Advertisement
০৫ মে ২০২৪

প্রতিবাদেও আলাদা দুই নেতার গোষ্ঠী

কয়েক দিন আগেই পুরুলিয়ার সার্কিট হাউসে কর্মিসভা করে যুব তৃণমূলের রাজ্য সভাপতি তথা পুরুলিয়ার পর্যবেক্ষক অভিষেক বন্দ্যোপাধ্যায় নিতুড়িয়া ও সাঁতুড়ির দুই গোষ্ঠীর নেতাদের একসঙ্গে কাজ করার নির্দেশ দিয়ে গিয়েছেন।

প্রতিবাদ: নোটবন্দির দিনটিকে এক বছর পরে কালা দিবস হিসাবে পালন করল তৃণমূল। বাঁকুড়া শহরে বুধবার। ছবি: অভিজিৎ সিংহ

প্রতিবাদ: নোটবন্দির দিনটিকে এক বছর পরে কালা দিবস হিসাবে পালন করল তৃণমূল। বাঁকুড়া শহরে বুধবার। ছবি: অভিজিৎ সিংহ

নিজস্ব সংবাদদাতা
রঘুনাথপুর শেষ আপডেট: ০৯ নভেম্বর ২০১৭ ০১:৩৫
Share: Save:

দলের পর্যবেক্ষকের কড়া নির্দেশের পরেও তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের চেনা ছবির বদল হল না নিতুড়িয়া ও সাঁতুড়ি ব্লকে। নোট বাতিলের বিরুদ্ধে তৃণমূলের দুই বিধায়ক ও পঞ্চায়েত সমিতির সভাপতির নেতৃত্বে পৃথক দু’টি সভা ও মিছিল হল নিতুড়িয়ায়। সাঁতুড়িতে মিছিলে ডাকাই হল না ব্লকের যুব তৃণমূলের সভাপতি, পঞ্চায়েত সমিতির সভাপতি ও জেলা পরিষদের স্থানীয় সদস্যকে।

কয়েক দিন আগেই পুরুলিয়ার সার্কিট হাউসে কর্মিসভা করে যুব তৃণমূলের রাজ্য সভাপতি তথা পুরুলিয়ার পর্যবেক্ষক অভিষেক বন্দ্যোপাধ্যায় নিতুড়িয়া ও সাঁতুড়ির দুই গোষ্ঠীর নেতাদের একসঙ্গে কাজ করার নির্দেশ দিয়ে গিয়েছেন। পঞ্চায়েত নির্বাচনের মুখে দলের দ্বন্দ্ব সরিয়ে রেখে দুই ব্লকের নেতারা কাজ না করলে প্রয়োজনে তাদের বিরুদ্ধে দলগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন অভিষেক। দলের পর্যবেক্ষকের নির্দেশের পরে নিতুড়িয়া ও সাঁতুড়িতে গোষ্ঠীদ্বন্দ্ব কতটা মিটবে, তা নিয়ে অনেকেরই কৌতূহল ছিল। বিশেষ করে নিতুড়িয়াতে বিধায়ক পূর্ণচন্দ্র বাউড়ি ও পঞ্চায়েত সমিতির সভাপতি শান্তিভূষণপ্রসাদ যাদব একসঙ্গে কোনও কর্মসূচিতে সামিল হচ্ছেন কি না, সেটা দেখার জন্য কৌতূহল ছিল দলের নিচুতলার কর্মী সমর্থকদের।

দলের শীর্ষ নেতৃ়ত্বের নির্দেশের পরেও দ্বন্দ্ব যে আদৌ মেটেনি, সেটা স্পষ্ট হয়ে গেল বুধবার দু’টি পৃথক কর্মসূচি হওয়ায়। এ দিন সকালের দিকে নোট বাতিলের বিরুদ্ধে নিজের অনুগামী কর্মী সমর্থকদের নিয়ে পারবেলিয়াতে মিছিল করেন পঞ্চায়েত সমিতির সভাপতি শান্তিভূষণপ্রসাদ যাদব। বিকেলে সড়বড়িতে একই ইস্যুতে মিছিল ও সভা হয়েছে বিধায়ক পূর্ণচন্দ্রবাবুর নেতৃত্বে। একই প্রতিবাদে একই দলের কেন আলাদা আলাদা মিছিল? কোনও মন্তব্য করতে চাননি শান্তিভূষণবাবু ও পূর্ণচন্দ্রবাবু।

অন্য দিকে, ব্লক সভাপতি রামপ্রসাদ চক্রবর্তীকে কর্মী সভায় অভিষেক নির্দেশ দিয়েছিলেন, বিভিন্ন দলীয় কর্মসূচিতে ব্লকের যুব সভাপতি বাপ্পা মুখোপাধ্যায়কে সামিল করানোর জন্য। ওই ব্লকে রামপ্রসাদবাবুর সঙ্গে মোটেই বনিবনা নেই যুব সভাপতি, পঞ্চায়েত সমিতির সভাপতি নিয়তি হাঁসদা ও জেলা পরিষদে এলাকার সদস্য বড়কারাম টুডুর। অভিষেকের সামনেই ব্লকের যুব সভাপতি অভিযোগ করেছিলেন, ব্লক সভাপতি দলীয় কর্মসূচিতে তাঁদের ডাকেন না। তারই প্রেক্ষিতে সবাইকে নিয়ে কাজ করার জন্য রামপ্রসাদবাবুকে নির্দেশ দেওয়া হয়।

এ দিন সকালে মুরাডিতে নোট বাতিলের বিরুদ্ধে মিছিল হয়েছে রামপ্রসাদবাবুর নেতৃত্বে। যুব সভাপতি বাপ্পা মুখোপাধ্যায়ের অভিযোগ, মিছিলে তিনি, জেলা পরিষদের সদস্য ও পঞ্চায়েত সমিতির সভাপতি ডাক পাননি। বাপ্পা বলেন, ‘‘দলের পর্যবেক্ষকের স্পষ্ট নির্দেশ আছে কর্মসূচিতে সবাইকে সামিল করাতে হবে। কিন্তু ব্লক সভাপতি মিছিলে আসার জন্য বলেননি।” জেলার নেতৃত্ব এই বিষয়ে ব্যবস্থা না নিলে তাঁরা আগামী দিনে সাতুঁড়ি এলাকায় পাল্টা মিছিল করবেন বলে জানিয়েছেন যুব সভাপতি। তবে রামপ্রসাদবাবুর ঘনিষ্ঠ মহলের দাবি, এই কর্মসূচি ব্লক এলাকার নয়। নোট বাতিলের বিরুদ্ধে বুধবার রাস্তায় নেমে প্রতিবাদ করার জন্য রাজ্য নেতৃত্ব সিদ্ধান্ত নিয়ে জেলায় জানিয়েছে। সেই মতো মিছিল হয়েছে। সেখানে কাউকে যোগ দেওয়ার জন্য আলাদা করে ডাকা হয়নি।

অবশ্য এ দিন দ্বন্দ্ব সরিয়ে রেখে সবাই মিলে মিছিল করছেন রঘুনাথপুর ২ ব্লকের তৃণমূলের বিবাদমান দুই গোষ্ঠীর নেতা কর্মীরা। রঘুনাথপুর ২ ব্লকের সভাপতি বরুণ মেহেতা এবং তাঁর বিরুদ্ধ গোষ্ঠীর নেতা কর্মীরা এ দিন চেলিয়ামাতে মিছিলে সামিল হন। বরুণনবাবু বলেন, ‘‘আমাদের ব্লকে তৃণমূলের কোনও গোষ্ঠী দ্বন্দ্ব নেই। পুরো বিষয়টি যে বিরোধীদের অপপ্রচার, সেটাই স্পষ্ট হয়ে গেল।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Demonetisation TMC Group Clash
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE