Advertisement
১০ মে ২০২৪

নাম লিখেও পরে মুছল তৃণমূল

ভোট প্রচারে আগেই দেওয়াল দখলের অভিযোগ উঠেছিল শাসক দলের বিরুদ্ধে। এবার চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণার আগেই প্রার্থীর নাম লেখা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হল। 

পূর্বঘোষিত: শীর্ষ নেতৃত্বের ঘোষণার আগেই দেওয়ালে প্রার্থীর নাম। (ডান দিকে) পরে তা মুছে দেওয়া হল। বোলপুরে। ছবি: বিশ্বজিৎ রায়চৌধুরী

পূর্বঘোষিত: শীর্ষ নেতৃত্বের ঘোষণার আগেই দেওয়ালে প্রার্থীর নাম। (ডান দিকে) পরে তা মুছে দেওয়া হল। বোলপুরে। ছবি: বিশ্বজিৎ রায়চৌধুরী

বাসুদেব ঘোষ
বোলপুর শেষ আপডেট: ১২ মার্চ ২০১৯ ০৪:৫২
Share: Save:

ভোট প্রচারে আগেই দেওয়াল দখলের অভিযোগ উঠেছিল শাসক দলের বিরুদ্ধে। এবার চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণার আগেই প্রার্থীর নাম লেখা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হল।

ঘটনাস্থল বোলপুরের লজের মোড়। রবিবার রাতে এখানে দুটি দেওয়ালে ঘাসফুল প্রতীকের প্রার্থীকে আসন্ন লোকসভা নির্বাচনে জয়ী করানোর কথার মধ্যে তৃণমূল প্রার্থী হিসেবে অসিত মালের নাম লেখা হয়। এই খবর চাউর হতেই শাসক দলের নেতারা তড়িঘড়ি নাম মোছানোর উদ্যোগ নেন। এটি সাজানো ঘটনা বলেও এড়িয়ে যাওয়া হয়। লজের মোড় এলাকাটি বোলপুর পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের মধ্যে। সূত্রের খবর ওই ওয়ার্ডের কাউন্সিলর সুকান্ত হাজরার নেতৃত্বে দলের কর্মীদের একাংশ রবিবার রাতে এলাকার বেশ কিছু দেওয়ালে ভোট প্রচার করেন। তার মধ্যে দুটি দেওয়ালে প্রার্থীর নামও লেখা হয়। এই প্রসঙ্গে সুকান্তবাবু বলেন, ‘‘ভুল করেই আমরা প্রার্থীর নাম দেওয়ালে লিখে ফেলেছিলাম। প্রার্থীর নাম ঘোষণা হয়নি শুনে সঙ্গে সঙ্গে মুছেও দেওয়া হয়।’’ আগামী লোকসভা নির্বাচনে অসিত মাল সম্ভাব্য প্রার্থী এই প্রচারটা প্রথম শুরু করেছিলেন তৃণমূলের বহিষ্কৃত সাংসদ অনুপম হাজরা।

গত নভেম্বরে নিজের অফিসিয়াল ট্যুইটে তিনি লেখেন, ‘আসন্ন ২০১৯ লোকসভা নির্বাচনে শ্রী অসিত মাল মহাশয়কে বোলপুর লোকসভা কেন্দ্র থেকে বিপুল ভোটে জয়ী করুন!!!’ দলের নেতা-কর্মীদের একাংশের বক্তব্য, অনুপমকে দল বহিষ্কারের পরে বিভিন্ন কর্মিসভা ও অন্য সভা সমাবেশে বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকেও অসিত মালকেও সর্বসমক্ষে ‘ভাল ছেলে,’ ‘কাজের ছেলে’ বলে পরিচয় করাতে দেখা গিয়েছে। দলনেত্রী নাম ঘোষণা না করলেও কংগ্রেস পরিবার থেকে আসা অসিত মাল যে এবার বোলপুরের প্রার্থী হচ্ছেন তেমন ইঙ্গিত জেলা সভাপতি বারবারই দিয়েছেন। বিভিন্ন সভাতে তাঁকে বলতে শোনা গিয়েছে, ‘‘যোগ্য প্রার্থী হতে পারে অসিত মাল। প্রার্থীর নাম ঘোষণা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।’’ আমোদপুরের সভাতেও অনুব্রতের গলায় প্রশংসা শোনা গিয়েছিল অসিত মালের। তাতেই স্থানীয় তৃণমূল কর্মীরা ধরে নিয়েছেন বোলপুর লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী অসিত মালই হচ্ছেন। যদিও এই বিষয়ে অনুব্রত বলেন, ‘‘পুরোটাই সাজানো ঘটনা, পুরোটাই ফলস। লোকসভায় দলীয় প্রার্থীর নাম ঘোষণার আগেই বোলপুরে দেওয়াল লিখন নিয়ে জোর জল্পনা শুরু হয়ে গিয়েছে।’’ রবিবার সন্ধ্যায় বোলপুরে দলীয় কার্যালয়ের সামনের দেওয়ালে তৃণমূলের প্রতীক আঁকেন অনুব্রত নিজেই। তাতে যদিও শুধুই ঘাস-ফুলের ছবি আঁকা হয়, কারও নাম ছিল না। কিন্তু এর কয়েক ঘন্টা পরেই ভুবনডাঙায় লজের মোড়ে প্রতীকের সঙ্গে প্রার্থীর নাম লিখে শোরগোল ফেলে দেন দলীয় কর্মীরা। এ ব্যাপারে অসিতবাবুর প্রতিক্রিয়া, ‘‘আমি প্রার্থী হচ্ছি কি না তা ঠিক করবে রাজ্য নেতৃত্ব। আমরা দলের কর্মী মাত্র। আমি একনও কিছু জানি না।’’

বিরোধীরা এই বিতর্ক উস্কে দিয়েছেন। সিপিএমের জেলা সম্পাদক মনসা হাঁসদা বলেন, ‘‘তৃণমূল কর্মীদের মনোবল তলানিতে। নিয়ম কানুন কিছুই নেই এই দলের। ব্যক্তি নির্ভর দল বলেই এই অবস্থা।’’ অন্যদিকে, বিজেপির জেলা সভাপতি রামকৃষ্ণ রায় বলেন, ‘‘কোনও গোষ্ঠী অতি উৎসাহে প্রার্থীর নাম লিখেছে আবার অন্য কোনও গোষ্ঠী মুছে দিয়েছে। দলের অবস্থা

যদি এই হয় তবে ভোটে কি হবে বোঝাই যাচ্ছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

TMC Lok Sabha Election 2019 Election Campaign
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE