Advertisement
১১ মে ২০২৪
BJP

জামিন পেলেন বিজেপি নেতা

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে সিউড়ির আরটি মোড় এলাকায় কয়েক জন ব্যক্তি মুখে মাস্ক ছাড়া জমায়েত করেছিলেন।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
সিউড়ি শেষ আপডেট: ০৭ অগস্ট ২০২০ ০১:৫৮
Share: Save:

লকডাউন বিধি ভঙ্গ করার অভিযোগে বুধবার সিউড়ি থানার পুলিশের হাতে ধৃত বিজেপি নেতা উত্তম রজক জামিন পেলেন বৃহস্পতিবার।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে সিউড়ির আরটি মোড় এলাকায় কয়েক জন ব্যক্তি মুখে মাস্ক ছাড়া জমায়েত করেছিলেন। সেই সময় পুলিশ তাঁদের সরাতে গেলে বচসা বাধে। সেই ঘটনায় বিজেপির জেলার সাধারণ সম্পাদক উত্তম-সহ ১২ জনের বিরুদ্ধে মামলা রুজু করে পুলিশ। পরে উত্তমকে গ্রেফতারও করা হয়। এ দিন তাঁকে সিউড়ি আদালতে হাজির করানো হলে বিচারক তাঁর জামিন মঞ্জুর করেন। সরকারি আইনজীবী অসীম কুমার দাস বলেন, "অভিযুক্তের বিরুদ্ধে পুলিশের কাজে বাধা দেওয়া সহ একাধিক মামলা রুজু করা হয়েছে। বিচারক সব দিক বিবেচনা করে তাঁর জামিন মঞ্জুর করেছেন।"

দলের নেতাকে দেখার জন্য এ দিন সকালে বিজেপি-র জেলা সভাপতি শ্যামাপদ মণ্ডলের নেতৃত্বে কয়েক জন কর্মী সিউড়ি থানার সামনে এসে উপস্থিত হন। কিন্তু তাঁদেরকে থানায় ঢুকতে দেওয়া হয়নি। কেবল শ্যামাপদ থানায় যান। সেখান থেকে বেরিয়ে এসে তিনি অভিযোগ করেন, "পুলিশ বিমাতৃসুলভ আচরণ করছে। অন্যায় ভাবে আমাদের কয়েক জনের বিরুদ্ধে মামলা করছে এবং জেলার সাধারণ সম্পাদককে গ্রেফতার করেছে।" তাঁর আরও দাবি, দিন চারেক আগে গ্যাংটে গ্রামে এক বিজেপি কর্মীকে মারধর করে বাড়িতে বোমা মারা হয়। কিন্তু বিজেপি-রই দুই কর্মীকে গ্রেফতার করা হয়েছে। শ্যামাপদর হুঁশিয়ারি, "বিরোধী পক্ষের (তৃণমূল) যদি কেউ গ্রেফতার না হয়, তাহলে দু-এক দিনের মধ্যে পাঁচ হাজার লোক এনে থানা ঘেরাও করব।" অভিযোগের প্রেক্ষিতে জেলা পুলিশের এক কর্তা বলেন, "কোনও রাজনৈতিক নেতার মন্তব্যের প্রতিক্রিয়া দেব না।"

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

BJP Politics Siuri
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE