Advertisement
২৭ এপ্রিল ২০২৪
Coronavirus

বাঁকুড়ার দু’জন আপাতত নজরে

সপ্তাহখানেক আগে শিলিগুড়ি থেকে ফেরেন বাঁকুড়ার জয়পুরের এক যুবক। কিছুদিনের মধ্যেই জ্বর, শ্বাসকষ্ট ও গলায় ব্যথা শুরু হয় তাঁর।

ঝালদায় পরিদর্শনে পুরুলিয়ার জেলাশাসক। শনিবার। নিজস্ব চিত্র

ঝালদায় পরিদর্শনে পুরুলিয়ার জেলাশাসক। শনিবার। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
বাঁকুড়া ও পুরুলিয়া শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০২০ ০৪:৫০
Share: Save:

সন্দেহজনক উপসর্গ নিয়ে শুক্রবার বিকেলে বাঁকুড়ার বিষ্ণুপুর জেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছিল এক যুবককে। তাঁর অবস্থা স্থিতিশীল বলে শনিবার দাবি করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ। এ দিকে শ্বাসকষ্ট, জ্বর ও কাশির উপসর্গ নিয়ে কিছু দিন ধরেই বাঁকুড়া মেডিক্যালে ভর্তি রয়েছেন বাঁকুড়া শহরের এক প্রবীণ। তাঁর অবস্থার উপরে নজর রাখছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

সপ্তাহখানেক আগে শিলিগুড়ি থেকে ফেরেন বাঁকুড়ার জয়পুরের এক যুবক। কিছুদিনের মধ্যেই জ্বর, শ্বাসকষ্ট ও গলায় ব্যথা শুরু হয় তাঁর। শুক্রবার উপসর্গ বাড়লে, তিনি জয়পুর ব্লক স্বাস্থ্যকেন্দ্রে যান। সেখান থেকে তাঁকে বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠানো হয়। তাঁকে ‘আইসোলেশন ওয়ার্ড’-এ ভর্তি করে পর্যবেক্ষণ চালানো হচ্ছে।

বিষ্ণুপুর জেলা হাসপাতালের ভারপ্রাপ্ত সুপার তড়িৎকান্তি পাল বলেন, “ওই যুবকের অবস্থা স্থিতিশীল। তাঁর উপসর্গগুলিও ধাপে ধাপে কমছে। এখনই তাঁর লালা-রস পরীক্ষা করানোর মতো পরিস্থিতি হয়নি। আমরা ওই যুবককে পর্যবেক্ষণ করছি।”

বাঁকুড়া মেডিক্যাল সূত্রে জানা গেছে, বুধবার ষাটোর্ধ্ব এক বৃদ্ধকে শ্বাসকষ্ট, জ্বর ও কাশির উপসর্গ নিয়ে বাঁকুড়া মেডিক্যালে ভর্তি করানো হয়।হাসপাতালের ‘আইসোলেশন ওয়ার্ড’-এ তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। হাসপাতালের এক কর্তা বলেন, “ওই বৃদ্ধের ব্লাড সুগার ও হৃদযন্ত্রের সমস্যা রয়েছে। ফলে কোনও রকমের ঝুঁকি না নিয়েই আমরা আইসোলেশনে ভর্তি রেখে পর্যবেক্ষণ করছি।” ওই বৃদ্ধের লালা-রসের নমুনা পরীক্ষার বিষয়ে হাসপাতালের ওই কর্তা বলেন, “এখনই দরকার নেই। তবে আগামী কয়েকদিনে শারীরিক অবস্থা স্থিতিশীল না হলে এ নিয়ে সিদ্ধান্ত নেব।” সাম্প্রতিক সময়ে ওই বৃদ্ধ শহরের বাইরে কোথাও যাননি বলেই দাবি হাসপাতাল কর্তৃপক্ষের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Coronavirus Health
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE