Advertisement
২৭ এপ্রিল ২০২৪
পুরনো বিবাদ, দাবি বিজেপির

তৃণমূল নেতাকে ছুরি, অভিযোগ

তৃণমূলের জেলা কমিটির সাধারণ সম্পাদক নবেন্দু মাহালি বলেন, ‘‘দলীয় সূত্রে জানতে পেরেছি, রবিবার রাতে রাজেশ সেন ডাক্তার দেখিয়ে বাড়ি ফিরছিলেন। ওই সময়ে বিজেপির রাজেশ রক্ষিত তাঁর উপর ছুরি নিয়ে হামলা চালায়।’’ 

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা 
পুঞ্চা শেষ আপডেট: ২৫ জুন ২০১৯ ০১:৫৭
Share: Save:

তৃণমূলের নপাড়া পঞ্চায়েতের বুথ সভাপতিকে ছুরি মারার অভিযোগ উঠল। রবিবার রাতে পুঞ্চা থানায় অভিযোগ দায়ের হয়েছে। জখম তৃণমূল নেতা রাজেশ সেন ধাদকি গ্রামের বাসিন্দা রাজেশ রক্ষিতের বিরুদ্ধে হামলার অভিযোগ দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত পলাতক। সন্ধান চলছে।

তৃণমূলের জেলা কমিটির সাধারণ সম্পাদক নবেন্দু মাহালি বলেন, ‘‘দলীয় সূত্রে জানতে পেরেছি, রবিবার রাতে রাজেশ সেন ডাক্তার দেখিয়ে বাড়ি ফিরছিলেন। ওই সময়ে বিজেপির রাজেশ রক্ষিত তাঁর উপর ছুরি নিয়ে হামলা চালায়।’’

রাজেশবাবুকে প্রথমে পুঞ্চা ব্লক স্বাস্থ্যকেন্দ্রে, পরে পুরুলিয়া সদর হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করানো হয়।

তবে নপাড়ার বাসিন্দা বিজেপি নেতা নীলোৎপল সিংহ বলেন, ‘‘রাজেশ রক্ষিত আমাদের দলের কর্মী নন। সমর্থক মাত্র।’’ তাঁর দাবি, রাজেশ মোটরবাইকে চড়ে রবিবার রাত ন’টা নাগাদ নপাড়া থেকে পুঞ্চার ধাদকি গ্রামের দিকে যাচ্ছিল। পিছন থেকে গাড়িতে ধাওয়া করে রাজেশ সেন তাঁকে চাপা দেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ নীলোৎপলবাবুর।

তিনি বলেন, ‘‘জানতে পেরেছি, ধাদকি গ্রামের কাছে গাড়ি থামলে দু’জনের হাতাহাতি হয়। সেই সময়ে পড়ে গিয়ে রাজেশ সেনের চোট লেগে থাকতে পারে। এলাকার সবাই জানেন, দু’জনের মধ্যে পুরনো বিবাদ ছিল। তৃণমূল এর মধ্যে রাজনীতি ঢোকাতে চাইছে।’’

পুলিশ জানিয়েছে, অভিযোগের প্রেক্ষিতে তদন্ত শুরু হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Crime Violence TMC BJP
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE