নিজস্ব সংবাদদাতা
টয়ট্রেন চড়ে, পরিষেবায় তাঁরা খুশি বলে জানিয়েছেন ওই পর্যটকেরা।
পার্থ চক্রবর্তী
কালচিনি থানার অধীন ভাটপাড়া চা বাগান এলাকায় থাকেন কার্জি লামা। ওই বাগানেই এক সময় শ্রমিকের কাজ করতেন ৬৪ বছরের এই বৃদ্ধ। তাঁর চার ছেলে।
জয়ন্ত সেন
চিকিৎসকদের প্রাথমিক ধারণা, খাবার থেকে বিষক্রিয়াতেই তাঁরা অসুস্থ হয়ে পড়েছেন। মারাত্মক পেট খারাপ, বমি, মাথাঘোরার উপসর্গ রয়েছে।
নিজস্ব সংবাদদাতা
পুলিশ জানিয়েছে মৃতদের নাম, সুপ্রিয়া বসাক রায় (২৬) এবং প্রদীপ বসাক (৩৬)।
নিজস্ব প্রতিবেদন
শিলিগুড়ির এসিপি, ডিএসপি পদ মর্যাদার অফিসারদের মধ্যে অচিন্ত্য গুপ্ত দার্জিলিং জেলার সমতলের ডিএসপি হচ্ছেন।
নিজস্ব প্রতিবেদন
জলপাইগুড়ি জেলায় বাংলাদেশ সীমান্ত রয়েছে ১২০ কিলোমিটার। তার মধ্যে কাঁটাতারের বেড়া নেই ১৭ কিলোমিটার মতো এলাকায়। দক্ষিণ বেরুবাড়ি, নগর বেরুবাড়ি এলাকায় রয়েছে কাঁটাতারহীন ওই সীমান্ত।
নিজস্ব সংবাদদাতা
ফলাফল নিয়ে বিক্ষুব্ধ ছাত্র-ছাত্রীদের পাশে দাঁড়িয়েছে তৃণমূল ছাত্র পরিষদ।
কৌশিক চৌধুরী
এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়ার (এএআই) তরফে দিল্লি থেকে সম্প্রসারণের জন্য ৪০০ কোটি টাকার পরিকল্পনা তৈরি করা হয়েছে।
নিজস্ব সংবাদদাতা
রায়গঞ্জের মাড়াইকুড়া হাইস্কুলের ছাত্রী লক্ষ্মী বর্মণের বাড়ি রায়গঞ্জ থানার বীরঘই পঞ্চায়েতের পিপলানে।
নিজস্ব সংবাদদাতা
এ দিকে, ওই ইঞ্জিন বিভ্রাটের জেরে বুধবার রাত থেকেই মালদহ জেলা ও বিহারের বারসই থেকে বিভিন্ন স্টেশনে ঘণ্টার পর ঘণ্টা দাঁড় করিয়ে রাখা হয় একাধিক ট্রেনকে। এমনকি এদিনও সকাল ৯টা পর্যন্ত একই চিত্র ছিল জেলার বিভিন্ন স্টেশনগুলোতে। তার জন্য চরম দুর্ভোগে পড়েন রেলযাত্রীরা।
নিজস্ব সংবাদদাতা
গোয়ালপাড়ার কদমতলা থেকে কালীতলা হয়ে তাহেরপুর হাইস্কুল পর্যন্ত প্রায় সাড়ে চার কিলোমিটার মাটি ও ইটের তৈরি। সেই রাস্তাটি পাকা করার দাবিতে এ দিন সকালেই জাতীয় সড়কে অবরোধ করে বিক্ষোভে বসেন কয়েকশো গ্রামবাসী। বেলা ১১টা নাগাদ পুলিশকর্মীরা অবরোধ তোলার চেষ্টা করলে আন্দোলনকারীদের সঙ্গে ধস্তাধস্তি হয়।
নমিতেশ ঘোষ
প্যাসেঞ্জার ট্রেনগুলিতে নিরাপত্তার ফাঁকে নেশার অভিযোগ হরদম ওঠে। মদ তো বটেই সিগারেট, গাঁজার রমরমার অভিযোগ রয়েছে। কিন্তু দূরের ওই বিশেষ ট্রেনগুলিতে নেশার জিনিসের এমন রমরমায় ক্ষুব্ধ যাত্রীরা। তাঁরা দাবি তুলেছেন, এই বিষয়ে রেল দফতরকে আরও কড়া অবস্থান নেওয়া উচিত।
কিশোর সাহা
উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালের সুপার কৌশিক সমাজদার বলেন, ‘‘দুই দম্পতি উত্তরবঙ্গেরই বাসিন্দা। তাঁরা কোনও হাতুডে়র কাছে যাননি। চোরা-গুপ্ত কোনও ক্লিনিকে গিয়ে বিপাকে পড়ার রাস্তায় হাঁটেননি। এটা অবশ্যই গুরুত্বপূর্ণ ব্যাপার। আমরা দুই বধূর আবেদন পেয়েই গর্ভস্থ ভ্রূণের জটিলতা ও গর্ভপাত বিষয়ক পরামর্শদাতা স্থায়ী কমিটির বৈঠক ডেকেছি। সেখানেই সব নথিপত্র খতিয়ে দেখা হবে।’’
নিজস্ব সংবাদদাতা
এই নিয়ে কোচবিহারের রাজনীতিতে চাপানউতর শুরু হয়েছে। বিজেপির অভিযোগ, দুষ্কৃতীদের আশ্রয়স্থল হয়ে উঠেছে রাজ্যের শাসক দল তৃণমূল। তৃণমূল অবশ্য পাল্টা দাবি করেছে, বিজেপিতেই রয়েছে প্রচুর দুষ্কৃতী। দুই তরফেই অস্ত্র উদ্ধারের দাবি করা হয়েছে।
নিজস্ব সংবাদদাতা
বন দফতর জানিয়েছে, ধৃত যুবক দার্জিলিঙের টাকভর চা বাগানের বাসিন্দা। ওই চা বাগানেই চিতাবাঘ ধরে খুন করা হয়। যুবকের সঙ্গে আরও কয়েকজন ঘটনায় জড়িত রয়েছে বলে দাবি বন দফতরের স্পেশাল টাস্ক ফোর্সের দায়িত্বপ্রাপ্ত সঞ্জয় দও। বন দফতর জানিয়েছে, ধৃত যুবকের নাম আশিস ছেত্রী।
শুভঙ্কর চক্রবর্তী
মঙ্গলবার দার্জিলিংয়ের গোর্খা দুঃখ নিবারণী সমিতির হলে সর্বদলীয় বৈঠক করে বিরোধী সংগঠনগুলো। সেখানে গুরুংপন্থী মোর্চার একাধিক নেতা উপস্থিত ছিলেন। সিপিআরএম-র উদ্যোগে বৈঠক হয়। সেখানেই যৌথভাবে বিনয়পন্থী মোর্চার বিরুদ্ধে কেন্দ্রের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত করা হয়েছে বলেই জানিয়েছেন সিপিআরএমের নেতা আরবি রাই
নিজস্ব সংবাদদাতা
সরকারি সূত্রের খবর, পুলিশ-প্রশাসনের একাংশ বালাসনের চর দখল নিয়ে ঢিমেতালে পদক্ষেপ করছে বলে অভিযোগ। শেষ দু’বছরে মাত্র দশ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। তবে প্রশাসনের দাবি, নিয়মিতভাবেই দখলদারদের বিরুদ্ধে অভিযান চালানো হয়।
নিজস্ব সংবাদদাতা
পরিদর্শনের পরে জলপাইগুড়ি সার্কিট হাউসে বৈঠক করেন মন্ত্রী-আমলারা। আগের কয়েকটি সিদ্ধান্ত এ দিন কিছুটা রদবদলও হয়েছে। প্রথমে ঠিক ছিল ১২০ কিলো ভোল্টের বিদ্যুতের সাব স্টেশন করা হবে অস্থায়ী ভবন চত্বরে। এ দিন সিদ্ধান্ত হয়েছে সেই ক্ষমতা বাড়িয়ে ২৪০ কিলো ভোল্ট করা হবে।
নিজস্ব সংবাদদাতা
গত কয়েক মাসে কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দফতরের (ডিআরআই) ধরপাকড়ে লাল, নীল ম্যাকাউ থেকে ইলেকটাস প্যারট, পিগমি ফ্যালকন বা কুকাবুরাস কাঠঠোখরার মত দুস্প্রাপ্য পাখি পাচারের ঘটনা সামনে এসেছে।
নিজস্ব সংবাদদাতা
গত ২২ জানুয়ারি খুন হন তপসিখাতার তৃণমূল কর্মী তুষার বর্মণ৷ অভিযোগ ওঠে, স্থানীয় পরোরপাড় গ্রাম পঞ্চায়েতের তৃণমূল উপপ্রধান শম্ভু রায় ও তার দলবল জয় বাংলা হটে ডেকে নিয়ে গিয়ে প্রথমে তুষারকে বেধড়ক মারধর করে৷ তারপর শম্ভু কোমর থেকে আগ্নেয়াস্ত্র বের করে তুষারকে লক্ষ করে গুলি চালিয়ে দেয় বলে অভিযোগ৷
পার্থ চক্রবর্তী
চা বাগানে চিতাবাঘের উপদ্রব কোনও নতুন ঘটনা নয়। বছরের নানা সময়, বিশেষ করে প্রসবের সময় স্ত্রী চিতাবাঘদের জঙ্গল লাগোয়া বিভিন্ন চা বাগানের নালা কিংবা ঝোপঝাড়ে আশ্রয় নিতে দেখা যায়। ফলে অনেক সময়ই তখন চিতাবাঘ-মানুষের সংঘাতের ঘটনা ঘটে।
অরিন্দম সাহা
অবশ্য এ সব নিয়ে ভাবতে চান না শিখাদেবী। স্বামী বীরেশ পালের পাশে বসে শিখা বলেন, “ওঁর বেঁচে থাকাটাই আমার কাছে সব পাওয়া। দারুণ আনন্দের। অন্য কিছু নয়।” বীরেশবাবু বলেন, “ওঁর প্রতি বিশ্বাস ছিল। ভালবাসা ছিল। আছে, থাকবেও। সেটাই তো সব কিছু।”
নিজস্ব সংবাদদাতা
লাটাগুড়ি উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রী বিনতির মাধ্যমিক পরীক্ষার আসন পড়েছে লাটাগুড়ি উচ্চ বিদ্যালয়ে। বিনতির এই জেদকে প্রতিদিন নীরবেই কুর্নিশ করছেন পরীক্ষার হলের নজরদার শিক্ষক-শিক্ষিকারাও।
নিজস্ব সংবাদদাতা
জেলার কোন কেন্দ্রে নকলের অভিযোগ রয়েছে কি না খতিয়ে দেখছেন পর্ষদকর্তারা। পরীক্ষার্থীদের একাংশ পরীক্ষাকেন্দ্রে মোবাইল নিয়ে ঢোকার চেষ্টা করলে সেগুলো বাজেয়াপ্ত করা হয়।
নিজস্ব সংবাদদাতা
তৃণমূলে যোগ দেওয়ার পরেই ব্লকে ব্লকে সংবর্ধনা দেওয়া হচ্ছে মৌসমকে। এ দিন হবিবপুর ব্লকের রাইস মিল এলাকায় মঞ্চ বাঁধা হয়েছিল মৌসমের সংবর্ধনার জন্য।
কিশোর সাহা
পুলিশের অন্দরের খবর, নদিয়ায় বিধায়ক খুনের ঘটনার পরে সম্প্রতি রাজ্য পুলিশের সদর দফতর থেকে এই নির্দেশ জেলার পুলিশ সুপারদের জানিয়ে দেওয়া হয়েছে। তাতে তিনটি বিষয়ের উপরে জোর দেওয়া হয়েছে। প্রথমত, কোনও বিধায়কের দেহরক্ষীকে একবেলার জন্যও ছুটি নিতে হলে এসপির লিখিত সম্মতি নিতে হবে।
কৌশিক চৌধুরী
৫০০ বর্গমিটার জমিতে পলিহাউস দিয়ে চাষের জন্য ১ লক্ষ ২০ হাজার টাকা প্রয়োজন হয়। ভর্তুকি পেলেও ২-৪ হাজার টাকার বেশি লাভ হয় না। মিনি পার্ল চাষে এক বিঘাতে ১২ হাজার টাকা খরচ করে ৫ হাজার টাকা অবধি লাভ হয়।
শান্তশ্রী মজুমদার
বন্ধনী বলছে, ‘‘শহরের প্রেরণা স্কুলে পড়ার সময় ব্রেইল শিখেছিলাম। এখানে ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হলাম। তখন ব্রেইলে পড়তে পারিনি। শিক্ষক-শিক্ষিকারা সাহায্য করেছেন বলেই আজ মাধ্যমিকে বসতে পারছি।’’
কিশোর সাহা
বীরপাড়া-মাদারিহাটের বিজেপি বিধায়ক মনোজ টিগ্গা বলেন, ‘‘বন্ধ বাগান খোলানোর বিষয়টি অত্যন্ত সংবেদনশীল। তা নিয়ে কিছু বলার আগে কিংবা সেখানে প্রচারের সময়ে অতি সতর্ক থাকতে হবে। যাতে কোনও ভুল বোঝাবুঝি না হয়।’’
শুভঙ্কর চক্রবর্তী
শিক্ষা দফতর সূত্রে জানা গিয়েছে, নির্দিষ্ট সময়ের আগেই কর্মরত দুই আধিকারিক পদোন্নতি পেয়েছিলেন এবং এখনও পর্যন্ত প্রাপ্য বেতনের চেয়ে প্রায় ৩০ লক্ষ টাকা বেশি নিয়েছেন তাঁরা।
নিজস্ব সংবাদদাতা
এ বছরও প্রশ্ন বির্তক পিছু ছাড়ল না মাধ্যমিকের। গত বছর ময়নাগুড়ির স্কুল নিয়ে অভিযোগ উঠেছিল। এ বার বিতর্কের কেন্দ্রে ধূপগুড়ি। মঙ্গলবার মাধ্যমিকের প্রথম পরীক্ষার দিনই প্রশ্নের ছবি বাইরে চলে আসার অভিযোগ উঠল উত্তরবঙ্গে।
নিজস্ব সংবাদদাতা
বেআইনি আগ্নেয়াস্ত্র সহ এক বিজেপি নেতাকে গ্রেফতার করল শামুকতলা থানার পুলিশ। আমির হোসেন নামে ওই নেতার কাছ থেকে একটি দেশি পিস্তল, একটি ম্যাগজিন ও পাঁচটি গুলি উদ্ধার করেছে পুলিশ৷
নিজস্ব সংবাদদাতা
কিছুটা ভয়, কিছুটা উদ্বেগ ছিলই। কিন্তু হাসিমুখে পরীক্ষাকেন্দ্র থেকে ছেলে বেরোতেই আশ্বস্ত হলেন মা। বাইরে ছেলের জন্য অপেক্ষা করছিলেন দুরুদুরু বুকে। ছেলে কাছে আসতেই মা তাকে জড়িয়ে ধরে কেঁদেই ফেললেন।
জয়ন্ত সেন
মৌসম নুর তৃণমূলে যেতেই ভোল বদলে গেল নুর ম্যানসনের। মালদহের জেলা সদর ইংরেজবাজার শহরের স্টেশন রোডে থাকা উত্তর মালদহের সাংসদ মৌসমের কার্যালয়ে বসল তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি।
নিজস্ব সংবাদদাতা
মানুষখেকো কি একাধিক? এমনই সন্দেহ দানা বাঁধছে বন কর্তাদের মনে। এর মধ্যে মঙ্গলবার মাদারিহাটের হান্টাপাড়া চা বাগান থেকে একটি পূর্ণবয়স্ক স্ত্রী চিতাবাঘ খাঁচাবন্দি হয়েছে।