Advertisement
১০ মে ২০২৪
Belsulia

বেলশুলিয়া পঞ্চায়েতে অভিযোগ প্রত্যাহার দু’জনের

গত নির্বাচনে বাঁকুড়ার বিষ্ণুপুরের ব্লকের বেলশুলিয়া পঞ্চায়েত বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূলের দখলে আসে।

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

নিজস্ব সংবাদদাতা
বিষ্ণুপুর শেষ আপডেট: ৩০ জুন ২০২০ ০১:৩৫
Share: Save:

বাঁকুড়ার বিষ্ণুপুরে তৃণমূল পরিচালিত বেলশুলিয়া পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে ব্লক প্রশাসনের কাছে অভিযোগ দায়ের করেছিলেন দলেরই আট জন সদস্য। তাঁদের মধ্যে দু’জন অভিযোগ প্রত্যাহার করার জন্য সোমবার আবেদন জানিয়েছেন। নেতৃত্বের আশ্বাস পেয়েই এই পদক্ষেপ বলে তাঁদের দাবি। আবার তৃণমূলের বেলশুলিয়া অঞ্চল সভাপতির দাবি, ওই দু’জন তাঁদের কাছে নিজেদের ‘ভুল’ স্বীকার করে নিয়েছেন।

গত নির্বাচনে বাঁকুড়ার বিষ্ণুপুরের ব্লকের বেলশুলিয়া পঞ্চায়েত বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূলের দখলে আসে। দিনকয়েক আগে পঞ্চায়েত প্রধান কৃষ্ণা সর্দারের বিরুদ্ধে ব্লক প্রশাসনের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূলেরই আট জন সদস্য। তাঁদের অভিযোগ, প্রধান সদস্যদের কিছু না জানিয়ে দলের অঞ্চল সভাপতি ও কয়েক জন ঠিকাদারকে নিয়ে যাবতীয় কাজ করেন। ওই সদস্যদের বিরুদ্ধে পাল্টা ‘দাদাগিরি’ ও একশো দিনের কাজে ‘তোলা’ নেওয়ার অভিযোগ তুলেছিলেন কৃষ্ণাদেবীও।

সোমবার ওই আট জন সদস্যের মধ্যে পচাডহরা সংসদ থেকে নির্বাচিত মিঠু পৌলিক ও বেলশুলিয়া সংসদ থেকে নির্বাচিত পিরু মাঝি অভিযোগ প্রত্যাহার করে নেন। মিঠুর দাবি, ‘‘আমাকে কেউ ভয় দেখায়নি। আমার সমস্ত অভিযোগ স্বীকার করে প্রাপ্য সব কিছু দেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। না হলে আবার বিরোধিতা করব।” তৃণমূলের বেলশুলিয়া অঞ্চল সভাপতি মান্নান কোটালের বক্তব্য, ‘‘অপরের প্ররোচনায় যাঁরা প্রধানের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন, তাঁদের মধ্যে মিঠূ পৌলিক ও পিরু মাঝি অভিযোগ তুলে নিলেন। তাঁরা লিখিত ভাবে নিজেদের ভুল স্বীকার করেছেন।’’

অভিযোগ আনা সদস্যদের মধ্যে আবু তাহের মণ্ডল এ দিন বলেন, “নির্বাচিত সদস্যদের ভয় দেখিয়ে বাক্ স্বাধীনতা কেড়ে নিতে চাইছেন অঞ্চল সভাপতি-সহ কয়েকজন। ভয় দেখিয়ে তাঁদের দলে টানার কৌশল নেওয়া হয়েছে। আমরা সব কিছু জেলা ও রাজ্য নেতৃত্বকে জানিয়েছি।” ঘটনা জেনে বিজেপির বিষ্ণুপুর জেলা সাংগঠনিক সভাপতি হরকালী প্রতিহারের টিপ্পনী, ‘‘তৃণমূলের আগা-গোড়া দুর্নীতিতে ছেয়ে গিয়েছে। ভাগাভাগি নিয়ে সমস্যা হচ্ছিল বলে হয়তো অভিযোগ হয়েছিল। মিটে গিয়েছে বলে প্রত্যাহার হয়েছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Belsulia
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE