Advertisement
১১ মে ২০২৪

দু’টি দুর্ঘটনায় মৃত ২

দু’টি পৃথক পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই প্রৌঢ়ের। দু’জনেই বাঁকুড়া জেলার বাসিন্দা। প্রথম দুর্ঘটনাটি ঘটে সোমবার বিকেলে পুরুলিয়া-বাঁকুড়া (৬০-এ) জাতীয় সড়কে হুড়া থানা এলাকার মধুবন গ্রামের কাছে।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৮ জুন ২০১৬ ০১:১৭
Share: Save:

দু’টি পৃথক পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই প্রৌঢ়ের। দু’জনেই বাঁকুড়া জেলার বাসিন্দা। প্রথম দুর্ঘটনাটি ঘটে সোমবার বিকেলে পুরুলিয়া-বাঁকুড়া (৬০-এ) জাতীয় সড়কে হুড়া থানা এলাকার মধুবন গ্রামের কাছে। চলন্ত গাড়ির চাকা ফেটে গাড়ি উল্টে মৃত্যু হয় এক চিকিৎসকের। পুলিশ জানিয়েছে, মৃতের নাম অশোককুমার খাঁ (৫৫)। বাড়ি বাঁকুড়া শহরের কাটজুড়িডাঙা এলাকায়। অশোকবাবু পুরুলিয়ার কোটশিলা স্বাস্থ্যকেন্দ্রে কর্মরত ছিলেন।

জেলা স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, এ দিন কর্মস্থল থেকে তিনি গাড়িতে চড়ে বাঁকুড়ার বাড়িতে ফিরছিলেন। সঙ্গে ছিলেন আরও তিন জন। প্রত্যক্ষদর্শীরা জানান, বাঁকুড়ার দিকে যাওয়ার পথে মধুবন গ্রামের অদূরে আচমকা গাড়িটির বাঁ দিকের সামনের চাকা ফেটে যায়। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তার পাশে উল্টে যায়। গুরুতর আহত অবস্থায় অশোকবাবুকে পুরুলিয়া সদর হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে জানান। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, গাড়ির বাকি তিন আরোহীর আঘাত গুরুতর নয়। প্রাথমিক চিকিৎসার পরে তাঁদের ছেড়ে দেওয়া হয়। অশোকবাবুর বাড়ির লোকজনকে খবর পাঠানো হয়েছে।

জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক অনিল দত্ত বলেন, ‘‘অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। সাধারণত তিনি ট্রেনে বাড়ি ফিরতেন বলেই জানি। এ দিনই গাড়িতে ফিরছিলেন।’’

অন্যদিকে গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক প্রৌঢ়ের। সোমবার ভোরে দুর্ঘটনাটি ঘটে গোঘাটের কুলটিতে। মৃতের নাম সুদীপকুমার দে (৫০)। বাড়ি বাঁকুড়ার ইন্দাস থানার পাহাড়পুরে। পুলিশ জানায়, পাহাড়পুরে বাড়ি হলেও কর্মসূত্রে তিনি দিদির বাড়ি কুলটিতে থাকতেন। এ দিন ভোরে তিনি হাঁটতে বেরিয়েছিলেন। সেই সময় কোনও একটি গাড়ি তাঁকে ধাক্কা মারে। স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ দেহটি ময়না তদন্তে পাঠায়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

accident died
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE