক্ত করতে এসজেডিএ’র উদ্যোগে ওই কাজ এখনও হল না কেন?

মহানন্দা অ্যাকশন প্ল্যানও বামেরা গোড়ায় গলদ করেছিল। তা শুধরে নিতেই সময় লেগেছে।

• শিলিগুড়ি কার্নিভ্যালের বিপুল খরচ কোথা থেকে এল? সরকারি তহবিল থেকে কার্নিভাল এবং উত্তরবঙ্গ উত্‌সবে কত খরচ হল প্রকাশ্যে জানাবেন কি?

কার্নিভালের অডিট হচ্ছে বলে শুনেছি। যথা সময়ে মানুষকে সব জানানো নিশ্চয়ই হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

gautam deb rathin basu interview
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE