Advertisement
০২ মে ২০২৪

দামোদর পেরিয়ে ঢুকত ঝাড়খণ্ডের কয়লা, আটক

দামোদর নদ পেরিয়ে নৌকায় ঝাড়খণ্ড থেকে পুরুলিয়া জেলায় ঢুকছে অবৈধ কয়লা। অথচ নিষ্ক্রিয় পুলিশ। বাসিন্দারা এ নিয়ে দীর্ঘদিন ধরে অভিযোগ তুললেও এ বার টনক নড়ল পুলিশে। দু’দিন ধরে টানা অভিযান চালিয়ে ঝাড়খণ্ড থেকে আসা ৫০ টনের বেশি অবৈধ কয়লা উদ্ধার করল রঘুনাথপুর ও সাঁওতালডিহি থানার পুলিশ। আটক করা হয়েছে অবৈধ কয়লা বোঝাই চারটি গাড়ি। গ্রেফতার করা হয়েছে গাড়ি চালকদের।

আটক করা কয়লা বোঝাই গাড়ি। সাঁওতালডিহির উষীর গ্রামে। —নিজস্ব চিত্র

আটক করা কয়লা বোঝাই গাড়ি। সাঁওতালডিহির উষীর গ্রামে। —নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
রঘুনাথপুর শেষ আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০১৫ ০০:৫০
Share: Save:

দামোদর নদ পেরিয়ে নৌকায় ঝাড়খণ্ড থেকে পুরুলিয়া জেলায় ঢুকছে অবৈধ কয়লা। অথচ নিষ্ক্রিয় পুলিশ। বাসিন্দারা এ নিয়ে দীর্ঘদিন ধরে অভিযোগ তুললেও এ বার টনক নড়ল পুলিশে। দু’দিন ধরে টানা অভিযান চালিয়ে ঝাড়খণ্ড থেকে আসা ৫০ টনের বেশি অবৈধ কয়লা উদ্ধার করল রঘুনাথপুর ও সাঁওতালডিহি থানার পুলিশ। আটক করা হয়েছে অবৈধ কয়লা বোঝাই চারটি গাড়ি। গ্রেফতার করা হয়েছে গাড়ি চালকদের। পুলিশ জানিয়েছে, ধৃতেরা হল ভবানী বেদিয়া, বাদল মাহাতো, অরূপ নন্দী, আকবর আনসারি। এরা সকলেই রঘুনাথপুর থানার চেলিয়ামা এলাকার বাসিন্দা। রবিবার ধৃতদের রঘুনাথপুর আদালতে তোলা হলে বিচারক সবাইকে জেল হাজতে রাখার নির্দেশ দেন।

পুলিশের দাবি, দীর্ঘদিন ধরেই রঘুনাথপুর মহকুমা এলাকায় ব্যাপক আকারে ও সংগঠিত ভাবে অবৈধ কয়লার কারবার কার্যত বন্ধ। মূলত পুলিশ-প্রশাসনের সক্রিয় ভূমিকার জন্যই মহকুমার চারটি ব্লকের একাংশ জুড়ে চলা কয়লার কারবারে কিছুটা হলেও রাশ টানা সম্ভব হয়েছে। তবে এই অবৈধ কয়লার ব্যবসা পুরোপুরি বন্ধ হয়নি বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ছিলই। আর অভিযোগের সারবত্তা যে রয়েছে, তা দু’দিনের পুলিশি অভিযানের সাফল্যে ফের সামনে এল।

পুলিশ সূত্রেই জানা গিয়েছে, রঘুনাথপুর ২ ব্লকের দামোদরের করগালি ঘাটের উল্টো দিতে ঝাড়খণ্ডের সিন্ধ্রি এলাকা। রঘুনাথপুর ২ ব্লকের কয়লার কারবারিরা সিন্ধ্রির কয়লাখনি থেকে সাইকেলে কয়লার বস্তা নিয়ে আসছিল। নৌকায় কয়লার বস্তা বোঝাই সাইকেল চাপিয়ে তারা করগালি ঘাটে নিয়ে আসে। সেখানে বিভিন্ন জায়গার কয়লা জড়ো করে রাখা হচ্ছিল। পরে গাড়িতে চাপিয়ে সেই কয়লা জেলার বিভিন্ন এলাকায় পাচার করা হচ্ছিল। বস্তুত এই বিষয়ে অভিযোগ পাওয়ার পরে রঘুনাথপুর থানা চেলিয়ামায় ক্যাম্পও করেছিল। কিন্তু পুলিশকে ফাঁকি দিয়ে অন্য পথে কয়লা পাচার চলছিল। শনিবার দুপুরে রঘুনাথপুর থানার পুলিশ করগালি ঘাটেই গিয়ে অভিযান চালায়। সেখান থেকে আটক করা হয় প্রায় ৩০ টন কয়লা।

অন্য দিকে, পুলিশি অভিযানের খবর পেয়ে কিছু কারবারি সাঁওতালডিহি থানার দিকে সাইকেল বোঝাই কয়লা পাচার করে। সেখানে এক জায়গায় জড়ো করে গাড়িতে তোলা হচ্ছিল। শনিবার রাতে সাঁওতালডিহি থানার পুলিশ উষীর গ্রামের কাছে অভিযান চালিয়ে কয়লা বোঝাই চারটি গাড়ি আটক করে। আটক করা হয় প্রায় ২০ টন কয়লা। রঘুনাথপুরের এসডিপিও পিনাকী দত্ত বলেন, “অবৈধ কয়লার ব্যবসা বন্ধে আমরা নিয়মিত অভিযান চালাই। শনিবার রঘুনাথপুর ও সাঁওতালডিহি থানার যৌথ অভিযানে ঝাড়খণ্ড থেকে আসা কয়লা উদ্ধার হয়েছে। চারজনকে গ্রেফতার করা হয়েছে।”.

এ দিকে, ঝাড়খণ্ড থেকে অবৈধ কয়লা পাচারের অভিযোগ এক কয়লা ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে পুরুলিয়ার জয়পুর থানার পুলিশ। ধৃতের নাম অসিতবরণ কয়াল। বাড়ি জয়পুরেই। শনিবার রাতে জয়পুরের নামোপাড়া এলাকায় অভিযান চালিয়ে আটক করা হয়েছে কয়লা বোঝাই দু’টি ট্রাক। উদ্ধার হয়েছে প্রায় ২০ টন অবৈধ কয়লা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

raghunathpur illegal coal blocks
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE