Advertisement
১১ মে ২০২৪

ফের বিতর্কে অনুব্রত

এ দিন আরও এক ধাপ এগিয়ে অনুব্রতের হুঁশিয়ারি, ‘‘অনলাইনে এনআরসি’র আবেদন করার ব্যবস্থা হলে সাইবার কাফে, কম্পিউটার ভেঙে যে এই কাজ করানোর চেষ্টা করবে তার মাথার চুল কামিয়ে দেবে মানুষ।’’ 

ফাইল চিত্র।

ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
রামপুরহাট শেষ আপডেট: ০৬ জানুয়ারি ২০২০ ০২:২২
Share: Save:

জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি এবং সিএএ) নিয়ে রবিবারও সোচ্চার হলেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। রামপুরহাট ১ ব্লক এবং শহর তৃণমূল কংগ্রেসের ডাকে রামপুরহাট হাইস্কুল ময়দানে অনুব্রত অনলাইনে আবেদনের প্রক্রিয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। শনিবার বিকেলেই নলহাটি ২ ব্লকের লোহাপুর কাটাগড়িয়ার সভায় এনআরসি’র জন্য নামের তালিকা করতে কেই এলে তাঁকে ‘ঢিলিয়ে’ দেওয়ার নিদান দিয়েছিলেন তিনি।

এ দিন আরও এক ধাপ এগিয়ে অনুব্রতের হুঁশিয়ারি, ‘‘অনলাইনে এনআরসি’র আবেদন করার ব্যবস্থা হলে সাইবার কাফে, কম্পিউটার ভেঙে যে এই কাজ করানোর চেষ্টা করবে তার মাথার চুল কামিয়ে দেবে মানুষ।’’

এ দিন তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও একহাত নিয়েছেন এনআরসি প্রসঙ্গে। তাঁদের মাথামোটা ও অপদার্থ বলে কটাক্ষ করেন। এ দিনের সভায় রামপুরহাট ১ ব্লকের দখলবাটি অঞ্চল থেকে ৫০ জন বিজেপি কর্মী তৃণমূলে যোগদান করেছে বলে জেলা তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন অনুব্রত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Anubrata Mondal TMC NRC CAA
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE