Advertisement
২৬ এপ্রিল ২০২৪

শহরে বাড়ি ভাড়াও নিয়ে ফেললেন সুব্রত মুখোপাধ্যায়

কর্মিসভা করলেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী সুনীল খাঁ-ও।

—ফাইল চিত্র।

—ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা 
বাঁকুড়া শেষ আপডেট: ১৯ মার্চ ২০১৯ ০৮:০০
Share: Save:

প্রচারের পাশাপাশি ভাড়া বাড়িও খুঁজে নিলেন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুব্রত মুখোপাধ্যায়। কর্মিসভা করলেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী সুনীল খাঁ-ও।

রবিবার বিকেলে সস্ত্রীক জেলায় এসে শহরের চাঁদমারিডাঙার একটি হোটেলে উঠেছিলেন সুব্রতবাবু। ভোটের এখনও প্রায় দু’মাস বাকি। এত দিন তিনি যে হোটেলে কাটাতে চান না, দলকে আগেই তা জানিয়ে রেখেছিলেন। সেই মতো দলও সুব্রতবাবুর জন্য ভাড়া বাড়ির সন্ধান চালাচ্ছিল। সোমবার প্রচারে বেরিয়ে বাঁকুড়া শহর ও শহর সংলগ্ন কয়েকটি মন্দির, মসজিদ ও চার্চে যান সুব্রতবাবু। সেখানে তাঁকে দেখে বহু উৎসাহী মানুষ ঘিরে ধরেন।

প্রচার সেরেই বাঁকুড়া শহরের জুনবেদিয়া বাইপাস এলাকার একটি বাড়ি দেখতে যান সুব্রতবাবু। জুনবেদিয়া এলাকায় একটি বাড়ি তাঁর পছন্দ হয়েছে বলে জানিয়ে দেন। এর পরেই হোটেলে ফিরে বিকেলে কর্মী সভায় যোগ দেন। সন্ধ্যায় তিনি কলকাতা রওনা হন।

সুব্রতবাবু জানান, কয়েক দিনের মধ্যেই ফের তিনি বাঁকুড়ায় আসছেন। বলেন, “এ বার ফিরে ভাড়া বাড়িতে উঠব। বাড়িটি আমার বেশ পছন্দ হয়েছে।”

জেলা তৃণমূল সভাপতি অরূপ খাঁ বলেন, “বাড়িটি সুব্রতদার পছন্দ হয়েছে। আমরা বাড়ির মালিকের সঙ্গে আলোচনা করে ভাড়া ঠিক করে ফেলে যা ব্যবস্থা করার করব।” তিনি জানান, সুব্রতবাবুকে নিয়ে বাঁকুড়া লোকসভাকেন্দ্রের প্রতিটি ব্লকে কর্মিসভা করার পরিকল্পনা শুরু হয়েছে। অন্য দিকে, এ দিন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বড়জোড়া ব্লকের গদারডিহি অঞ্চলের পুরুনিয়া ও সংগ্রামপুর এলাকায় কর্মিসভা করে তৃণমূল। বড়জোড়া ব্লক তৃণমূল সভাপতি অলক মুখোপাধ্যায় বলেন, “গ্রাম ধরে ধরে প্রচার চালাচ্ছি।”

এ দিন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী সুনীল খাঁ বড়জোড়ার পখন্নায় কর্মিসভা করেন। উপস্থিত ছিলেন সিপিএমের জেলা কমিটির সদস্য সুজয় চৌধুরী, কৃষক সভার জেলা সম্পাদক যদুনাথ রায় প্রমুখ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE